Dhaka রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাতিরঝিলে খাবার খেয়ে অসুস্থ হয়ে ভাই বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়ারলেস মোড় এলাকায় খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে। পরে রোববার (২১ ডিসেম্বর) সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতরা হলো, আফরিদা চৌধুরী (১০) ও তার এক বছর চার মাস বয়সী ভাই ইলহাম চৌধুরী। বাবার নাম মোসলে উদ্দিন চৌধুরী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানায়।

রোববার (২১ ডিসেম্বর) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার উপপরিদর্শক মোঃ সুমন মিয়া।

তিনি জানান, শনিবার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে খবর পেয়ে একজনের মরদেহ মগবাজার কমিউনিটি হাসপাতাল এবং অন্যজনের মরদেহ রাশমনো হাসপাতাল থেকে উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, নিহত দুই শিশুর পরিবারের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, গতকাল সকালে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে তারা। পরে নিকট আত্মীয়রা তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আগুনে পুড়িয়ে মারা ও প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া বরদাস্ত করবে না সরকার : ধর্ম উপদেষ্টা

হাতিরঝিলে খাবার খেয়ে অসুস্থ হয়ে ভাই বোনের মৃত্যু

প্রকাশের সময় : ০১:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়ারলেস মোড় এলাকায় খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে। পরে রোববার (২১ ডিসেম্বর) সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতরা হলো, আফরিদা চৌধুরী (১০) ও তার এক বছর চার মাস বয়সী ভাই ইলহাম চৌধুরী। বাবার নাম মোসলে উদ্দিন চৌধুরী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানায়।

রোববার (২১ ডিসেম্বর) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার উপপরিদর্শক মোঃ সুমন মিয়া।

তিনি জানান, শনিবার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে খবর পেয়ে একজনের মরদেহ মগবাজার কমিউনিটি হাসপাতাল এবং অন্যজনের মরদেহ রাশমনো হাসপাতাল থেকে উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, নিহত দুই শিশুর পরিবারের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, গতকাল সকালে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে তারা। পরে নিকট আত্মীয়রা তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।