নিজস্ব প্রতিবেদক :
২১ নভেম্বর ভূমিকম্পে রাজধানীর মগবাজার মীরবাগে দেয়াল ধ্বসে মাথায় পড়ে আহত আবু বক্কর সিদ্দিক (৫৫) ২৪ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। তিনি পেশায় রিকশা চালক ছিলেন।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।
আবু বক্কর সিদ্দিক পেশায় রিকশা চালক ছিলেন। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার ছোট উজিরপুর গ্রামে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শুকহরি মধু।
তিনি জানান, ২১ নভেম্বর ভূমিকম্পে মীরবাগ এলাকায় মাথায় ভারি বস্তু পড়ে আহত হন সিদ্দিক। ওইদিন তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ২৪ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা গেছেন। মরদেহ হস্তান্তরের কার্যক্রম চলছে।
এদিকে, নিহতের বড় ছেলে তৌহিদুল ইসলাম জানান, তার বাবা পেশায় রিকশা চালক। থাকতেন মগবাজার মীরবাগ এলাকার একটি মেসে। আর পরিবারের বাকি সবাই গাজিপুর বাইপাস এলাকায় থাকেন। ২১ নভেম্বর সকালে ভূমিকম্পের আগমুহূর্তে তিনি মীরবাগে রাস্তার পাশে একটি দোকানে বসে চা, পুরি খাচ্ছিলেন। তখন ভূমিকম্পে পাশের একটি ভবনের দেয়াল ধ্বসে টিনশেড দোকানটির চালের ওপর পড়ে। এতে টিনের চালসহ বৈদ্যুতিক ফ্যান তার মাথার ওপর পড়ে। গুরুতর আঘাত পান তিনি। তখন সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করান। সেখানে আইসিইউতে আজ তিনি মারা গেছেন।
নিহতের স্ত্রী তহমিনা বেগম জানান, তাদের ২ ছেলে। তিনি (তহমিনা) ও বড় ছেলে গাজীপুরে একটি পোশাক তৈরির কারখানায় চাকরি করেন। ছোট ছেলে একটি স্কুলে ৮ম শ্রেণিতে পড়ে। সপ্তাহে একবার ঢাকা থেকে গাজীপুরে পরিবারের কাছে যেতেন আবু বক্কর সিদ্দিক।
নিজস্ব প্রতিবেদক 

























