স্পোর্টস ডেস্ক :
ক্লাব কর্তৃপক্ষ ও কোচের বিরুদ্ধে সম্প্রতি দেওয়া সেই বিতর্কিত ও বিস্ফোরক মন্তব্যের জন্য লিভারপুল সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন মোহামেদ সালাহ। ক্লাবের তরুণ ইংলিশ মিডফিল্ডার কার্টিস জোন্স নিশ্চিত করেছেন যে, ৩৩ বছর বয়সী এই মিশরীয় তারকার ভুল স্বীকারের পর ড্রেসিংরুমের গুমোট ভাব এখন পুরোপুরি কেটে গেছে।
সালাহর সেই মন্তব্যের পর আলোচনা-সমালোচনার তীব্র স্রোত বয়ে গেছে। মাঠের ফুটবলে ধুঁকতে থাকা দলটি জেরবার আরও বিতর্কে।
গত মৌসুমে অসধারণ পারফর্ম করা সালাহ এবার কয়েকটি ম্যাচের বাজে পারফরম্যান্সের পর জায়গা হারান একাদশে। গত ৬ ডিসেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের ম্যাচের পর মিক্সড জোনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভে ফেটে পড়েন তিনি। ক্লাবের হয়ে ‘এত কিছু করার পরও’ প্রাপ্য সম্মান না পাওয়া ও তাকে বলির পাঁঠা বানানোর অভিযোগ করেন তিনি। কোচের সঙ্গে যোগাযোগ ভেঙে পড়ার কথাও জানান তিনি, প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে কাঠগড়ায় দাঁড় করান ক্লাব কর্তৃপক্ষকে।
সেটির জবাবে তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের স্কোয়াডেই রাখা হয়নি সালাহকে। কোচ আর্না স্লট জবাব দেন তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে। সাবেক ফুটবলার ও বিশ্লেষকদের অনেকে স্রেফ ধুয়ে দেন লিভারপুলের তারকা ফরোয়ার্ডকে।
তবে বাইরের এসব ঘটনার আঁচ ড্রেসিং রুমে লাগেনি বলে জোন্স জানালেন স্কাই স্পোর্টসের একটি সাক্ষাৎকারে, যেটি প্রকাশিত হয়েছে শুক্রবার।
স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্টিস জোন্স জানান, লিডস ইউনাইটেডের বিপক্ষে ড্রয়ের পর সালাহ্-র করা মন্তব্য নিয়ে পুরো স্কোয়াডের সাথে আলোচনা হয়েছে। জোন্স বলেন, মো (সালাহ) একদমই ভিন্ন এক ব্যক্তিত্ব, সে সবসময় নিজের মনের কথা সোজাসুজি বলে। তবে বিতর্কের পর সে নিজ থেকেই আমাদের কাছে এসে বলেছে— ‘আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকো, তবে আমি ক্ষমা চাইছি।’ এটিই প্রমাণ করে মানুষ হিসেবে সে কতটা মহৎ।
উত্তাল কয়েকটি দিনের পর পরিস্থিতি অবশ্য শান্ত হয়ে আসে ক্রমে। গত শনিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে সালাহকে রাখা হয়। বদলি হিসেবে মাঠে নেমে দলকে সহায়তা করেন তিনি গোল ও জয় পেতে। ম্যাচের পর তার উচ্ছ্বসিত প্রশংসাও করেন কোচ স্লট।
সালাহ পরে আফ্রিকা কাপ অব নেশন্সের মিশর দলে যোগ দিতে চলে যান।
প্রিমিয়ার লিগে শনিবার লিভারপুল লড়বে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে। ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।
স্পোর্টস ডেস্ক 

























