Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক : 

মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিমানবাহিনী।

মঙ্গলবার (৩ মে) গভীর রাতে এ হামলা চালানো হয়। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ ৮৭ দিনের অনশনের পর ইসরায়েলের হাতে গ্রেফতার ও হেফাজতে মৃত্যু হওয়া ফিলিস্তিনি ব্যবসায়ী খাদের আদনানের মৃত্যুর পর ক্ষোভে ফুঁসে ওঠেন ফিলিস্তিনিরা। অবৈধ গ্রেফতারের প্রতিবাদে গত ফেব্রুয়ারি থেকে আদনান আমরণ অনশন শুরু করেছিলেন। আদনানের মৃত্যুর প্রতিবাদে প্রথমে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়ে গাজার সশস্ত্র সংগঠন হামাস। এরপরই গাজার অন্তত দুটি স্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

এর আগে, খাদের আদনানের মৃত্যুর পর মঙ্গলবার (২ মে) গাজা উপত্যকা থেকে রকেট নিক্ষেপ করে হামাস। পরে ইসরায়েলিরা বিমান হামলা চালায়।

হামাসের গণমাধ্যম শাখা জানিয়েছে, গাজা শহরের দুটি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের প্রিজনস সার্ভিস জানিয়েছে, বিচারের অপেক্ষায় থাকা আদনানকে তার কক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তার মৃত্যু হয়।
আদনানের মৃত্যুর ব্যাপারে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, তাকে অচেতন অবস্থায় নিজ সেলে পাওয়া যায়। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বাঁচানোর চেষ্টা করা হলেও মৃত্যুর কোলে ঢলে পড়লে তাকে মৃত ঘোষণা করা হয়।

এদিকে আদনানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ফিলিস্তিনজুড়ে হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন। তারা আদনানের মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করে শাস্তি দাবি করেন। কিছু বিক্ষোভকারী টায়ার জ্বালান এবং ইসরায়েলি সৈন্যদের দিকে পাথর নিক্ষেপ করেন।এ সময় ইসরায়েলি সৈন্যরা তাদের দিকে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকা থেকে অন্তত ২৬টি রকেট ছোড়া হয়েছে। এতে ২৫ বছর বয়সী এক বিদেশি নাগরিকসহ তিনজন আহত হয়েছেন। হামাস ও ইসলামিক জিহাদসহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলের দিকে রকেট ছোড়ার দায় স্বীকার করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।দেশটির উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, কারা কর্মকর্তারা ‘দাঙ্গা প্রতিরোধ’ করার জন্য সেল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে যারা দেশের ক্ষতি করবে, তাদের বিরুদ্ধে নিরাপত্তা সংস্থা ‘সংকল্প ও শক্তি’ নিয়ে কাজ করবে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।

এদিকে, হামাস ও ইসলামিক জিহাদসহ সশস্ত্র ফিলিস্তিনি সংগঠনগুলো ইসরায়েলে রকেট হামলার কথা স্বীকার করেছে। সূত্র: আল জাজিরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আজ থেকে দেশের ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলা

প্রকাশের সময় : ১২:৩৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিমানবাহিনী।

মঙ্গলবার (৩ মে) গভীর রাতে এ হামলা চালানো হয়। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ ৮৭ দিনের অনশনের পর ইসরায়েলের হাতে গ্রেফতার ও হেফাজতে মৃত্যু হওয়া ফিলিস্তিনি ব্যবসায়ী খাদের আদনানের মৃত্যুর পর ক্ষোভে ফুঁসে ওঠেন ফিলিস্তিনিরা। অবৈধ গ্রেফতারের প্রতিবাদে গত ফেব্রুয়ারি থেকে আদনান আমরণ অনশন শুরু করেছিলেন। আদনানের মৃত্যুর প্রতিবাদে প্রথমে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়ে গাজার সশস্ত্র সংগঠন হামাস। এরপরই গাজার অন্তত দুটি স্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

এর আগে, খাদের আদনানের মৃত্যুর পর মঙ্গলবার (২ মে) গাজা উপত্যকা থেকে রকেট নিক্ষেপ করে হামাস। পরে ইসরায়েলিরা বিমান হামলা চালায়।

হামাসের গণমাধ্যম শাখা জানিয়েছে, গাজা শহরের দুটি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের প্রিজনস সার্ভিস জানিয়েছে, বিচারের অপেক্ষায় থাকা আদনানকে তার কক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তার মৃত্যু হয়।
আদনানের মৃত্যুর ব্যাপারে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, তাকে অচেতন অবস্থায় নিজ সেলে পাওয়া যায়। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বাঁচানোর চেষ্টা করা হলেও মৃত্যুর কোলে ঢলে পড়লে তাকে মৃত ঘোষণা করা হয়।

এদিকে আদনানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ফিলিস্তিনজুড়ে হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন। তারা আদনানের মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করে শাস্তি দাবি করেন। কিছু বিক্ষোভকারী টায়ার জ্বালান এবং ইসরায়েলি সৈন্যদের দিকে পাথর নিক্ষেপ করেন।এ সময় ইসরায়েলি সৈন্যরা তাদের দিকে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকা থেকে অন্তত ২৬টি রকেট ছোড়া হয়েছে। এতে ২৫ বছর বয়সী এক বিদেশি নাগরিকসহ তিনজন আহত হয়েছেন। হামাস ও ইসলামিক জিহাদসহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলের দিকে রকেট ছোড়ার দায় স্বীকার করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।দেশটির উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, কারা কর্মকর্তারা ‘দাঙ্গা প্রতিরোধ’ করার জন্য সেল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে যারা দেশের ক্ষতি করবে, তাদের বিরুদ্ধে নিরাপত্তা সংস্থা ‘সংকল্প ও শক্তি’ নিয়ে কাজ করবে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।

এদিকে, হামাস ও ইসলামিক জিহাদসহ সশস্ত্র ফিলিস্তিনি সংগঠনগুলো ইসরায়েলে রকেট হামলার কথা স্বীকার করেছে। সূত্র: আল জাজিরা।