টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে হাইওয়ে সড়কে মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে হ্নীলা আলীখালী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— হ্নীলা মৌলভীবাজার পূর্বপাড়ার সেলিমের ছেলে সিএনজিচালক ফারুক এবং টেকনাফ নাজিরপাড়ার ছৈয়দ নুরের ছেলে ইমান হোসেন।
স্থানীয়রা জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। ধাক্কায় সিএনজিটি সড়কের পাশের গভীর খাদে পড়ে উল্টে যায়।
হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি নুরুল আবছার জানান, হ্নীলা থেকে টেকনাফগামী সিএনজি অটোরিকশাটি হাইওয়ে সড়কে ওঠার মুহূর্তে কক্সবাজারমুখী মাছবোঝাই একটি মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক ফারুক ও যাত্রী ইসমাইল/ইমান ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিক তথ্য সংগ্রহ চলছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক জব্দের প্রক্রিয়া চলছে।
এদিকে টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 






















