Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অভিনেতা বিজয়কান্ত মারা গেছেন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৪০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • ২১৮ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

তামিল সিনেমার বরেণ্য অভিনেতা বিজয়কান্ত মারা গেছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।কোভিড পরীক্ষায় পজিটিভ হওয়ার পর থেকেই ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন বিজয়কান্ত। তবে হাসপাতাল থেকে আর বাড়ি ফেরা হল না তারকার। তার বয়স হয়েছিল ৭১ বছর।

সংশ্লিষ্ট হাসপাতালের একটি বিবৃতিতে বলা হয়েছে, নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন বিজয়কান্ত। সেই কারণেই হাসপাতালে ভর্তি হন ক্যাপ্টেন বিজয়কান্ত। এরপর তার কোভিড১৯ পরীক্ষা করানো হলে তা পজিটিভ আসে। ভেন্টিলেশন সাপোর্টে থাকা অবস্থায় আজ সকালে মারা যান তিনি।

জানা গিয়েছে, অভিনেতা তথা রাজনীতিককে এর আগে শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য ২০ নভেম্বর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ভক্তদের কাছে ‘ক্যাপ্টেন’ নামে পরিচিত বিজয়কান্ত। আশির দশকে চলচ্চিত্রে পা রাখেন তিনি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

২০০৫ সালে নয়া দল ডিএমডিকে গড়ে রাজনীতিতে তাঁর প্রবেশ। ২০০৬-এর বিধানসভা ভোটে মাত্র ১টি আসন জিতলেও (কুড্ডালোরের বৃদ্ধাচলম কেন্দ্রে জেতেন বিজয়কান্ত নিজেই) ৮ শতাংশেরও বেশি ভোট পেয়েছিল ডিএমডিকে। ২০১১ সালে এডিএমকে নেত্রী জয়ললিতার হাত ধরে ২৯টি আসন জেতে ডিএমডিকে। বিজয়কান্ত জেতেন কল্লাকুরিচি জেলার ঋষিবন্দ্যয়ম কেন্দ্রে। এরপর জয়ললিতার সঙ্গে জোট ভাঙায় বিধানসভার বিরোধী দলনেতা হন বিজয়কান্ত।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

অভিনেতা বিজয়কান্ত মারা গেছেন

প্রকাশের সময় : ০১:৪০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : 

তামিল সিনেমার বরেণ্য অভিনেতা বিজয়কান্ত মারা গেছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।কোভিড পরীক্ষায় পজিটিভ হওয়ার পর থেকেই ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন বিজয়কান্ত। তবে হাসপাতাল থেকে আর বাড়ি ফেরা হল না তারকার। তার বয়স হয়েছিল ৭১ বছর।

সংশ্লিষ্ট হাসপাতালের একটি বিবৃতিতে বলা হয়েছে, নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন বিজয়কান্ত। সেই কারণেই হাসপাতালে ভর্তি হন ক্যাপ্টেন বিজয়কান্ত। এরপর তার কোভিড১৯ পরীক্ষা করানো হলে তা পজিটিভ আসে। ভেন্টিলেশন সাপোর্টে থাকা অবস্থায় আজ সকালে মারা যান তিনি।

জানা গিয়েছে, অভিনেতা তথা রাজনীতিককে এর আগে শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য ২০ নভেম্বর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ভক্তদের কাছে ‘ক্যাপ্টেন’ নামে পরিচিত বিজয়কান্ত। আশির দশকে চলচ্চিত্রে পা রাখেন তিনি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

২০০৫ সালে নয়া দল ডিএমডিকে গড়ে রাজনীতিতে তাঁর প্রবেশ। ২০০৬-এর বিধানসভা ভোটে মাত্র ১টি আসন জিতলেও (কুড্ডালোরের বৃদ্ধাচলম কেন্দ্রে জেতেন বিজয়কান্ত নিজেই) ৮ শতাংশেরও বেশি ভোট পেয়েছিল ডিএমডিকে। ২০১১ সালে এডিএমকে নেত্রী জয়ললিতার হাত ধরে ২৯টি আসন জেতে ডিএমডিকে। বিজয়কান্ত জেতেন কল্লাকুরিচি জেলার ঋষিবন্দ্যয়ম কেন্দ্রে। এরপর জয়ললিতার সঙ্গে জোট ভাঙায় বিধানসভার বিরোধী দলনেতা হন বিজয়কান্ত।