Dhaka বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অভিষেকে এমবাপ্পের গোলে রিয়াল চ্যাম্পিয়ন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • ১৯১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

কিলিয়ান এমবাপ্পের দারুন এক অভিষেক হলো। কোচ কার্লো আনচেলত্তি আগেই নিশ্চিত করেছিলেন, সুপার কাপে রিয়াল মাদ্রিদের জার্সিতে শুরু থেকেই থাকবেন ফরাসি ফরোয়ার্ড। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোর সঙ্গে আক্রমণভাগে বেশ মানিয়ে নিলেন প্রথম ম্যাচেই। দুটি সুযোগ নষ্ট হওয়ার পর গোল করেছেন এমবাপ্পে।

পোল্যান্ডের ওয়ারশর ন্যাশনাল স্টেডিয়ামে বুধবার (১৪ আগস্ট) রাত ১টায় শুরু হওয়া ম্যাচটিতে আতালান্তাকে ২-০ ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ফেদে ভালভার্দে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে।

পোল্যান্ডের ওয়ারশে ইউরোপা লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে দারুণ জয়ে রেকর্ড ষষ্ঠ উয়েফা সুপার কাপ জিতলো রিয়াল। ২০২২ সালে আগেরবার চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ ট্রফি জয়ী বার্সেলোনা ও এসি মিলানকে ছুঁয়েছিল মাদ্রিদ ক্লাব। এবার তারা টপকে গেলো দুই ক্লাবকে।

প্রথমার্ধের ধারহীন রেয়াল মাদ্রিদ বিরতির পর উপহার দিল নজরকাড়া পারফরম্যান্স। দলটির জার্সিতে অভিষেকের উপলক্ষ গোল করে রাঙালেন কিলিয়ান এমবাপে। আতালান্তাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতল কার্লো আনচেলত্তির দল।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশর ন্যাশনাল স্টেডিয়ামে বুধবার রাতে ২-০ গোলে জিতেছে রেয়াল।

দ্বিতীয়ার্ধে ফেদে ভালভের্দে স্প্যানিশ চ্যাম্পিয়নদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান এমবাপে। একটি করে অ্যাসিস্ট করেন জুড বেলিংহ্যাম ও ভিনিসিউস জুনিয়র।

মৌসুমের শুরুতে আগেরবারের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ীর মধ্যে হয়ে থাকে এক ম্যাচের এই শিরোপা লড়াই। এই নিয়ে ষষ্ঠবার ট্রফিটি জিতল রেয়াল, সবচেয়ে বেশিবার জয়ের রেকর্ড একার করে নিল তারা। ছাড়িয়ে গেল পাঁচবার করে জেতা বার্সেলোনা ও এসি মিলানকে।

এই বছরে রেয়ালের এটি চতুর্থ শিরোপা; গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ জয়ের পর তারা ঘরে তোলে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ।

কোচ হিসেবে রেকর্ড পাঁচবার (রেয়ালের হয়ে তিনবার, এসি মিলানের হয়ে দুবার) উয়েফা সুপার কাপ জিতলেন আনচেলত্তি। তিনি ছাড়িয়ে গেলেন চারবার জেতা পেপ গুয়ার্দিওলাকে।

প্রথমার্ধে গোলের জন্য তিনটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি রেয়াল। সেখানে দ্বিতীয়ার্ধে ১০টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখে তারা। পুরো ম্যাচে আতালান্তার ৭ শটের ২টি লক্ষ্যে ছিল।

পঞ্চদশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় রেয়াল। ভালভের্দের পাসে বক্সে প্রথম স্পর্শে এমবাপের শট ঠেকিয়ে দেন আতালান্তার এক ডিফেন্ডার। ২৪তম মিনিটে নিজেদের ভুলে গোল খেতে বসেছিল রেয়াল। ডান দিক থেকে আতালান্তার মার্টেন ডে রুনের ক্রস ক্লিয়ার করার চেষ্টায় হেড করেন রেয়াল ডিফেন্ডার এদের মিলিতাও, বল লাগে ক্রসবারে।

