গাড়ি কিনেছিলেন আগেই। সেই গাড়িতে দুর্ঘটনাও ঘটে। যেতে হয়েছিল হাসপাতালে। এবার তৈরি করছেন বাড়িও।
বেশ কয়েক লাখ টাকা খরচ করে বীরভূমের দুবরাজপুরের উড়ালজুড়ি গ্রামে অট্টালিকা তৈরি করছেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর। কাঁচা বাড়ির পাশেই তৈরি হচ্ছে ভুবনের পাকা বাড়ি। এ নিয়ে গানও বেঁধেছেন তিনি। এমন খবর ভারতের আনন্দবাজার পত্রিকার।
শখের নতুন বাড়িতে মার্বেল বসানো হচ্ছে বলে দাবি ভুবনের। ভুবন বলেন, ‘‘৬ লাখ টাকা খরচ করেছি এই বাড়ি করতে। আরো কিছু করব। আগে কাঁচা বাড়িতে থাকতাম। এখন পাকা বাড়িতে আছি। ভালো লাগছে। বাড়ির বারান্দাটা সাজাবো আমি। প্লাইসহ নানা জিনিসপত্র দিয়ে সাজানো হবে। এক শিল্পীর সঙ্গে কথাও হয়েছে। এত দিন ভাবিনি মাথার উপরে পাকা ছাদ হবে। মানুষজন আমার কাঁচা বাদাম গান শুনছেন, এটা ভালো লেগেছে। ’’
নতুন বাড়ি নিয়ে গান লিখেছেন ভুবন নিজেই। গানের প্রথম দুই লাইন বলেছেন গণমাধ্যমকে। ‘ছিল না আমার বাসাবাড়ি। এখন হলো পাকা বাড়ি।
গানটি শুনতে এখানে ক্লিক করুন : https://www.youtube.com/watch?v=KaCUoUGu76U
https://www.youtube.com/watch?v=KaCUoUGu76U