Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অঞ্জনাকে ডিপজলের লিগ্যাল নোটিশ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:১৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
  • ১৯০ জন দেখেছেন

বিনোদন ডেস্ক :

মিশা সওদাগর- মনোয়ার হোসেন ডিপজলের প্যানেলের বিপরীতে নির্বাচন করছেন চিত্রনায়িকা অঞ্জনা। এর মধ্যেই চেক ডিসঅনারের জন্য চিত্রনায়িকা অঞ্জনাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন মনোয়ার হোসেন ডিপজল।

ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, অঞ্জনা গত বছর ডিপজলের কাছ থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ধার নেন। ছয় মাসের মধ্যে ধার পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দেন। তবে ছয় মাস পার হয়ে গেলেও তিনি টাকা ফেরত দেননি। ডিপজল টাকা ফেরত চাইলে তিনি এ বছরের ২২ ফেব্রুয়ারি ডিপজলকে ডাচবাংলা ব্যাংকের একটি চেক দেন। তবে ২৫ ফেব্রুয়ারি অঞ্জনার অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিসঅনার হয়।

মূলত এ কারনেই গত ২৩ মার্চ টাকা পরিশোধ করার জন্য অঞ্জনাকে লিগ্যাল নোটিশ পাঠান ডিপজল। লিগ্যাল নোটিশ পাওয়ার এক মাসের মধ্যে অঞ্জনাকে পুরো অর্থ ফেরত দেওয়ার জন্য অনুরোধ করা হয়। অন্যথায়, অভিনেত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে ডিপজল বলেছিলেন, ‘আমার বিপক্ষে যে কেউ নির্বাচন করতে পারে। এটা আমি গায়ে মাখি না। কিন্তু অঞ্জনা আমাকে নিয়ে প্রশ্ন তোলে কীভাবে? আমার বিরুদ্ধে কথা বলে কীভাবে? তাদের জন্য তো কম করিনি। আর যখন প্রশ্ন তুলেছেনই তাহলে নিজের আরও ক্লিয়ার হওয়া দরকার।’

প্রতিক্রিয়া জানতে চাইলে অঞ্জনা বলেন, এ নিয়ে আমার কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া নেই। এটি একটি ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছু না। ডিপজল ভাই তো না, ওনার লোকজনের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। এটা কোনো ব্যাপার না। ডিপজল ভাই আমাদের ডিপজল ভাই।

এদিকে জানা গেছে, লিগ্যাল নোটিশ পাওয়ার এক মাসের মধ্যে পুরো টাকা পরিশোধ করতে বলা হয়েছে অঞ্জনাকে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। তার বিপরীতে বিষয়টিকে ভুল বোঝাবুঝি বলে অভিহিত করলেন অঞ্জনা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

খানাখন্দে ভরা সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়ক, তিন উপজেলার যাত্রীদের দুর্ভোগ

অঞ্জনাকে ডিপজলের লিগ্যাল নোটিশ

প্রকাশের সময় : ০৭:১৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪

বিনোদন ডেস্ক :

মিশা সওদাগর- মনোয়ার হোসেন ডিপজলের প্যানেলের বিপরীতে নির্বাচন করছেন চিত্রনায়িকা অঞ্জনা। এর মধ্যেই চেক ডিসঅনারের জন্য চিত্রনায়িকা অঞ্জনাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন মনোয়ার হোসেন ডিপজল।

ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, অঞ্জনা গত বছর ডিপজলের কাছ থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ধার নেন। ছয় মাসের মধ্যে ধার পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দেন। তবে ছয় মাস পার হয়ে গেলেও তিনি টাকা ফেরত দেননি। ডিপজল টাকা ফেরত চাইলে তিনি এ বছরের ২২ ফেব্রুয়ারি ডিপজলকে ডাচবাংলা ব্যাংকের একটি চেক দেন। তবে ২৫ ফেব্রুয়ারি অঞ্জনার অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিসঅনার হয়।

মূলত এ কারনেই গত ২৩ মার্চ টাকা পরিশোধ করার জন্য অঞ্জনাকে লিগ্যাল নোটিশ পাঠান ডিপজল। লিগ্যাল নোটিশ পাওয়ার এক মাসের মধ্যে অঞ্জনাকে পুরো অর্থ ফেরত দেওয়ার জন্য অনুরোধ করা হয়। অন্যথায়, অভিনেত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে ডিপজল বলেছিলেন, ‘আমার বিপক্ষে যে কেউ নির্বাচন করতে পারে। এটা আমি গায়ে মাখি না। কিন্তু অঞ্জনা আমাকে নিয়ে প্রশ্ন তোলে কীভাবে? আমার বিরুদ্ধে কথা বলে কীভাবে? তাদের জন্য তো কম করিনি। আর যখন প্রশ্ন তুলেছেনই তাহলে নিজের আরও ক্লিয়ার হওয়া দরকার।’

প্রতিক্রিয়া জানতে চাইলে অঞ্জনা বলেন, এ নিয়ে আমার কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া নেই। এটি একটি ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছু না। ডিপজল ভাই তো না, ওনার লোকজনের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। এটা কোনো ব্যাপার না। ডিপজল ভাই আমাদের ডিপজল ভাই।

এদিকে জানা গেছে, লিগ্যাল নোটিশ পাওয়ার এক মাসের মধ্যে পুরো টাকা পরিশোধ করতে বলা হয়েছে অঞ্জনাকে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। তার বিপরীতে বিষয়টিকে ভুল বোঝাবুঝি বলে অভিহিত করলেন অঞ্জনা।