গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হতে পারে আমাদের চার সিনিয়র ক্রিকেটারের (সাকিব, তামিম, মুশফিক ও রিয়াদ) জন্য শেষ বিশ্বকাপ।
রোববার (১৭ জুলাই) ম্যাচ শেষে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি।
তামিম জানান, গত প্রেস কনফারেন্সে আমি বলেছিলাম ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হতে পারে আমাদের জন্য শেষ বিশ্বকাপ। এ কথাটি মুখ ফসকে বলেছিলাম। দলের সব ক্রিকেটারের বিষয়ে তো আমার জানা নেই। তবে আমাদের চার সিনিয়র ক্রিকেটারদের জন্য এটি হতে পারে শেষ বিশ্বকাপ। কথাটি এমন হবে।
২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ দল সম্পর্কে এ দেশ সেরা ওপেনার জানান, আমাদের লক্ষ্যে কিন্তু ২০২৩ বিশ্বকাপ। আমরা সেভাবেই কাজ করছি। তবে সামনে কি হবে তা নিয়ে ভাবছি না। দলে কে খেলবে বা কে সরে যাবে এসব বিষয়ে আমার তেমন কোন নজর নেই।
এ অধিনায়ক জানান, আমাদের সব ধরণের উইকেট সম্পর্কে আমাদের ধারণা থাকা জরুরি। আমাদের বড় স্বপ্ন
আছে, সেভাবে কাজ করে যেতে হবে। নিজেদের সেভাবে তৈরি করতে হলে সব কন্ডিশনে খেলতে হবে। তবে আমরা যে একদমই পিছিয়ে আছি তা বলবো না। অনেক কিছুই নিজেদের নিয়ন্ত্রণে চলে এসেছে। আমরা দিন দিন অনেক উন্নতি করছি।