Dhaka শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিলেন আমির

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:২৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • ১৮৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের নিয়েছিলেন মোহাম্মদ আমির, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে অভিমান করে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তিনি। এরপর থেকে গত চার বছর জাতীয় দলের বাইরে আছেন এই বাঁহাতি, তবে এসময়টাতে অনেকবারই তাকে ফেরানোর দাবি উঠেছে। অবশেষ এই তারকা অবসর ভেঙে জাতীয় দলে ফিরছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেন আমির। তিনি লেখেন, আমি এখনও পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখি। আমি আমার দেশের জন্য এটি করতে চাই, কারণ এটি আমার ব্যক্তিগত সিদ্ধান্তের আগে আসে। সবুজ জার্সি পরিধান করা এবং আমার দেশের সেবা করা সবসময়ই আমার সবচেয়ে বড় আকাঙ্খা ছিল এবং থাকবে।

এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক পাকিস্তান অলরাউন্ডার শাহীন আফ্রিদি বলেন, আমিরের জাতীয় দলে অনেক কিছু দেওয়ার রয়েছে। তিনি বলেন, এখনও আমির খুব সহজে পাকিস্তান দলে জায়গা করে নিতে পারবে। সে হারিস রউফ, নাসিম শাহ এবং শাহীন আফ্রিদির ক্যাটাগরিতে পড়ে। তার মাঝে ক্রিকেটকে দেওয়ার মতো অনেক কিছুই বাকি আছে এবং তাই পাকিস্তানের হয়ে তার অবশ্যই খেলা উচিত।

আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ আমিরের আর্বিভাব উল্কার মতো। বাঁ-হাতি পেস বোলিংয়ে গতি আর বিষ মাখা ইনসুইং-আউট সুইংয়ে বিশ্বের সেরা ব্যাটারদের নাস্তানাবুদ শুরু করতে থাকেন তিনি। কিন্তু তরুণ বয়সেই ২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে অধিনায়ক সালমান বাট ও মোহাম্মদ আসিফের সঙ্গে জড়িয়ে পড়েন।

আমির পাঁচ বছর নিষিদ্ধ হন সব ধরনের ক্রিকেট থেকে। ওই নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত প্রত্যাবর্তন হয় তার। ভারতের বিপক্ষে পাকিস্তানকে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে বড় ভূমিকা রাখেন আমির। পরে অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন ৩১ বছর বয়সী এই পেসার।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পরিবেশের টেকসই উন্নয়নে অভ্যাস পরিবর্তন করতে হবে : পরিবেশ উপদেষ্টা

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিলেন আমির

প্রকাশের সময় : ০৯:২৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের নিয়েছিলেন মোহাম্মদ আমির, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে অভিমান করে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তিনি। এরপর থেকে গত চার বছর জাতীয় দলের বাইরে আছেন এই বাঁহাতি, তবে এসময়টাতে অনেকবারই তাকে ফেরানোর দাবি উঠেছে। অবশেষ এই তারকা অবসর ভেঙে জাতীয় দলে ফিরছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেন আমির। তিনি লেখেন, আমি এখনও পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখি। আমি আমার দেশের জন্য এটি করতে চাই, কারণ এটি আমার ব্যক্তিগত সিদ্ধান্তের আগে আসে। সবুজ জার্সি পরিধান করা এবং আমার দেশের সেবা করা সবসময়ই আমার সবচেয়ে বড় আকাঙ্খা ছিল এবং থাকবে।

এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক পাকিস্তান অলরাউন্ডার শাহীন আফ্রিদি বলেন, আমিরের জাতীয় দলে অনেক কিছু দেওয়ার রয়েছে। তিনি বলেন, এখনও আমির খুব সহজে পাকিস্তান দলে জায়গা করে নিতে পারবে। সে হারিস রউফ, নাসিম শাহ এবং শাহীন আফ্রিদির ক্যাটাগরিতে পড়ে। তার মাঝে ক্রিকেটকে দেওয়ার মতো অনেক কিছুই বাকি আছে এবং তাই পাকিস্তানের হয়ে তার অবশ্যই খেলা উচিত।

আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ আমিরের আর্বিভাব উল্কার মতো। বাঁ-হাতি পেস বোলিংয়ে গতি আর বিষ মাখা ইনসুইং-আউট সুইংয়ে বিশ্বের সেরা ব্যাটারদের নাস্তানাবুদ শুরু করতে থাকেন তিনি। কিন্তু তরুণ বয়সেই ২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে অধিনায়ক সালমান বাট ও মোহাম্মদ আসিফের সঙ্গে জড়িয়ে পড়েন।

আমির পাঁচ বছর নিষিদ্ধ হন সব ধরনের ক্রিকেট থেকে। ওই নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত প্রত্যাবর্তন হয় তার। ভারতের বিপক্ষে পাকিস্তানকে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে বড় ভূমিকা রাখেন আমির। পরে অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন ৩১ বছর বয়সী এই পেসার।