Dhaka শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেত্রী শিল্পা শিরোদকর

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ২১৩ জন দেখেছেন

সম্প্রতি একটি ভয়ানক দুর্ঘটনার সম্মুখীন হন বলিউডের অভিনেত্রী শিল্পা শিরোদকর। মুম্বইতে বাসের ধাক্কায় তাঁর গাড়ি ভেঙে চুরমার। সিটিফ্লো নামের সেই বাস হঠাৎই এসে দুরন্ত গতিতে তাঁর গাড়িতে ধাক্কা মারে। সমাজমাধ্যমে এই ঘটনা (Shilpa Shirodkar) জানিয়ে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী শিল্পা শিরোদকর, কিন্তু সেই বাস সংস্থা দুর্ঘটনার দায় নিতে অস্বীকার করায় তাদের তুমুল সমালোচনা করেছেন অভিনেত্রী। শিল্পা ইতিমধ্যেই মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। এমনকী সমাজমাধ্যমে তাঁর ক্ষতিগ্রস্ত গাড়ির ছবিও তিনি শেয়ার করেছেন।

ক্ষতিগ্রস্ত গাড়ির ছবির পাশাপাশি শিল্পা শিরোদকর (Shilpa Shirodkar) লেখেন, ‘আজ একটি সিটিফ্লো বাস আমার গাড়িতে ধাক্কা দেয়। আর এই বাস সংস্থার মুম্বই অফিসের প্রতিনিধিত্বকারী মি. যোগেশ কদম এবং মি. বিলাস মানকোট আমাকে বলেছেন যে এটা তাদের সংস্থার দায় নয়। এটা সেই বাসচালকের দায়। এরা কতটা নিষ্ঠুর হতে পারে ? একজন বাসচালক কত টাকাই বা আয় করেন !’

তিনি আরও লেখেন, ‘মুম্বই পুলিশকে ধন্যবাদ তারা আমাকে কোনও সমস্যা ছাড়াই থানায় অভিযোগ দায়ের করতে সাহায্য করেছেন। কিন্তু বাস সংস্থা এই দুর্ঘটনার কোনওরকম দায় নিতে অস্বীকার করেছে। সৌভাগ্যক্রমে আমার কর্মীরা ভাল আছেন, আহত নন কেউ। কিন্তু যে কোনও কিছু ঘটে যেতে পারত।’ শিল্পা শিরোদকর সমাজমাধ্যমে তাঁর গাড়ির যে ছবি শেয়ার করেছেন তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে গাড়িটির পিছন দিকের কাচ ভেঙে গিয়েছে, গাড়ির উপরের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে তিনি সেই বাসের নম্বর প্লেটের ছবিও পোস্ট করেছেন সমাজমাধ্যমে, বাসের ডাম্পারের অংশটিও ধাক্কায় চুরমার হয়ে গিয়েছে বলেই দেখা যাচ্ছে সেই ছবিতে।

রমেশ সিপ্পির ‘ভ্রষ্টাচার’ ছবিতে ১৯৮৯ সালে মিঠুন চক্রবর্তী এবং রেখার সঙ্গে একজন অন্ধ মেয়ের চরিত্রে অভিনয়ের মাধ্যমেই প্রথম বলিউডে হাতেখড়ি দেন। এই ছবির মাধ্যমেই তাঁর (Shilpa Shirodkar) আত্মপ্রকাশ বলা চলে। এরপরে তিনি ‘খুদা গওয়াহ’, ‘আঁখে’, ‘পহচান’, ‘গোপী কিষাণ’, ‘বেওয়াফা সনম’, এবং ‘মৃত্যুদণ্ড’-এর মত ছবিতেও অভিনয় করেছেন। ২০০০ সালে ‘গজগামিনী’ ছবিতে শেষবারের মত শিল্পা শিরোদকরকে পর্দায় দেখা গিয়েছিল। এর পরে তিনি টেলিভিশন দুনিয়ায় কাজ শুরু করেন। ২০২৪ সালে তিনি সলমন খানের সঞ্চালনায় ‘বিগ বস ১৮’-তে অংশগ্রহণ করেন। বর্তমানে তিনি তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘শঙ্কর দ্য রেভোলিউশনারি ম্যান’-এর শ্যুটিং করছেন। এটি মূলত আদি শঙ্করাচার্যের জীবনী-ভিত্তিক ছবি যেখানে তিনি শঙ্করাচার্যের মা আরম্বার চরিত্রে অভিনয় করছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আমতলী-তালতলী আঞ্চলিক সড়ক বেহাল, দুর্ভোগে স্থানীয়রা

অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেত্রী শিল্পা শিরোদকর

প্রকাশের সময় : ০৭:০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

সম্প্রতি একটি ভয়ানক দুর্ঘটনার সম্মুখীন হন বলিউডের অভিনেত্রী শিল্পা শিরোদকর। মুম্বইতে বাসের ধাক্কায় তাঁর গাড়ি ভেঙে চুরমার। সিটিফ্লো নামের সেই বাস হঠাৎই এসে দুরন্ত গতিতে তাঁর গাড়িতে ধাক্কা মারে। সমাজমাধ্যমে এই ঘটনা (Shilpa Shirodkar) জানিয়ে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী শিল্পা শিরোদকর, কিন্তু সেই বাস সংস্থা দুর্ঘটনার দায় নিতে অস্বীকার করায় তাদের তুমুল সমালোচনা করেছেন অভিনেত্রী। শিল্পা ইতিমধ্যেই মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। এমনকী সমাজমাধ্যমে তাঁর ক্ষতিগ্রস্ত গাড়ির ছবিও তিনি শেয়ার করেছেন।

ক্ষতিগ্রস্ত গাড়ির ছবির পাশাপাশি শিল্পা শিরোদকর (Shilpa Shirodkar) লেখেন, ‘আজ একটি সিটিফ্লো বাস আমার গাড়িতে ধাক্কা দেয়। আর এই বাস সংস্থার মুম্বই অফিসের প্রতিনিধিত্বকারী মি. যোগেশ কদম এবং মি. বিলাস মানকোট আমাকে বলেছেন যে এটা তাদের সংস্থার দায় নয়। এটা সেই বাসচালকের দায়। এরা কতটা নিষ্ঠুর হতে পারে ? একজন বাসচালক কত টাকাই বা আয় করেন !’

তিনি আরও লেখেন, ‘মুম্বই পুলিশকে ধন্যবাদ তারা আমাকে কোনও সমস্যা ছাড়াই থানায় অভিযোগ দায়ের করতে সাহায্য করেছেন। কিন্তু বাস সংস্থা এই দুর্ঘটনার কোনওরকম দায় নিতে অস্বীকার করেছে। সৌভাগ্যক্রমে আমার কর্মীরা ভাল আছেন, আহত নন কেউ। কিন্তু যে কোনও কিছু ঘটে যেতে পারত।’ শিল্পা শিরোদকর সমাজমাধ্যমে তাঁর গাড়ির যে ছবি শেয়ার করেছেন তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে গাড়িটির পিছন দিকের কাচ ভেঙে গিয়েছে, গাড়ির উপরের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে তিনি সেই বাসের নম্বর প্লেটের ছবিও পোস্ট করেছেন সমাজমাধ্যমে, বাসের ডাম্পারের অংশটিও ধাক্কায় চুরমার হয়ে গিয়েছে বলেই দেখা যাচ্ছে সেই ছবিতে।

রমেশ সিপ্পির ‘ভ্রষ্টাচার’ ছবিতে ১৯৮৯ সালে মিঠুন চক্রবর্তী এবং রেখার সঙ্গে একজন অন্ধ মেয়ের চরিত্রে অভিনয়ের মাধ্যমেই প্রথম বলিউডে হাতেখড়ি দেন। এই ছবির মাধ্যমেই তাঁর (Shilpa Shirodkar) আত্মপ্রকাশ বলা চলে। এরপরে তিনি ‘খুদা গওয়াহ’, ‘আঁখে’, ‘পহচান’, ‘গোপী কিষাণ’, ‘বেওয়াফা সনম’, এবং ‘মৃত্যুদণ্ড’-এর মত ছবিতেও অভিনয় করেছেন। ২০০০ সালে ‘গজগামিনী’ ছবিতে শেষবারের মত শিল্পা শিরোদকরকে পর্দায় দেখা গিয়েছিল। এর পরে তিনি টেলিভিশন দুনিয়ায় কাজ শুরু করেন। ২০২৪ সালে তিনি সলমন খানের সঞ্চালনায় ‘বিগ বস ১৮’-তে অংশগ্রহণ করেন। বর্তমানে তিনি তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘শঙ্কর দ্য রেভোলিউশনারি ম্যান’-এর শ্যুটিং করছেন। এটি মূলত আদি শঙ্করাচার্যের জীবনী-ভিত্তিক ছবি যেখানে তিনি শঙ্করাচার্যের মা আরম্বার চরিত্রে অভিনয় করছেন।