Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অতিরিক্ত যানবাহনের চাপে যমুনা সেতুতে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনে ধীরগতি

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

অতিরিক্ত যানবাহনের চাপ, একাধিক সড়ক দুর্ঘটনা, গাড়ি বিকলসহ নানা কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের বেশ চাপ রয়েছে এছাড়া যানবাহনের ধীরগতিতে ভোগান্তিতে যাত্রীরা।

রোববার (১৫ জুন) সকাল থেকে যমুনা সেতু থেকে পুংলি পর্যন্ত এ ধীরগতি তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন এ সড়ক দিয়ে চলাচলকারীরা। তবে যানজট নিরসনে পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে কাজ করছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, গত দুই দিন ধরেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। এছাড়া রাত থেকে ভোর পর্যন্ত যমুনা সেতুর ওপর ৬টি গাড়ি বিকল হয়। এসব বিকল গাড়িগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। এছাড়া রোববার সকাল ৭টার দিকে সেতুর ওপর একসঙ্গে ৪টি সড়ক দুর্ঘটনায় ঘটে। এতে করে একাধিকবার টোল আদায় বন্ধ করা হয়। যার কারণে মহাসড়কে যানবাহনের ধীরগতি তৈরি হয়। এসব দুর্ঘটনায় গাড়িগুলো সরিয়ে নিতে সময় লাগে।

সরেজমিনে দেখা যায়, ঢাকাগামী যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও উত্তরঙ্গগামী যানবাহন চলাচলে ধীরগতি রয়েছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, সেতুর ওপর সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকলের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এছাড়া গাড়িগুলো ধীরে যাচ্ছে।

যমুনা সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফয়েজ আহমেদ বলেন, মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। যার ফলে সেতু পার হওয়ার সাথে সাথেই সেই যানবাহন দ্রুত চলাচলের ব্যবস্থা করে দিচ্ছি। যাতে কোন ধরনের যানবাহনের ধীরগতি না থাকে।

এদিকে এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, ভোর থেকে শুরু করে যানবাহনের চাপ ছিল। বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ত্রিশাল জিরো পয়েন্ট-হরিরামপুর সড়কটি যেন মরণফাঁদ

অতিরিক্ত যানবাহনের চাপে যমুনা সেতুতে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনে ধীরগতি

প্রকাশের সময় : ০১:০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

অতিরিক্ত যানবাহনের চাপ, একাধিক সড়ক দুর্ঘটনা, গাড়ি বিকলসহ নানা কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের বেশ চাপ রয়েছে এছাড়া যানবাহনের ধীরগতিতে ভোগান্তিতে যাত্রীরা।

রোববার (১৫ জুন) সকাল থেকে যমুনা সেতু থেকে পুংলি পর্যন্ত এ ধীরগতি তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন এ সড়ক দিয়ে চলাচলকারীরা। তবে যানজট নিরসনে পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে কাজ করছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, গত দুই দিন ধরেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। এছাড়া রাত থেকে ভোর পর্যন্ত যমুনা সেতুর ওপর ৬টি গাড়ি বিকল হয়। এসব বিকল গাড়িগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। এছাড়া রোববার সকাল ৭টার দিকে সেতুর ওপর একসঙ্গে ৪টি সড়ক দুর্ঘটনায় ঘটে। এতে করে একাধিকবার টোল আদায় বন্ধ করা হয়। যার কারণে মহাসড়কে যানবাহনের ধীরগতি তৈরি হয়। এসব দুর্ঘটনায় গাড়িগুলো সরিয়ে নিতে সময় লাগে।

সরেজমিনে দেখা যায়, ঢাকাগামী যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও উত্তরঙ্গগামী যানবাহন চলাচলে ধীরগতি রয়েছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, সেতুর ওপর সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকলের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এছাড়া গাড়িগুলো ধীরে যাচ্ছে।

যমুনা সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফয়েজ আহমেদ বলেন, মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। যার ফলে সেতু পার হওয়ার সাথে সাথেই সেই যানবাহন দ্রুত চলাচলের ব্যবস্থা করে দিচ্ছি। যাতে কোন ধরনের যানবাহনের ধীরগতি না থাকে।

এদিকে এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, ভোর থেকে শুরু করে যানবাহনের চাপ ছিল। বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হয়েছে।