স্পোর্টস ডেস্ক :
পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার এক মাস পেরোতেই একটি ক্লাবের মালিকানা কিনলেন আন্দ্রেস ইনিয়েস্তা। ডেনমার্কের তৃতীয় বিভাগের দল হেলসিনগরের মালিকদের একজন এখন স্পেনের বিশ্বকাপ জয়ী সাবেক এই মিডফিল্ডার।
গত মাসে ২২ বছরের ক্যারিয়ারের ইতি টানা ইনিয়েস্তা এখন সংযুক্ত আরব আমিরাতে কোচিংয়ের দীক্ষা নিচ্ছেন। একদিন কোচ হওয়ার ইচ্ছা আগেই প্রকাশ করেছেন বার্সেলোনা গ্রেট।
৪০ বছর বয়সী ইনিয়েস্তার যৌথভাবে প্রতিষ্ঠিত খেলাধুলার ব্যবস্থাপনা ও পরামর্শক কোম্পানি এনএসএন-এর সঙ্গে হেলসিনগর ক্লাবের মালিকানায় থাকবে সুইস এক বিনিয়োগ গ্রুপও।
মালিকানা কেনার পর হেলসিনগরের অফিসিয়াল ওয়েবসাইটে ইনিয়েস্তা বলেছেন, ফুটবলকে অন্যভাবে জানার দারুণ সুযোগ এটি।
ডেনমার্কের স্থানীয় দৈনিক হেলসিংগর ডাগব্লাডকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলেন, ‘এটা সত্যিই দারুণ সুযোগ-সুবিধাসহ অবিশ্বাস্য ও আগ্রহপূর্ণ ক্লাব। আশেপাশে অনেক ভালো মানুষ এবং শহরে ডেনিশ ফুটবলের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।’
বর্তমান ডেনমার্কের দ্বিতীয় শ্রেণির ক্লাব প্রতিযোগিতায় টেবিলের সপ্তম স্থানে আছে হেলসিংগর। ক্লাবটির হেড কোচের দায়িত্ব পালন করছেন স্পেনের পেপ আলোমোর। ডিরেক্টর হিসেবে আছেন বার্সার ইয়ুথ অ্যাকাডেমিতে ইনিয়েস্তার সঙ্গে কাজ করা কুইম রামোন।
নিজেদের বিভাগে ১২ দলের মধ্যে সপ্তম স্থানে আছে হেলসিনগর।
বার্সেলোনার একাডেমি থেকে উঠে এসে ক্লাবটির মূল দলের হয়ে সাড়ে ছয়শর বেশি ম্যাচ খেলা ইনিয়েস্তা ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৯টি লা লিগা, ৬টি কোপা দেল রেসহ জেতেন ৩২টি শিরোপা।
২০১৮ সালে প্রিয় সেই ঠিকানা ছেড়ে ইনিয়েস্তা যোগ দেন ভিসেল কোবেতে। ক্লাবটিতে কাটান পাঁচ বছর, ২০২৩ সালে জেতেন জেওয়ান লিগ শিরোপা। এরপর আরব আমিরাতের ক্লাব এমিরেটসে এক মৌসুম খেলে ফুটবলকে বিদায় জানান তিনি।
জাতীয় দল স্পেনের হয়ে ইনিয়েস্তা খেলেন ১৩১ ম্যাচ। ২০০৮ ও ২০১২ সালে দলটির টানা দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে তিনি রাখেন বড় অবদান। এর মাঝে তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসে ২০১০ সালে, ফাইনালে তার একমাত্র গোলেই নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পায় স্পেন।
স্পোর্টস ডেস্ক 

























