Dhaka সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অন্তঃসত্ত্বা দীপিকা!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:৫১:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৮৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

তারকাদের বিয়ে মানে পরবর্তী প্রশ্ন, সন্তান নিচ্ছেন কবে! অভিনেত্রীদের কাছে এই প্রশ্ন খুব একটা নতুন নয়। বিয়ের পরই সন্তান নিতে হবে। সেই প্রসঙ্গে যদি কেউ মুখ না খোলেন কিংবা প্রশ্ন এড়িয়ে যান, সে ক্ষেত্রে বারবার রটে যায় তাদের অন্তঃসত্ত্বা হওয়ার খবর। কারও বেলি ফ্যাট হয়ে যায় বেবিবাম্প, কারও আবার ঢিলেঢালা পোশাক হয়ে যায় বেবিবাম্প ঢেকে রাখার কারণ। আবার কারও-কারও ক্ষেত্রে ওড়না দিয়ে বেবি বাম্প লুকিয়ে রাখার খবরও নেটিজেনরা ঠিক-ই পেয়ে যান। একাধিকবার সেই খবর মিথ্যে প্রমাণিত হলেও নেট দুনিয়া থামতে জানে না।

দীপিকার ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দীপিকা পাড়ুকোন এখন সেকেন্ড ট্রাইমেস্টার’র (১৪-২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা) পার করছেন। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই প্রথম সন্তানের বাবা-মা হতে চলেছেন রণবীর-দীপিকা দম্পতি।

একের পর এক ছবি থেকে শুরু করে কমেন্ট ভাইরাল হতে দেখা যায়। সম্প্রতি দীপিকা পাড়ুকোনকে আন্তর্জাতিক মঞ্চে দেখা গেছে পুরস্কার তুলে দিতে। বাফটা-তে তার লুক এবার ফিরিয়ে আনলো সেই অন্তঃসত্ত্বা জল্পনা।

এদিন নাকি শাড়ি দিয়ে নিজের বেবিবাম্প লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন দীপিকা পাড়ুকোন। সত্যি কি তাই? এবার নেটিজেনদের মুখে অন্য সুর। বারবার অভিনেত্রীদের অন্তঃসত্ত্বা হওয়ার খবর এভাবে ভাইরাল হওয়াতে নেটিজেনদের একাংশ এবার প্রতিবাদ করে উঠলো।

সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্সে কেউ লিখলেন, ‘মহিলাদের একা ছেড়ে দেওয়া হোক এই ধরনের চর্চা মোটেও কাম্য নয়।’ আবার কেউ লিখলেন ‘আমরা কি ওনাদের একটু বলার সুযোগ দিতে পারি? আদৌ তারা অন্তঃসত্ত্বা কিনা?’ আবার কারও কথায় ‘এই ধরনের মিথ্যা খবর ছড়িয়ে দেওয়া ঠিক নয় যদি এই খবর সত্যি হয়ে থাকে তাহলে অনেক শুভেচ্ছা।’

আবার দীপিকার এক ভক্ত লিখলেন ‘ওনাকে একা থাকতে দেওয়া হোক এই ধরনের বারবার অন্তঃসত্ত্বার খবর রটিয়ে দেওয়া জঘন্য।’

যদিও দীপিকা পাড়ুকোনের কাছে এ বিতর্ক নতুন নয়। অতীতে একাধিকবার শোনা গেছে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। যদিও সম্প্রতি এক সাক্ষাতকারে দীপিকা পাড়ুকোনকে বলতে শোনা গেছে তিনি ও রণবীর সিং সন্তান নেওয়ার বিষয় ভাবনা চিন্তা করছেন। ফলে শীঘ্রই যে সুখবর আসবে তা বোঝাই যাচ্ছে।

সম্প্রতি ‘ভোগ সিঙ্গাপুর’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কথা বলেন দীপিকা। যেখানে তিনি বলেন, ‘রণবীর ও আমি দুজনেই এখন সন্তান চাই। আমরা পরিবার তৈরি করতে চাচ্ছি।’

দীপিকার কথায়, ‘আমি যখন পরিবারের কোনো সদস্যদের সঙ্গে দেখা করি, সকলেই বলেন যে আমি একদম আগের মতোই আছি। একটুও বদলাইনি। এটাই তো আমাদের লালনপালন, পারিবারিক শিক্ষার উদাহরণ। এই ইন্ডাস্ট্রিতে টাকা-পয়সা, যশ পাওয়া সহজ। তবে বাসায় কেউ আমাকে তারকা বলে মনে করে না। সেখানে আমি কারো মেয়ে, কারো বোন। আমি নিজেকে বদলাতে চাই না। আমার পরিবার আমাকে মাটিতে পা দিয়ে চলতে শিখিয়েছে। আমি আর রণবীরও আমাদের সন্তানকে এমন শিক্ষায় বড় করে তুলতে চাই।’

‘ভোগ সিঙ্গাপুর’ ম্যাগাজিনকে দীপিকা আরো বলেছিলেন, ‘রণবীর আর আমি দুজনেই বাচ্চা ভালোবাসি। আমরা মুখিয়ে রয়েছি নিজেদের পরিবার শুরু করার অপেক্ষায়।’

দীপিকা-রণবীরের প্রথম আলাপ সঞ্জয় লীলা বানসালীর রোমান্টিক সিনেমা ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’র সেটে। এরপর ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবত’ সিনেমাতেও পর্দা ভাগ করতে দেখা গেছে তাঁদের।

ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের পিড়িতে বসেন দিপীকা ও রণবীর।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অন্তঃসত্ত্বা দীপিকা!

