Dhaka সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুর-৩ আসনে জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রংপুর জেলা প্রতিনিধি : 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

রোববার (২১ ডিসেম্বর) রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে সদর রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের কো-চেয়ারম্যান ও সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে মোস্তাফিজার রহমান সাংবাদিকদের বলেন, আজ আমরা জাতীয় পার্টির চেয়ারম্যানের জন্য রংপুর-৩ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। আজ আমাদের প্রথম আত্মপ্রকাশ, আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। নির্বাচনে অংশগ্রহণ করলেও আমাদের শর্ত আছে। যদি লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, যদি সব দল এই নির্বাচনে স্বচ্ছন্দে অংশগ্রহণ করতে পারে, নির্বাচন কমিশনের যে আচরণবিধি, সব প্রার্থীর পক্ষে যদি সমানভাবে প্রয়োগ করা হয়, তাহলে আমরা নির্বাচন করব।

আগামী নির্বাচনে জাতীয় পার্টি ভালো ফলাফল করবে বলে উল্লেখ করে মোস্তাফিজার রহমান বলেন, অনেকেই বলতে পারেন, জাতীয় পার্টির দুর্গে অনেকে হানা দিয়েছে। জাতীয় পার্টির জনসমর্থন হ্রাস পেয়েছে, নাকি বৃদ্ধি পেয়েছে, তা প্রমাণের জন্য দরকার একটি সুষ্ঠু নির্বাচন। ৩০০ আসনে জাতীয় পার্টি প্রার্থী দেবে। রংপুর বিভাগে প্রার্থী নির্বাচন ভালো হলে এবার জাতীয় পার্টি ঘুরে দাঁড়াবে।

কোনো দলের সঙ্গে জাতীয় পার্টির জোট করার সম্ভাবনা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোস্তাফিজার রহমান বলেন, এখনো এ রকম কোনো সিদ্ধান্ত হয়নি।

রংপুর সিটির সাবেক এই মেয়র বলেন, ট্যাগের রাজনীতির কারণে ৫৪ বছরে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই, বিচার বিভাগ কাজ করতে পারছে না। দেশে মবের সংস্কৃতি চালু হয়েছে। দুইশ জনকে নিয়ে মব তৈরি করে যা খুশি তাই করা যাচ্ছে। দেশ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত অনেক সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু দেশের বর্তমান অবস্থা খুবই নাজুক। এখান থেকে দেশকে ঘুরে দাঁড়াতে আরও ২০ বছর সময় লাগবে।

রংপুর জেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রহিম জানান, গত বৃহস্পতিবার পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে দুজন, রংপুর-২ আসনে একজন, রংপুর-৩ আসনে দুজন, রংপুর-৪ আসনে দুজন, রংপুর-৫ আসনে একজন ও রংপুর-৬ আসনে দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজও এসব আসনে প্রার্থীরা মনোনয়নপত্র নিচ্ছেন, তবে এখন পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি।

এ সময় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবু, যুবসংহতির কেন্দ্রীয় নেতা হাসানুজ্জামান নাজিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রংপুর-৩ আসনে জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশের সময় : ০৯:২৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

রংপুর জেলা প্রতিনিধি : 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

রোববার (২১ ডিসেম্বর) রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে সদর রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের কো-চেয়ারম্যান ও সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে মোস্তাফিজার রহমান সাংবাদিকদের বলেন, আজ আমরা জাতীয় পার্টির চেয়ারম্যানের জন্য রংপুর-৩ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। আজ আমাদের প্রথম আত্মপ্রকাশ, আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। নির্বাচনে অংশগ্রহণ করলেও আমাদের শর্ত আছে। যদি লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, যদি সব দল এই নির্বাচনে স্বচ্ছন্দে অংশগ্রহণ করতে পারে, নির্বাচন কমিশনের যে আচরণবিধি, সব প্রার্থীর পক্ষে যদি সমানভাবে প্রয়োগ করা হয়, তাহলে আমরা নির্বাচন করব।

আগামী নির্বাচনে জাতীয় পার্টি ভালো ফলাফল করবে বলে উল্লেখ করে মোস্তাফিজার রহমান বলেন, অনেকেই বলতে পারেন, জাতীয় পার্টির দুর্গে অনেকে হানা দিয়েছে। জাতীয় পার্টির জনসমর্থন হ্রাস পেয়েছে, নাকি বৃদ্ধি পেয়েছে, তা প্রমাণের জন্য দরকার একটি সুষ্ঠু নির্বাচন। ৩০০ আসনে জাতীয় পার্টি প্রার্থী দেবে। রংপুর বিভাগে প্রার্থী নির্বাচন ভালো হলে এবার জাতীয় পার্টি ঘুরে দাঁড়াবে।

কোনো দলের সঙ্গে জাতীয় পার্টির জোট করার সম্ভাবনা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোস্তাফিজার রহমান বলেন, এখনো এ রকম কোনো সিদ্ধান্ত হয়নি।

রংপুর সিটির সাবেক এই মেয়র বলেন, ট্যাগের রাজনীতির কারণে ৫৪ বছরে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই, বিচার বিভাগ কাজ করতে পারছে না। দেশে মবের সংস্কৃতি চালু হয়েছে। দুইশ জনকে নিয়ে মব তৈরি করে যা খুশি তাই করা যাচ্ছে। দেশ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত অনেক সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু দেশের বর্তমান অবস্থা খুবই নাজুক। এখান থেকে দেশকে ঘুরে দাঁড়াতে আরও ২০ বছর সময় লাগবে।

রংপুর জেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রহিম জানান, গত বৃহস্পতিবার পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে দুজন, রংপুর-২ আসনে একজন, রংপুর-৩ আসনে দুজন, রংপুর-৪ আসনে দুজন, রংপুর-৫ আসনে একজন ও রংপুর-৬ আসনে দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজও এসব আসনে প্রার্থীরা মনোনয়নপত্র নিচ্ছেন, তবে এখন পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি।

এ সময় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবু, যুবসংহতির কেন্দ্রীয় নেতা হাসানুজ্জামান নাজিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।