বিরতির আগে দারুণ একটি সুযোগ পায় রেয়াল। ১০ গজ দূর থেকে রদ্রিগোর শট লাগে ক্রসবারে। দ্বিতীয়ার্ধের শুরুতে দুর্দান্ত সেভে জাল অক্ষত রাখেন থিবো কোর্তোয়া। মারিও পাসালিকের হেড ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে ব্যর্থ করে দেন রেয়ালের বেলজিয়ান গোলরক্ষক।

৫৯তম মিনিটে ‘ডেডলক’ ভাঙে রেয়াল। বেলিংহ্যামের পাস বক্সে খুঁজে পায় ভিনিসিউসকে। বাঁ দিকের বাইলাইনের কাছাকাছি থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পাসে ফাঁকা জালে বল পাঠান অরক্ষিত ভালভের্দে। ৬১তম মিনিটে ভিনিসিউসের একটি শট ফিরিয়ে দেন গোলরক্ষক হুয়ান মুসো। পরের মিনিটে দুর্দান্ত সেভে ব্যবধান বাড়তে দেননি তিনি। বেলিংহ্যামের শট আতালান্তার এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়াতে যাচ্ছিল, গোললাইন থেকে বল ক্লিয়ার করেন আর্জেন্টাইন গোলরক্ষক।

দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অবশ্য অপেক্ষায় থাকতে হয়নি রেয়ালকে। ৬৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অভিষিক্ত এমবাপে। বেলিংহ্যামের পাসে পেনাল্টি স্পটের কাছ থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা।

৮৩তম মিনিটে এমবাপেকে তুলে ব্রাহিম দিয়াসকে নামান আনচেলত্তি। শেষ দিকে তুলে নেওয়া হয় বেলিংহ্যাম ও ভিনিসিউসকেও। তবে জয় নিয়ে ভাবতে হয়নি রেয়ালকে।

আগামী রোববার রেয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আনচেলত্তির দল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

অভিষেকে এমবাপ্পের গোলে রিয়াল চ্যাম্পিয়ন

প্রকাশের সময় : ০১:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

কিলিয়ান এমবাপ্পের দারুন এক অভিষেক হলো। কোচ কার্লো আনচেলত্তি আগেই নিশ্চিত করেছিলেন, সুপার কাপে রিয়াল মাদ্রিদের জার্সিতে শুরু থেকেই থাকবেন ফরাসি ফরোয়ার্ড। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোর সঙ্গে আক্রমণভাগে বেশ মানিয়ে নিলেন প্রথম ম্যাচেই। দুটি সুযোগ নষ্ট হওয়ার পর গোল করেছেন এমবাপ্পে।

পোল্যান্ডের ওয়ারশর ন্যাশনাল স্টেডিয়ামে বুধবার (১৪ আগস্ট) রাত ১টায় শুরু হওয়া ম্যাচটিতে আতালান্তাকে ২-০ ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ফেদে ভালভার্দে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে।

পোল্যান্ডের ওয়ারশে ইউরোপা লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে দারুণ জয়ে রেকর্ড ষষ্ঠ উয়েফা সুপার কাপ জিতলো রিয়াল। ২০২২ সালে আগেরবার চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ ট্রফি জয়ী বার্সেলোনা ও এসি মিলানকে ছুঁয়েছিল মাদ্রিদ ক্লাব। এবার তারা টপকে গেলো দুই ক্লাবকে।

প্রথমার্ধের ধারহীন রেয়াল মাদ্রিদ বিরতির পর উপহার দিল নজরকাড়া পারফরম্যান্স। দলটির জার্সিতে অভিষেকের উপলক্ষ গোল করে রাঙালেন কিলিয়ান এমবাপে। আতালান্তাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতল কার্লো আনচেলত্তির দল।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশর ন্যাশনাল স্টেডিয়ামে বুধবার রাতে ২-০ গোলে জিতেছে রেয়াল।