প্রকাশের সময় : ০৪:৫১:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক : 

তারকাদের বিয়ে মানে পরবর্তী প্রশ্ন, সন্তান নিচ্ছেন কবে! অভিনেত্রীদের কাছে এই প্রশ্ন খুব একটা নতুন নয়। বিয়ের পরই সন্তান নিতে হবে। সেই প্রসঙ্গে যদি কেউ মুখ না খোলেন কিংবা প্রশ্ন এড়িয়ে যান, সে ক্ষেত্রে বারবার রটে যায় তাদের অন্তঃসত্ত্বা হওয়ার খবর। কারও বেলি ফ্যাট হয়ে যায় বেবিবাম্প, কারও আবার ঢিলেঢালা পোশাক হয়ে যায় বেবিবাম্প ঢেকে রাখার কারণ। আবার কারও-কারও ক্ষেত্রে ওড়না দিয়ে বেবি বাম্প লুকিয়ে রাখার খবরও নেটিজেনরা ঠিক-ই পেয়ে যান। একাধিকবার সেই খবর মিথ্যে প্রমাণিত হলেও নেট দুনিয়া থামতে জানে না।

দীপিকার ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দীপিকা পাড়ুকোন এখন সেকেন্ড ট্রাইমেস্টার’র (১৪-২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা) পার করছেন। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই প্রথম সন্তানের বাবা-মা হতে চলেছেন রণবীর-দীপিকা দম্পতি।

একের পর এক ছবি থেকে শুরু করে কমেন্ট ভাইরাল হতে দেখা যায়। সম্প্রতি দীপিকা পাড়ুকোনকে আন্তর্জাতিক মঞ্চে দেখা গেছে পুরস্কার তুলে দিতে। বাফটা-তে তার লুক এবার ফিরিয়ে আনলো সেই অন্তঃসত্ত্বা জল্পনা।

এদিন নাকি শাড়ি দিয়ে নিজের বেবিবাম্প লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন দীপিকা পাড়ুকোন। সত্যি কি তাই? এবার নেটিজেনদের মুখে অন্য সুর। বারবার অভিনেত্রীদের অন্তঃসত্ত্বা হওয়ার খবর এভাবে ভাইরাল হওয়াতে নেটিজেনদের একাংশ এবার প্রতিবাদ করে উঠলো।

সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্সে কেউ লিখলেন, ‘মহিলাদের একা ছেড়ে দেওয়া হোক এই ধরনের চর্চা মোটেও কাম্য নয়।’ আবার কেউ লিখলেন ‘আমরা কি ওনাদের একটু বলার সুযোগ দিতে পারি? আদৌ তারা অন্তঃসত্ত্বা কিনা?’ আবার কারও কথায় ‘এই ধরনের মিথ্যা খবর ছড়িয়ে দেওয়া ঠিক নয় যদি এই খবর সত্যি হয়ে থাকে তাহলে অনেক শুভেচ্ছা।’

আবার দীপিকার এক ভক্ত লিখলেন ‘ওনাকে একা থাকতে দেওয়া হোক এই ধরনের বারবার অন্তঃসত্ত্বার খবর রটিয়ে দেওয়া জঘন্য।’

যদিও দীপিকা পাড়ুকোনের কাছে এ বিতর্ক নতুন নয়। অতীতে একাধিকবার শোনা গেছে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। যদিও সম্প্রতি এক সাক্ষাতকারে দীপিকা পাড়ুকোনকে বলতে শোনা গেছে তিনি ও রণবীর সিং সন্তান নেওয়ার বিষয় ভাবনা চিন্তা করছেন। ফলে শীঘ্রই যে সুখবর আসবে তা বোঝাই যাচ্ছে।

সম্প্রতি ‘ভোগ সিঙ্গাপুর’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কথা বলেন দীপিকা। যেখানে তিনি বলেন, ‘রণবীর ও আমি দুজনেই এখন সন্তান চাই। আমরা পরিবার তৈরি করতে চাচ্ছি।’

দীপিকার কথায়, ‘আমি যখন পরিবারের কোনো সদস্যদের সঙ্গে দেখা করি, সকলেই বলেন যে আমি একদম আগের মতোই আছি। একটুও বদলাইনি। এটাই তো আমাদের লালনপালন, পারিবারিক শিক্ষার উদাহরণ। এই ইন্ডাস্ট্রিতে টাকা-পয়সা, যশ পাওয়া সহজ। তবে বাসায় কেউ আমাকে তারকা বলে মনে করে না। সেখানে আমি কারো মেয়ে, কারো বোন। আমি নিজেকে বদলাতে চাই না। আমার পরিবার আমাকে মাটিতে পা দিয়ে চলতে শিখিয়েছে। আমি আর রণবীরও আমাদের সন্তানকে এমন শিক্ষায় বড় করে তুলতে চাই।’

‘ভোগ সিঙ্গাপুর’ ম্যাগাজিনকে দীপিকা আরো বলেছিলেন, ‘রণবীর আর আমি দুজনেই বাচ্চা ভালোবাসি। আমরা মুখিয়ে রয়েছি নিজেদের পরিবার শুরু করার অপেক্ষায়।’

দীপিকা-রণবীরের প্রথম আলাপ সঞ্জয় লীলা বানসালীর রোমান্টিক সিনেমা ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’র সেটে। এরপর ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবত’ সিনেমাতেও পর্দা ভাগ করতে দেখা গেছে তাঁদের।

ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের পিড়িতে বসেন দিপীকা ও রণবীর।