Dhaka বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন রাজনৈতিক দলগুলোর প্রকৃত সংস্কার বোঝে না : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক :

নতুন রাজনৈতিক দলগুলোর প্রকৃত সংস্কার বোঝে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির চতুর্থ দিনের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নতুন দলগুলো যারা সংস্কারের কথা বলে, তারা প্রকৃত সংস্কার বোঝে না। তাদের কাছে সংস্কারের অর্থ শুধু ক্ষমতার মসনদ দখল করা। সংস্কার বিএনপির সৃষ্টি, কেউ চাইলে এখান থেকে পরিকল্পনা নিতে পারবেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, খালেদা জিয়া এই দেশের জন্য এখনও অত্যন্ত প্রয়োজনীয় একজন অভিভাবক। তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, বরং সব দলের কাছেই একজন শিক্ষিত ও যোগ্য পথপ্রদর্শক হিসেবে স্বীকৃত। বেগম জিয়াকে ঘিরে দেশের প্রতিটি অঞ্চলে মানুষের দোয়া ও প্রার্থনা প্রমাণ করে যে তিনি সত্যিকার অর্থেই সকল ধর্ম-বর্ণের মানুষের অভিভাবক। এত ব্যাপকভাবে কাউকে নিয়ে দোয়া হতে আমি আগে দেখিনি। সব জায়গায় সবাই দোয়া করেছেন। সৃষ্টিকর্তার কাছে চাওয়া সকলের প্রার্থনা সফল হোক তিনি ফিরে আসুক।

মির্জা আব্বাস আশা প্রকাশ করে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরে এসে মানুষের হাল ধরবেন, ঠিক তেমনি দেশের রাজনীতির হালও ধরবেন। নতুন চিন্তা ও আধুনিক ভাবনার মাধ্যমে তারেক রহমান দেশের মানুষকে আরও এগিয়ে নেবেন।

অতীতে কাউকে নিয়ে এত দোয়ার আয়োজন কখনো দেখিনি। সর্বত্র মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছেন।
এ সময় সংস্কারের নামে বিভ্রান্তি সৃষ্টিকারীদের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, যারা সংস্কারের কথা বলে, তারা আসলে সংস্কার কী তা বোঝে না। তাদের কাছে সংস্কারের মানে শুধু ক্ষমতায় যাওয়া।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নির্বাচন করবো, পদত্যাগের বিষয়ে জানাবে প্রধান উপদেষ্টার দপ্তর : আসিফ মাহমুদ

নতুন রাজনৈতিক দলগুলোর প্রকৃত সংস্কার বোঝে না : মির্জা আব্বাস

প্রকাশের সময় : ০২:৩৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

নতুন রাজনৈতিক দলগুলোর প্রকৃত সংস্কার বোঝে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির চতুর্থ দিনের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নতুন দলগুলো যারা সংস্কারের কথা বলে, তারা প্রকৃত সংস্কার বোঝে না। তাদের কাছে সংস্কারের অর্থ শুধু ক্ষমতার মসনদ দখল করা। সংস্কার বিএনপির সৃষ্টি, কেউ চাইলে এখান থেকে পরিকল্পনা নিতে পারবেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, খালেদা জিয়া এই দেশের জন্য এখনও অত্যন্ত প্রয়োজনীয় একজন অভিভাবক। তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, বরং সব দলের কাছেই একজন শিক্ষিত ও যোগ্য পথপ্রদর্শক হিসেবে স্বীকৃত। বেগম জিয়াকে ঘিরে দেশের প্রতিটি অঞ্চলে মানুষের দোয়া ও প্রার্থনা প্রমাণ করে যে তিনি সত্যিকার অর্থেই সকল ধর্ম-বর্ণের মানুষের অভিভাবক। এত ব্যাপকভাবে কাউকে নিয়ে দোয়া হতে আমি আগে দেখিনি। সব জায়গায় সবাই দোয়া করেছেন। সৃষ্টিকর্তার কাছে চাওয়া সকলের প্রার্থনা সফল হোক তিনি ফিরে আসুক।

মির্জা আব্বাস আশা প্রকাশ করে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরে এসে মানুষের হাল ধরবেন, ঠিক তেমনি দেশের রাজনীতির হালও ধরবেন। নতুন চিন্তা ও আধুনিক ভাবনার মাধ্যমে তারেক রহমান দেশের মানুষকে আরও এগিয়ে নেবেন।

অতীতে কাউকে নিয়ে এত দোয়ার আয়োজন কখনো দেখিনি। সর্বত্র মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছেন।
এ সময় সংস্কারের নামে বিভ্রান্তি সৃষ্টিকারীদের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, যারা সংস্কারের কথা বলে, তারা আসলে সংস্কার কী তা বোঝে না। তাদের কাছে সংস্কারের মানে শুধু ক্ষমতায় যাওয়া।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।