দ্বিতীয়ার্ধে ফেদে ভালভের্দে স্প্যানিশ চ্যাম্পিয়নদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান এমবাপে। একটি করে অ্যাসিস্ট করেন জুড বেলিংহ্যাম ও ভিনিসিউস জুনিয়র।

মৌসুমের শুরুতে আগেরবারের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ীর মধ্যে হয়ে থাকে এক ম্যাচের এই শিরোপা লড়াই। এই নিয়ে ষষ্ঠবার ট্রফিটি জিতল রেয়াল, সবচেয়ে বেশিবার জয়ের রেকর্ড একার করে নিল তারা। ছাড়িয়ে গেল পাঁচবার করে জেতা বার্সেলোনা ও এসি মিলানকে।

এই বছরে রেয়ালের এটি চতুর্থ শিরোপা; গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ জয়ের পর তারা ঘরে তোলে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ।

কোচ হিসেবে রেকর্ড পাঁচবার (রেয়ালের হয়ে তিনবার, এসি মিলানের হয়ে দুবার) উয়েফা সুপার কাপ জিতলেন আনচেলত্তি। তিনি ছাড়িয়ে গেলেন চারবার জেতা পেপ গুয়ার্দিওলাকে।

প্রথমার্ধে গোলের জন্য তিনটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি রেয়াল। সেখানে দ্বিতীয়ার্ধে ১০টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখে তারা। পুরো ম্যাচে আতালান্তার ৭ শটের ২টি লক্ষ্যে ছিল।

পঞ্চদশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় রেয়াল। ভালভের্দের পাসে বক্সে প্রথম স্পর্শে এমবাপের শট ঠেকিয়ে দেন আতালান্তার এক ডিফেন্ডার। ২৪তম মিনিটে নিজেদের ভুলে গোল খেতে বসেছিল রেয়াল। ডান দিক থেকে আতালান্তার মার্টেন ডে রুনের ক্রস ক্লিয়ার করার চেষ্টায় হেড করেন রেয়াল ডিফেন্ডার এদের মিলিতাও, বল লাগে ক্রসবারে।

বিরতির আগে দারুণ একটি সুযোগ পায় রেয়াল। ১০ গজ দূর থেকে রদ্রিগোর শট লাগে ক্রসবারে। দ্বিতীয়ার্ধের শুরুতে দুর্দান্ত সেভে জাল অক্ষত রাখেন থিবো কোর্তোয়া। মারিও পাসালিকের হেড ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে ব্যর্থ করে দেন রেয়ালের বেলজিয়ান গোলরক্ষক।

৫৯তম মিনিটে ‘ডেডলক’ ভাঙে রেয়াল। বেলিংহ্যামের পাস বক্সে খুঁজে পায় ভিনিসিউসকে। বাঁ দিকের বাইলাইনের কাছাকাছি থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পাসে ফাঁকা জালে বল পাঠান অরক্ষিত ভালভের্দে। ৬১তম মিনিটে ভিনিসিউসের একটি শট ফিরিয়ে দেন গোলরক্ষক হুয়ান মুসো। পরের মিনিটে দুর্দান্ত সেভে ব্যবধান বাড়তে দেননি তিনি। বেলিংহ্যামের শট আতালান্তার এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়াতে যাচ্ছিল, গোললাইন থেকে বল ক্লিয়ার করেন আর্জেন্টাইন গোলরক্ষক।

দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অবশ্য অপেক্ষায় থাকতে হয়নি রেয়ালকে। ৬৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অভিষিক্ত এমবাপে। বেলিংহ্যামের পাসে পেনাল্টি স্পটের কাছ থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা।

৮৩তম মিনিটে এমবাপেকে তুলে ব্রাহিম দিয়াসকে নামান আনচেলত্তি। শেষ দিকে তুলে নেওয়া হয় বেলিংহ্যাম ও ভিনিসিউসকেও। তবে জয় নিয়ে ভাবতে হয়নি রেয়ালকে।

আগামী রোববার রেয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আনচেলত্তির দল।