Dhaka শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন প্রক্রিয়া বিকৃত করতে চাওয়া কেউ সুযোগ পাবে না : ফাওজুল কবির খান

নরসিংদী জেলা প্রতিনিধি :

সড়ক পরিবহন, সেতু ও বিদ্যুৎ–জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান জনগণকে উদ্দেশ্য করে বলেন, যারা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্থ বা বিকৃত করতে চায়, তাদের কোনো সুযোগ দেওয়া হবে না। একটি অংশগ্রহণমূলক সুন্দর নির্বাচন করুন, যে বিজয়ী হবে আমরা তাদের পাশে দাঁড়াবো।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর পাঁচদোনা স্যার কেজি গুপ্ত উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে পাঁচদোনা–ডাঙ্গা সড়কের নামফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ৯ কিলোমিটার দীর্ঘ ৬ লেনের এই সড়কটি মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত বীর প্রতিক সিরাজ উদ্দিন আহমদ (নেভাল সিরাজ) নামে উৎসর্গ করা হয়েছে।

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি নিজ এলাকায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ করেছেন। অথচ সেখানে টেম্পু ছাড়া আর কিছুই চলে না।

ফাওজুল কবির খান বলেন, স্বৈরাচার আমলে সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সব জায়গায় অপকর্ম করা হয়েছে। সারাদেশে অসংখ্য সড়ক নির্মাণ করা হয়েছে, সেগুলোর কোনো ব্যবহার নেই। এ অপব্যয়, অপচয় ও অনাচার হয়েছে তা বন্ধ করা হবে।

তিনি বলেন, নেভাল সিরাজকে ভিন্নমতের জন্য আততায়ীরা খুন করে। আমরা এ ভিন্নমতকে প্রতিষ্ঠিত করতে চাই। বাংলাদেশ বহুধর্মের দেশ, বহুমতের দেশ। মতামতের ভিন্নতার জন্য যেনো কাউকে নির্যাতিত ও হত্যাকাণ্ডের শিকার না হতে হয়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনসহ অন্যান্যরা।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

একদল অপকর্ম করে পালিয়েছে, আরেকদল সেই অপকর্মের দায় কাঁধে তুলে নিয়েছে

নির্বাচন প্রক্রিয়া বিকৃত করতে চাওয়া কেউ সুযোগ পাবে না : ফাওজুল কবির খান

প্রকাশের সময় : ০৫:৪৯:২১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

নরসিংদী জেলা প্রতিনিধি :

সড়ক পরিবহন, সেতু ও বিদ্যুৎ–জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান জনগণকে উদ্দেশ্য করে বলেন, যারা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্থ বা বিকৃত করতে চায়, তাদের কোনো সুযোগ দেওয়া হবে না। একটি অংশগ্রহণমূলক সুন্দর নির্বাচন করুন, যে বিজয়ী হবে আমরা তাদের পাশে দাঁড়াবো।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর পাঁচদোনা স্যার কেজি গুপ্ত উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে পাঁচদোনা–ডাঙ্গা সড়কের নামফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ৯ কিলোমিটার দীর্ঘ ৬ লেনের এই সড়কটি মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত বীর প্রতিক সিরাজ উদ্দিন আহমদ (নেভাল সিরাজ) নামে উৎসর্গ করা হয়েছে।

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি নিজ এলাকায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ করেছেন। অথচ সেখানে টেম্পু ছাড়া আর কিছুই চলে না।

ফাওজুল কবির খান বলেন, স্বৈরাচার আমলে সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সব জায়গায় অপকর্ম করা হয়েছে। সারাদেশে অসংখ্য সড়ক নির্মাণ করা হয়েছে, সেগুলোর কোনো ব্যবহার নেই। এ অপব্যয়, অপচয় ও অনাচার হয়েছে তা বন্ধ করা হবে।

তিনি বলেন, নেভাল সিরাজকে ভিন্নমতের জন্য আততায়ীরা খুন করে। আমরা এ ভিন্নমতকে প্রতিষ্ঠিত করতে চাই। বাংলাদেশ বহুধর্মের দেশ, বহুমতের দেশ। মতামতের ভিন্নতার জন্য যেনো কাউকে নির্যাতিত ও হত্যাকাণ্ডের শিকার না হতে হয়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনসহ অন্যান্যরা।