আন্তর্জাতিক ডেস্ক :
সুস্থ আছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। জানালেন তার মেয়ে নন্দনা দেব সেন। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, নন্দনা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় প্রখ্যাত অর্থনীতিবিদের মৃত্যু নিয়ে যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভুয়া। তার বাবা সুস্থ আছেন।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে ভারতীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়ে অমর্ত্য সেনের মৃত্যুর গুজব। তাই তার মেয়ে নন্দনা দেব সেন বাধ্য হয়ে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
নন্দনা সেন এক্সে বলেন, আমি অনুরোধ করছি, এসব গুজব ছড়ানো বন্ধ রাখুন। বাবা ভাল আছেন। সুস্থ আছেন। আমি কাল (সোমবার) রাত পর্যন্ত ক্যামব্রিজে তাঁর সঙ্গেই ছিলাম।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই প্রথমে অমর্ত্য সেনের মৃত্যুর খবর নিশ্চিত করে। কিন্তু পরে আবার তারাই এক্সে লেখে, অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী ক্লডিয়া গোল্ডিন টুইট করেছেন অমর্ত্য সেন কয়েক মিনিট আগে মারা গেছেন। কিন্তু গোল্ডিনের অ্যাকাউন্টটি ভুয়া বলে প্রমাণিত হয়েছে। সেনের মেয়ে নিশ্চিত করেছেন যে তার বাবা বেঁচে আছেন এবং ভালো আছেন।
এদিকে টাইমস অব ইন্ডিয়া, ডেকান হ্যারাল্ড, ডেকান ক্রোনিকাল, জি নিউজের মতো সংবাদ মাধ্যমে ঢালাওভাবে প্রচার করা হয় অমর্ত্য সেনের মৃত্যুর খবরে। ফলে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। অবশেষে তার মেয়ে মৃত্যুর খবর গুজব বলে নিশ্চিত করায় পূর্বে প্রচারিত সংবাদ সরিয়ে ফেলা হয়।
অমর্ত্য সেন গরিবের অর্থনীতি নিয়ে কাজ করেছেন। তাকে কল্যাণ অর্থনীতির অগ্রগণ্য তাত্ত্বিক বলা হয়।