Dhaka বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অতিরিক্ত যাত্রী বহনের দায়ে বিআরটিসি’র চালক বরখাস্ত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:৫৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
  • ২৩১ জন দেখেছেন

সংগৃহীত ছবি

করোনায় স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী বহনের জন্য বিআরটিসি বাসের এক চালককে বরখাস্ত করা হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট ডিপো ম্যানেজারকেও কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সন্ধ্যায় বিআরটিসি’র (ঢাকা মেট্রো-ব-১১-৫৭৯৮) নম্বর বাসটিতে অতিরিক্ত যাত্রী এবং মাস্ক ছাড়া যাত্রী পরিবহনের বিষয়টি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নজরে আসে।

পরে এ বিষয়ে তাৎক্ষণিক বিআরটিসির চেয়ারম্যানকে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী।

আরও পড়ুন : করোনায় মারা গেলেন হানিফ পরিবহনের প্রতিষ্ঠাতা

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই বাস চালককে বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া বাসটি মোহাম্মদপুর ডিপোর অধীনে পরিচালিত হওয়ায় কর্তব্যে অবহেলার দায়ে ডিপো-ম্যানেজার নূর-এ-আলমকে কারণ দর্শাতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বিআরটিসি’র বাসে আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন না করা এবং যাত্রী ও বাস চালকসহ সহকারীরও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিরসরাইয়ে ২০৯ কোটি টাকায় হবে অ্যাক্সেস সড়ক

অতিরিক্ত যাত্রী বহনের দায়ে বিআরটিসি’র চালক বরখাস্ত

প্রকাশের সময় : ১২:৫৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০

করোনায় স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী বহনের জন্য বিআরটিসি বাসের এক চালককে বরখাস্ত করা হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট ডিপো ম্যানেজারকেও কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সন্ধ্যায় বিআরটিসি’র (ঢাকা মেট্রো-ব-১১-৫৭৯৮) নম্বর বাসটিতে অতিরিক্ত যাত্রী এবং মাস্ক ছাড়া যাত্রী পরিবহনের বিষয়টি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নজরে আসে।

পরে এ বিষয়ে তাৎক্ষণিক বিআরটিসির চেয়ারম্যানকে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী।

আরও পড়ুন : করোনায় মারা গেলেন হানিফ পরিবহনের প্রতিষ্ঠাতা

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই বাস চালককে বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া বাসটি মোহাম্মদপুর ডিপোর অধীনে পরিচালিত হওয়ায় কর্তব্যে অবহেলার দায়ে ডিপো-ম্যানেজার নূর-এ-আলমকে কারণ দর্শাতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বিআরটিসি’র বাসে আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন না করা এবং যাত্রী ও বাস চালকসহ সহকারীরও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।