বিনোদন ডেস্ক :
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলা দাপিয়ে বেড়াচ্ছেন। এরই মধ্যে বেশ কিছু প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত সিনেমা ‘দশম অবতার’। এটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। কলকাতার এই ছবিতে একটি চুমুর দৃশ্যে দেখা গেছে তাকে। তাতেই আবারও আলোচনায় চলে আসেন এই তারকা। এবার জয়া বললেন এই চুম্বন দৃশ্যের পেছনের গল্প।
সম্প্রতি প্রকাশিত হয়েছে দশম অবতারের ট্রেলার। ৩ মিনিট ১৫ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে একটি দৃশ্যে চুমু খেতে দেখা যায় অনির্বাণ ও জয়াকে। ট্রেলার প্রকাশের পর থেকেই চুমুর দৃশ্যটি নিয়ে চলছে আলোচনা। জয়ার এমন অভিনয়ের যেমন প্রশংসা হচ্ছে, তেমন সমালোচনাও করছেন অনেকে। খবর ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের।
ট্রেইলার প্রকাশের পর থেকে সবচেয়ে বেশি চর্চায় রয়েছে তোমাদের চুমু। সঞ্চালকের এ কথা শুনেই অনির্বাণ প্রশ্ন করেন, কেন? একই প্রশ্ন ছুড়ে দিয়ে জয়া বলেন, ‘‘আমরা তো আগেও চুমু খেয়েছি। ‘ঈগলের চোখ’ সিনেমার প্রথম শট ছিল অনির্বাণ আর আমার চুমুর দৃশ্য। সেই দৃশ্যে আমি বসে আছি আর নতুন একটা ছেলে (অনির্বাণ) এসে আমাকে টুস করে চুমু খেয়ে গেলো।’’
এরপর সঞ্চালক প্রশ্ন করেন ‘দশম অবতার’ সিনেমায় চুমুর দৃশ্যের জন্য কয়টা টেক লেগেছিল? জবাবে জয়া আহসান বলেন, ‘একটা।’
এবারই প্রথম নয় এর আগে ‘ঈগলের চোখ’, ‘এক যে ছিল রাজা’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন জয়া-অনির্বাণ। এসব সিনেমায় তাদের রসায়ন দেখেছেন সিনেমাপ্রেমীরা। তবে ‘দশম অবতার’ সিনেমায় অনির্বাণের সঙ্গে জয়ার কাজের অভিজ্ঞতা আলাদা।
জয়ার ভাষায় এবারের অভিজ্ঞতা সবচেয়ে ভালো। অনির্বাণ বিয়ে করেছে, ও আরো পরিণত হয়েছে, জীবনের নতুন জার্নি। ওর এই পরিবর্তনের প্রভাব (ইতিবাচক) কাজ করতে গিয়ে অনুভব করেছি।
সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী জয়া আহসান। তিনি বলেন, দুর্গাপূজা ও সৃজিত মুখার্জির ছবি দুটিই খুব ভালো কম্বিনেশন। এবার পূজায় তিনি নিয়ে আসছেন দশম অবতার। অনেক দিন পর পূজায় আমার সিনেমা মুক্তি পাচ্ছে। আশা করি, দর্শকের খুব ভালো লাগবে।
চুমু নিয়ে এত কাণ্ড, কিন্তু এতে বিচলিত নন জয়া। শনিবার (৭ অক্টোবর) অনির্বাণের জন্মদিন। জন্মদিনের উপহার হিসেবে অনির্বাণকে চুমু খেতে চান জয়া। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনকে জয়া বলেন, অনির্বাণের জন্মদিনে কী উপহার দিতে চান? জবাবে অভিনয়ের দেবী অকপটেই বলেছেন, জড়িয়ে ধরে আরেকটা চুমু খেয়ে নেবো। আর কী দিয়ে মানুষকে খুশি করা যায়। মানে, মন থেকে চুমু খাবো, দেখানোর জন্য নয় কিন্তু।
এটুকু স্পষ্ট, অনির্বাণের প্রতি জয়ার মুগ্ধতা রয়েছে। থাকবেই বা না কেন, টলিউডে গেলো এক দশকে তার চেয়ে বৈচিত্র্যপূর্ণ অভিনয় কজনই বা করতে পেরেছেন! কিন্তু জয়াও বা কম কিসে? তাই জয়াকে নিয়েও নিজের ভাবনা জানালেন অভিনেতা।
অনির্বাণ বলেন, জয়া সম্পর্কে আমার একটা অবজারভেশন আছে। দীর্ঘদিন তার সঙ্গে কাজ করছি। তাই সুযোগ হয়েছে কাজের বাইরে আড্ডা দেওয়ার। তার মধ্যেই কথা বলে মনে হয়েছে যে, এত ভেতরের কথা বোধহয় আমার সঙ্গে কেউ বলেনি। ভেতরের কথা মানে ভেতরের মতো করে কথা, যেন আপনজনকে বলছে, আর সেই কথা ফল্গুধারার মতো বেরিয়ে আসছে। আবার এটাও মনে হচ্ছে যে, সব কটা কথার উত্তরে বা প্রশ্নে রহস্য আছে। মাথা অন্য জায়গায় আছে, এখানে কেবল সে বসে আছে। তখন মনে হয়েছে এই রহস্যটা করার কী দরকার? সেটা আর বলিনি জয়াকে। কারণ রহস্য না থাকলে আর মানুষ কী!
উল্লেখ্য, সৃজিতের নন্দিত সিনেমা ‘বাইশে শ্রাবণ’ ও ‘ভিঞ্চি দা’র সূত্র ধরেই নির্মিত হয়েছে ‘দশম অবতার’। আগামী ১৯ অক্টোবর ছবিটি মুক্তি পাবে।