করোনায় স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী বহনের জন্য বিআরটিসি বাসের এক চালককে বরখাস্ত করা হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট ডিপো ম্যানেজারকেও কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সন্ধ্যায় বিআরটিসি’র (ঢাকা মেট্রো-ব-১১-৫৭৯৮) নম্বর বাসটিতে অতিরিক্ত যাত্রী এবং মাস্ক ছাড়া যাত্রী পরিবহনের বিষয়টি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নজরে আসে।
পরে এ বিষয়ে তাৎক্ষণিক বিআরটিসির চেয়ারম্যানকে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী।
আরও পড়ুন : করোনায় মারা গেলেন হানিফ পরিবহনের প্রতিষ্ঠাতা
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই বাস চালককে বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া বাসটি মোহাম্মদপুর ডিপোর অধীনে পরিচালিত হওয়ায় কর্তব্যে অবহেলার দায়ে ডিপো-ম্যানেজার নূর-এ-আলমকে কারণ দর্শাতে বলা হয়েছে।
প্রসঙ্গত, বিআরটিসি’র বাসে আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন না করা এবং যাত্রী ও বাস চালকসহ সহকারীরও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।