Dhaka রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে দেখা দিলেন শাকিবের ‘প্রিয়তমা’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:০০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
  • ১৯৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। ইতোমধ্যেই ছবির প্রচারণায় একাধিক পোস্টার এবং গান প্রকাশ করা হয়েছে। যেখানে ভক্তদের চমকে দিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক।

শাকিবের উপস্থিতির দেখা মিললেও যেন আড়ালেই ছিলেন এই ছবির নায়িকা ইধিকা পাল। কোনো পোস্টার কিংবা গানে তার উপস্থিতির দেখা মেলেনি। তাই দর্শকদেরও প্রশ্ন ছিল কোথায় কলকাতার এই নায়িকা?

অবশেষে প্রকাশ্যে এসেছেন ইধিকা। সোমবার (২৬ জুন) নায়ক শাকিব খানের সঙ্গেই পর্দায় হাজির হয়েছেন তিনি। তবে তা ছবির কোনও অংশে নয়, বরং আলাদা একটি ভিডিও বার্তায়।

শাকিবের ফেসবুক পোস্ট করা সেই ভিডিওতে দেখা গেছে, সবুজ শাড়ি পরে হাস্যোজ্বল চেহারায় শাকিবের পাশে দাড়িয়ে আছেন তার ‘প্রিয়তমা’ ইধিকা পাল। নায়কের সঙ্গে সুর মিলিয়ে বলেছেন, ইতোমধ্যে আপনারা ‘প্রিয়তমা’ ছবির লুক, টিজার, গান দারুণভাবে গ্রহণ করেছেন এবং আপনাদের ভালোবাসার জন্য ছবির সবকিছু সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিংয়ে আছে। একটি সত্যিকারের ভালোবাসাকে সংজ্ঞায়িত করার উদাহরণ হয়ে থাকবে ‘প্রিয়তমা’। ছবিটি দেখতে সঙ্গে করে নিয়ে যান আপনার পরিবার, বন্ধুস্বজন, আত্মীয়স্বজন এবং আপনার প্রিয়তমাকে।

অন্যদিকে শাকিবের মন্তব্য, আমার অগণিত সহকর্মী ‘প্রিয়তমা’কে সাপোর্ট দিয়েছেন; যা দেখে আমি আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পেয়েছি। দেশে, বিদেশে অবস্থানরত সমস্ত বাঙালি এবং আমার ভালোবাসার সমস্ত শাকিবিয়ানরা তাদের নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছে। হৃদয় ছুঁয়ে যাওয়া অসাধারণ এক গল্পের ছবি ‘প্রিয়তমা’। অ্যাকশন, রোম্যান্স এন্টারটেইনমেন্টে ভরপুর একটি সিনেমা।

ভিডিওতে শাকিব-ইধিকা দুজনেই প্রেক্ষাগৃহে যাওয়ার জন্য দর্শকের প্রতি আহ্বান জানিয়েছেন। আর দিয়েছেন ঈদের অগ্রিম শুভেচ্ছাবার্তা।

প্রসঙ্গত, রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। ছবিটিতে আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সেনাবাহিনীর সমর্থন না থাকলে এই সরকার টিকবে না : ফরহাদ মজহার

অবশেষে দেখা দিলেন শাকিবের ‘প্রিয়তমা’

প্রকাশের সময় : ০৮:০০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩

বিনোদন ডেস্ক : 

আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। ইতোমধ্যেই ছবির প্রচারণায় একাধিক পোস্টার এবং গান প্রকাশ করা হয়েছে। যেখানে ভক্তদের চমকে দিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক।

শাকিবের উপস্থিতির দেখা মিললেও যেন আড়ালেই ছিলেন এই ছবির নায়িকা ইধিকা পাল। কোনো পোস্টার কিংবা গানে তার উপস্থিতির দেখা মেলেনি। তাই দর্শকদেরও প্রশ্ন ছিল কোথায় কলকাতার এই নায়িকা?

অবশেষে প্রকাশ্যে এসেছেন ইধিকা। সোমবার (২৬ জুন) নায়ক শাকিব খানের সঙ্গেই পর্দায় হাজির হয়েছেন তিনি। তবে তা ছবির কোনও অংশে নয়, বরং আলাদা একটি ভিডিও বার্তায়।

শাকিবের ফেসবুক পোস্ট করা সেই ভিডিওতে দেখা গেছে, সবুজ শাড়ি পরে হাস্যোজ্বল চেহারায় শাকিবের পাশে দাড়িয়ে আছেন তার ‘প্রিয়তমা’ ইধিকা পাল। নায়কের সঙ্গে সুর মিলিয়ে বলেছেন, ইতোমধ্যে আপনারা ‘প্রিয়তমা’ ছবির লুক, টিজার, গান দারুণভাবে গ্রহণ করেছেন এবং আপনাদের ভালোবাসার জন্য ছবির সবকিছু সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিংয়ে আছে। একটি সত্যিকারের ভালোবাসাকে সংজ্ঞায়িত করার উদাহরণ হয়ে থাকবে ‘প্রিয়তমা’। ছবিটি দেখতে সঙ্গে করে নিয়ে যান আপনার পরিবার, বন্ধুস্বজন, আত্মীয়স্বজন এবং আপনার প্রিয়তমাকে।

অন্যদিকে শাকিবের মন্তব্য, আমার অগণিত সহকর্মী ‘প্রিয়তমা’কে সাপোর্ট দিয়েছেন; যা দেখে আমি আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পেয়েছি। দেশে, বিদেশে অবস্থানরত সমস্ত বাঙালি এবং আমার ভালোবাসার সমস্ত শাকিবিয়ানরা তাদের নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছে। হৃদয় ছুঁয়ে যাওয়া অসাধারণ এক গল্পের ছবি ‘প্রিয়তমা’। অ্যাকশন, রোম্যান্স এন্টারটেইনমেন্টে ভরপুর একটি সিনেমা।

ভিডিওতে শাকিব-ইধিকা দুজনেই প্রেক্ষাগৃহে যাওয়ার জন্য দর্শকের প্রতি আহ্বান জানিয়েছেন। আর দিয়েছেন ঈদের অগ্রিম শুভেচ্ছাবার্তা।

প্রসঙ্গত, রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। ছবিটিতে আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।