Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অভিনেত্রী ভাসিন ফাটালেন রাখির নাক (ভিডিও)

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:২২:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
  • ১৮৬ জন দেখেছেন

সংগৃহীত ছবি

এবার রিয়েলিটি শো ‘বিগ বস’র অন্দরমহলে ঘটলো রক্তাক্ত কাণ্ড। মঙ্গলবারই (২৯ ডিসেম্বর) প্রকাশ্যে এসেছে শো’র নতুন এপিসোডের প্রোমো। তাতে রাখি সাওয়ান্তে দাবি করেন, তার নাক ফাটিয়ে দিয়েছেন শো-এর প্রতিযোগী জেসমিন ভাসিন।

রিয়েলিটি শো’র নতুন মৌশুমে নতুন প্রতিযোগীদের সঙ্গেই দেখা যাচ্ছে রাখির মতো পুরোনো মৌশুমের প্রতিযোগীদের। ঘরের ভিতরে ঢুকেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় নিজের দাপট দেখাতে শুরু করেন তিনি।

প্রোমোয় রাখিকে বলতে দেখা যাচ্ছে, যে গুপ্তচরবৃত্তি করবে তার যেন পা ভেঙে যায়। অভিশাপ দিতেও শুরু করেন তিনি।

রাখির এই আচরণেই ক্ষিপ্ত হয়ে ওঠেন আলি গোনি ও তার প্রিয় বান্ধবী জেসমিন ভাসিন। জেসমিনের রাগের সীমা ছাড়িয়ে গেলে একটি মুখোশ এনে রাখির মাথায় বসিয়ে দেন।

আরও পড়ুন : ইসরায়েলের শেলবিয়া বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী (ভিডিও)

এরপরই রাখি চিৎকার করে বিলাপ করতে থাকেন তার নাক ভেঙে দিয়েছেন জেসমিন। মাইকও ছুড়ে ফেলে দেন তিনি। ডাইনিং টেবিলে মাথাও ঠুকতে থাকেন তিনি।

বিগ বসের ঘরে কথাযুদ্ধ, ধাক্কাধাক্কির ঘটনা প্রায়ই ঘটে থাকে। তবে নাক ভেঙে দেওয়ার মতো ঘটনা সাম্প্রতিক অতীতে ঘটেনি। তবে দর্শকদের অনেকের দাবি, রাখি অতিরিক্ত নাটক করছেন। এমন কিছুই তার হয়নি। ইচ্ছে করেই জেসমিনকে নেগেটিভ দেখানোর চেষ্টা করছেন তিনি।

আসল ঘটনা যাই হোক, তার চুলচেরা বিশ্লেষণ হবে সঞ্চালক সালমান খানের উইকএন্ড এপিসোডে। সেখানেই সপ্তাহান্তে প্রতিযোগীদের ক্লাস নেন সালমান।

 

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

জনপ্রিয় খবর

আবহাওয়া

অভিনেত্রী ভাসিন ফাটালেন রাখির নাক (ভিডিও)

প্রকাশের সময় : ০৫:২২:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০

এবার রিয়েলিটি শো ‘বিগ বস’র অন্দরমহলে ঘটলো রক্তাক্ত কাণ্ড। মঙ্গলবারই (২৯ ডিসেম্বর) প্রকাশ্যে এসেছে শো’র নতুন এপিসোডের প্রোমো। তাতে রাখি সাওয়ান্তে দাবি করেন, তার নাক ফাটিয়ে দিয়েছেন শো-এর প্রতিযোগী জেসমিন ভাসিন।

রিয়েলিটি শো’র নতুন মৌশুমে নতুন প্রতিযোগীদের সঙ্গেই দেখা যাচ্ছে রাখির মতো পুরোনো মৌশুমের প্রতিযোগীদের। ঘরের ভিতরে ঢুকেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় নিজের দাপট দেখাতে শুরু করেন তিনি।

প্রোমোয় রাখিকে বলতে দেখা যাচ্ছে, যে গুপ্তচরবৃত্তি করবে তার যেন পা ভেঙে যায়। অভিশাপ দিতেও শুরু করেন তিনি।

রাখির এই আচরণেই ক্ষিপ্ত হয়ে ওঠেন আলি গোনি ও তার প্রিয় বান্ধবী জেসমিন ভাসিন। জেসমিনের রাগের সীমা ছাড়িয়ে গেলে একটি মুখোশ এনে রাখির মাথায় বসিয়ে দেন।

আরও পড়ুন : ইসরায়েলের শেলবিয়া বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী (ভিডিও)

এরপরই রাখি চিৎকার করে বিলাপ করতে থাকেন তার নাক ভেঙে দিয়েছেন জেসমিন। মাইকও ছুড়ে ফেলে দেন তিনি। ডাইনিং টেবিলে মাথাও ঠুকতে থাকেন তিনি।

বিগ বসের ঘরে কথাযুদ্ধ, ধাক্কাধাক্কির ঘটনা প্রায়ই ঘটে থাকে। তবে নাক ভেঙে দেওয়ার মতো ঘটনা সাম্প্রতিক অতীতে ঘটেনি। তবে দর্শকদের অনেকের দাবি, রাখি অতিরিক্ত নাটক করছেন। এমন কিছুই তার হয়নি। ইচ্ছে করেই জেসমিনকে নেগেটিভ দেখানোর চেষ্টা করছেন তিনি।

আসল ঘটনা যাই হোক, তার চুলচেরা বিশ্লেষণ হবে সঞ্চালক সালমান খানের উইকএন্ড এপিসোডে। সেখানেই সপ্তাহান্তে প্রতিযোগীদের ক্লাস নেন সালমান।

 

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন