Dhaka শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি-২০১) লন্ডনের উদ্দেশে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

তিনি বলেন, ‘ভাবী লন্ডনে ফিরে গেছেন। তিনি তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে দেশে ফিরবেন বৃহস্পতিবার। নির্দিষ্ট সময়ে বিমানটি ছেড়েছে। এই ফ্লাইটটি সিলেট হয়ে সরাসরি লন্ডনের হিথ্রো বিমান বন্দরে পৌঁছাবে।

এর আগে সকাল ৭টা ১০ মিনিটে ধানমন্ডিতে বাবার বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন ডা. জুবাইদা রহমান। পুরো যাত্রাপথে তার গাড়িবহরকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় রাখা হয়। এ সময় তার সঙ্গে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, লন্ডনে যাওয়ার চারদিন পর আগামী ২৫ ডিসেম্বর স্বামী তারেক রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ডা. জুবাইদা রহমানের আবারও দেশে ফেরার কথা রয়েছে।

প্রায় এক মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অসুস্থ শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্দেশে যুক্তরাজ্য থেকে গত ৫ ডিসেম্বর দেশে আসেন ডা. জুবাইদা রহমান।

বেগম জিয়ার চিকিৎসার বিভিন্ন দিক তিনি নিবিড়ভাবে তত্ত্বাবধান করেন। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিদেশে নেওয়া সম্ভব না হওয়ায় তিনি শাশুড়ির পাশে দেশে অবস্থান করে দুই সপ্তাহ সময় কাটান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জুবাইদা রহমান

প্রকাশের সময় : ১১:৩৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি-২০১) লন্ডনের উদ্দেশে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

তিনি বলেন, ‘ভাবী লন্ডনে ফিরে গেছেন। তিনি তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে দেশে ফিরবেন বৃহস্পতিবার। নির্দিষ্ট সময়ে বিমানটি ছেড়েছে। এই ফ্লাইটটি সিলেট হয়ে সরাসরি লন্ডনের হিথ্রো বিমান বন্দরে পৌঁছাবে।

এর আগে সকাল ৭টা ১০ মিনিটে ধানমন্ডিতে বাবার বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন ডা. জুবাইদা রহমান। পুরো যাত্রাপথে তার গাড়িবহরকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় রাখা হয়। এ সময় তার সঙ্গে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, লন্ডনে যাওয়ার চারদিন পর আগামী ২৫ ডিসেম্বর স্বামী তারেক রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ডা. জুবাইদা রহমানের আবারও দেশে ফেরার কথা রয়েছে।

প্রায় এক মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অসুস্থ শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্দেশে যুক্তরাজ্য থেকে গত ৫ ডিসেম্বর দেশে আসেন ডা. জুবাইদা রহমান।

বেগম জিয়ার চিকিৎসার বিভিন্ন দিক তিনি নিবিড়ভাবে তত্ত্বাবধান করেন। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিদেশে নেওয়া সম্ভব না হওয়ায় তিনি শাশুড়ির পাশে দেশে অবস্থান করে দুই সপ্তাহ সময় কাটান।