Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অসুস্থতার কারণে ক্রিকেট ছাড়লেন বিশ্বকাপজয়ী নাবিল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৪৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৯৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ক্রিকেটের মাঠে যতটা না পরিচিত ছিলেন, তার চেয়ে অনেক বেশি পরিচিতি পেয়েছেন একটি ইংরেজি সাক্ষাৎকারের মাধ্যমে। সেবার তার সাবলীল উত্তর আর স্বাভাবিক আচরণ ক্রিকেটপ্রেমীদের মনে গভীর প্রভাব ফেলেছিল। তবে, সেই নওরোজ নাবিলই অবসর নিতে যাচ্ছেন মাত্র ২১ বছর বয়সে।

২০২০ সালের যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য নাবিল ২০২২ সালে দ্বিতীয় যুব বিশ্বকাপে দলের মূল ওপেনার হিসেবে খেলেছিলেন। কিন্তু এবার তিনি তার ক্রিকেট ক্যারিয়ার শেষ করার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তার অবসর নেওয়ার কারণ অ্যাজমার সমস্যা, যা তাকে ক্রমাগত ক্রিকেটের চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়েছে।

নাবিল নিজেই তার অবসরের ঘোষণা দিয়েছেন এবং জানিয়েছেন যে তার শ্বাসকষ্টজনিত সমস্যা, যা ক্রিকেটের শারীরিক চাপ সামলাতে অত্যন্ত কঠিন, তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। ৬ মাস আগে তিনি তার পরিবারকে অবহিত করেন এবং ৩ মাস আগে বিসিবির নির্বাচকদেরও তার এই সিদ্ধান্ত জানিয়ে দেন।

এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, অসুস্থতা এমন এক বিষয় যা আসলে লুকানো যায় না। যদি না জানিয়ে খেলা যেত, তাহলে সেটা আমি ওমনি খেলতাম। কিন্তু এটা চিরদিন লুকিয়ে রাখা যেত না। অফিসিয়াল বলেন বা পরিবার, একদিন না একদিন সেটা প্রকাশ পেতই।

এছাড়া, নাবিল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত। ক্রিকেটের প্রতি তার একনিষ্ঠতা না থাকলেও, আপাতত তিনি পড়ালেখাতেই মনোনিবেশ করতে চান।

নাবিলের ক্যারিয়ারের উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে প্রথম শ্রেণির ৭ ম্যাচে ৩০৫ রান এবং লিস্ট ‘এ’-তে ২৮ ম্যাচে ৬৩৩ রান। ২০২৩ সালে দক্ষিণাঞ্চল এবং খুলনা বিভাগের হয়ে জাতীয় লিগ ও বিসিএলে খেললেও, বর্তমানে তিনি ঘরোয়া ক্রিকেট থেকে দূরে রয়েছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অসুস্থতার কারণে ক্রিকেট ছাড়লেন বিশ্বকাপজয়ী নাবিল

প্রকাশের সময় : ০২:৪৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

ক্রিকেটের মাঠে যতটা না পরিচিত ছিলেন, তার চেয়ে অনেক বেশি পরিচিতি পেয়েছেন একটি ইংরেজি সাক্ষাৎকারের মাধ্যমে। সেবার তার সাবলীল উত্তর আর স্বাভাবিক আচরণ ক্রিকেটপ্রেমীদের মনে গভীর প্রভাব ফেলেছিল। তবে, সেই নওরোজ নাবিলই অবসর নিতে যাচ্ছেন মাত্র ২১ বছর বয়সে।

২০২০ সালের যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য নাবিল ২০২২ সালে দ্বিতীয় যুব বিশ্বকাপে দলের মূল ওপেনার হিসেবে খেলেছিলেন। কিন্তু এবার তিনি তার ক্রিকেট ক্যারিয়ার শেষ করার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তার অবসর নেওয়ার কারণ অ্যাজমার সমস্যা, যা তাকে ক্রমাগত ক্রিকেটের চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়েছে।

নাবিল নিজেই তার অবসরের ঘোষণা দিয়েছেন এবং জানিয়েছেন যে তার শ্বাসকষ্টজনিত সমস্যা, যা ক্রিকেটের শারীরিক চাপ সামলাতে অত্যন্ত কঠিন, তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। ৬ মাস আগে তিনি তার পরিবারকে অবহিত করেন এবং ৩ মাস আগে বিসিবির নির্বাচকদেরও তার এই সিদ্ধান্ত জানিয়ে দেন।

এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, অসুস্থতা এমন এক বিষয় যা আসলে লুকানো যায় না। যদি না জানিয়ে খেলা যেত, তাহলে সেটা আমি ওমনি খেলতাম। কিন্তু এটা চিরদিন লুকিয়ে রাখা যেত না। অফিসিয়াল বলেন বা পরিবার, একদিন না একদিন সেটা প্রকাশ পেতই।

এছাড়া, নাবিল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত। ক্রিকেটের প্রতি তার একনিষ্ঠতা না থাকলেও, আপাতত তিনি পড়ালেখাতেই মনোনিবেশ করতে চান।

নাবিলের ক্যারিয়ারের উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে প্রথম শ্রেণির ৭ ম্যাচে ৩০৫ রান এবং লিস্ট ‘এ’-তে ২৮ ম্যাচে ৬৩৩ রান। ২০২৩ সালে দক্ষিণাঞ্চল এবং খুলনা বিভাগের হয়ে জাতীয় লিগ ও বিসিএলে খেললেও, বর্তমানে তিনি ঘরোয়া ক্রিকেট থেকে দূরে রয়েছেন।