Dhaka বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাফিক স্টাফদের ‘বডি ওর্ন ক্যামেরা’ দিলো বিমান

নিজস্ব প্রতিবেদক : 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সব আন্তর্জাতিক এয়ারলাইন্সের ব্যাগেজের নিরাপত্তায় দায়িত্বরত কর্মীদের জন্য বডি ওর্ন ক্যামেরা সংযোজন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার (১৭ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এর মাধ্যমে যাত্রীদের লাগেজের শতভাগ সুরক্ষা নিশ্চিত হবে। অনেক সময় অন্য বিমানবন্দরে যাত্রীর লাগেজ কাটা হলেও এই বিমানবন্দরে নেমে আমাদের কর্মীর ওপর দোষ চাপানোর চেষ্টা করা হয়।

বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে ট্রাফিক স্টাফরা যেমন তাদের দায়িত্বের ব্যাপারে সচেতন থাকবে, তেমনই যাত্রীর লাগেজও থাকবে সুরক্ষিত। অর্থাৎ তিনি যেমন নিয়ে এসেছেন তেমনই হাতে পাবেন।

তিনি বলেন, এতদিন শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের লাগেজ হ্যান্ডলিংয়ে নিযুক্ত স্টাফদের বডি ক্যমেরা ছিল, এখন থেকে সব এয়ারলাইন্সের লাগেজ সরবরাহে নিযুক্ত বিমানের স্টাফদেরও ক্যামেরো সরবরাহ করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেসব এয়ারলাইন্সগুলোর জন্য গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদান করছে, তাদের ক্ষেত্রে এই বডি ওর্ন ক্যামেরা উদ্যোগটি একটি অভিন্ন নিরাপত্তা ও স্বচ্ছতার মানদণ্ড নিশ্চিত করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, বডি ক্যামেরা সংযোজনের ফলে ব্যাগেজ সংক্রান্ত চুরি, হারানো কিংবা ক্ষতির অভিযোগ দ্রুত ও নির্ভুলভাবে যাচাই করা সম্ভব হবে। কোনো অভিযোগ উত্থাপিত হলে সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে প্রকৃত ঘটনা শনাক্ত করে দ্রুত সমাধান নিশ্চিত করা যাবে।

এ উদ্যোগের মাধ্যমে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে যাত্রীদের আস্থা ও সন্তুষ্টি আরও সুদৃঢ় হবে। বিশেষ করে আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও সেবার একটি অভিন্ন কাঠামো প্রতিষ্ঠায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং যাত্রীকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির বাস্তব উদাহরণ হিসেবে বডি ক্যামেরা উদ্যোগটি বিবেচিত হবে। যাত্রীদের নিরাপত্তা, সেবা ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যকর ও আধুনিক উদ্যোগ অব্যাহত রাখবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ট্রাফিক স্টাফদের ‘বডি ওর্ন ক্যামেরা’ দিলো বিমান

প্রকাশের সময় : ০৪:০০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সব আন্তর্জাতিক এয়ারলাইন্সের ব্যাগেজের নিরাপত্তায় দায়িত্বরত কর্মীদের জন্য বডি ওর্ন ক্যামেরা সংযোজন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার (১৭ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এর মাধ্যমে যাত্রীদের লাগেজের শতভাগ সুরক্ষা নিশ্চিত হবে। অনেক সময় অন্য বিমানবন্দরে যাত্রীর লাগেজ কাটা হলেও এই বিমানবন্দরে নেমে আমাদের কর্মীর ওপর দোষ চাপানোর চেষ্টা করা হয়।

বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে ট্রাফিক স্টাফরা যেমন তাদের দায়িত্বের ব্যাপারে সচেতন থাকবে, তেমনই যাত্রীর লাগেজও থাকবে সুরক্ষিত। অর্থাৎ তিনি যেমন নিয়ে এসেছেন তেমনই হাতে পাবেন।

তিনি বলেন, এতদিন শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের লাগেজ হ্যান্ডলিংয়ে নিযুক্ত স্টাফদের বডি ক্যমেরা ছিল, এখন থেকে সব এয়ারলাইন্সের লাগেজ সরবরাহে নিযুক্ত বিমানের স্টাফদেরও ক্যামেরো সরবরাহ করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেসব এয়ারলাইন্সগুলোর জন্য গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদান করছে, তাদের ক্ষেত্রে এই বডি ওর্ন ক্যামেরা উদ্যোগটি একটি অভিন্ন নিরাপত্তা ও স্বচ্ছতার মানদণ্ড নিশ্চিত করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, বডি ক্যামেরা সংযোজনের ফলে ব্যাগেজ সংক্রান্ত চুরি, হারানো কিংবা ক্ষতির অভিযোগ দ্রুত ও নির্ভুলভাবে যাচাই করা সম্ভব হবে। কোনো অভিযোগ উত্থাপিত হলে সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে প্রকৃত ঘটনা শনাক্ত করে দ্রুত সমাধান নিশ্চিত করা যাবে।

এ উদ্যোগের মাধ্যমে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে যাত্রীদের আস্থা ও সন্তুষ্টি আরও সুদৃঢ় হবে। বিশেষ করে আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও সেবার একটি অভিন্ন কাঠামো প্রতিষ্ঠায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং যাত্রীকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির বাস্তব উদাহরণ হিসেবে বডি ক্যামেরা উদ্যোগটি বিবেচিত হবে। যাত্রীদের নিরাপত্তা, সেবা ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যকর ও আধুনিক উদ্যোগ অব্যাহত রাখবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।