Dhaka সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী সদর আসনে মনোনয়ন তুললেন বিএনপি নেতা মিনু

রাজশাহী জেলা প্রতিনিধি  : 
জাতীয় সংসদ নির্বাচনের রাজশাহী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু মনোনয়নপত্র সংগ্রহ করছেন।
সেমবার (১৫ ডিসেম্বর) দুপুরে আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মিনুর পক্ষে মহানগর বিএনপির নেতৃবৃন্দ এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, অ্যাডভোকেট ওয়ালিউল হক রানা ও আবুল কালাম আজাদ সুইট, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু প্রমুখ উপস্থিত ছিলেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, আমরা রাজশাহী-২ আসনে বিএনপি মনোনিত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনোয়নপত্র উত্তোলন করেছি। আমরা লক্ষ্য করছি যে, সারা বাংলাদেশে এ নির্বাচনকে বানচাল করার জন্য ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। বর্তমান সরকারের এবং নির্বাচন কমিশনের অতি দ্রুত যে সমস্ত সন্ত্রাসীরা রয়েছে অর্থ দানকারীরা যারা রয়েছে এবং আজকে যারা বিভিন্ন পরিকল্পনা করছেন নির্বাচন বানচাল করার জন্য সেগুলো চিহ্নিত করা দরকার। নির্বাচন যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়, বাধাগ্রস্ত যেন না হয় সেজন্য নির্বাচন কমিশন ও সরকারকে আমরা অনুরোধ জানাই।
প্রার্থীর নিরাপত্তা নিয়ে কোনো সংকট আছে কিনা জানতে চাইলে রিটন বলেন, দেখুন মিজানুর রহমান মিনু এ রাজশাহীতে মেয়র ছিলেন এবং এমপিও ছিলেন। তিনি একাই রিক্সায় বিভিন্নভাবে ঘুরে বেড়ান। সেদিক থেকে নিরাপত্তা নিয়ে ভাবছি না। আমরা মনে করি, রাজশাহীর মানুষ শান্তিপ্রিয়। তবে এ নগরীতেও বিশৃঙ্খলা করার জন্য আমাদের প্রতিপক্ষ যারা আছেন তারা রাজশাহীর পরিবেশও কিছুটা হলেও খর্ব করার চেষ্টা করবে। এক্ষেত্রে আমরা আশা করব আমাদের প্রার্থীর নিরাপত্তা দেয়ার জন্যও কিছু একটা করা দরকার।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, আশাকরি সামনের নির্বাচন উৎসবমুখর হবে এবং শান্তিপূর্ণ হবে। জনগণ এবং ভোটাররা সতস্পূর্তভাবে ভোট দিবে। এটাই আমাদের বিএনপির আশা এবং আকাঙ্ক্ষা। আমরা মনে করি এ নির্বাচনে ষড়যন্ত্রকারীরা কোন সমস্যা ঘটাতে পারবে না। আর তারা যদি কোনো সমস্যা সৃষ্টি করে জনগণকে নিয়ে যাতাবাদী দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আজকে আমরা আমাদের প্রার্থী রাজশাহী-২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়ন উত্তোলন করলাম।

আবহাওয়া

পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র কিনলেন সারজিস

রাজশাহী সদর আসনে মনোনয়ন তুললেন বিএনপি নেতা মিনু

প্রকাশের সময় : ০৬:০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
রাজশাহী জেলা প্রতিনিধি  : 
জাতীয় সংসদ নির্বাচনের রাজশাহী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু মনোনয়নপত্র সংগ্রহ করছেন।
সেমবার (১৫ ডিসেম্বর) দুপুরে আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মিনুর পক্ষে মহানগর বিএনপির নেতৃবৃন্দ এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, অ্যাডভোকেট ওয়ালিউল হক রানা ও আবুল কালাম আজাদ সুইট, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু প্রমুখ উপস্থিত ছিলেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, আমরা রাজশাহী-২ আসনে বিএনপি মনোনিত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনোয়নপত্র উত্তোলন করেছি। আমরা লক্ষ্য করছি যে, সারা বাংলাদেশে এ নির্বাচনকে বানচাল করার জন্য ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। বর্তমান সরকারের এবং নির্বাচন কমিশনের অতি দ্রুত যে সমস্ত সন্ত্রাসীরা রয়েছে অর্থ দানকারীরা যারা রয়েছে এবং আজকে যারা বিভিন্ন পরিকল্পনা করছেন নির্বাচন বানচাল করার জন্য সেগুলো চিহ্নিত করা দরকার। নির্বাচন যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়, বাধাগ্রস্ত যেন না হয় সেজন্য নির্বাচন কমিশন ও সরকারকে আমরা অনুরোধ জানাই।
প্রার্থীর নিরাপত্তা নিয়ে কোনো সংকট আছে কিনা জানতে চাইলে রিটন বলেন, দেখুন মিজানুর রহমান মিনু এ রাজশাহীতে মেয়র ছিলেন এবং এমপিও ছিলেন। তিনি একাই রিক্সায় বিভিন্নভাবে ঘুরে বেড়ান। সেদিক থেকে নিরাপত্তা নিয়ে ভাবছি না। আমরা মনে করি, রাজশাহীর মানুষ শান্তিপ্রিয়। তবে এ নগরীতেও বিশৃঙ্খলা করার জন্য আমাদের প্রতিপক্ষ যারা আছেন তারা রাজশাহীর পরিবেশও কিছুটা হলেও খর্ব করার চেষ্টা করবে। এক্ষেত্রে আমরা আশা করব আমাদের প্রার্থীর নিরাপত্তা দেয়ার জন্যও কিছু একটা করা দরকার।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, আশাকরি সামনের নির্বাচন উৎসবমুখর হবে এবং শান্তিপূর্ণ হবে। জনগণ এবং ভোটাররা সতস্পূর্তভাবে ভোট দিবে। এটাই আমাদের বিএনপির আশা এবং আকাঙ্ক্ষা। আমরা মনে করি এ নির্বাচনে ষড়যন্ত্রকারীরা কোন সমস্যা ঘটাতে পারবে না। আর তারা যদি কোনো সমস্যা সৃষ্টি করে জনগণকে নিয়ে যাতাবাদী দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আজকে আমরা আমাদের প্রার্থী রাজশাহী-২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়ন উত্তোলন করলাম।