Dhaka শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
আসর বসবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায়

হয়ে গেল ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৪০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ১৮১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক :

ফুটবল বিশ্বের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপিং। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত জমকালো ড্র অনুষ্ঠানে নির্ধারিত হলো ৪৮টি দলের ভাগ্য। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছে তুলনামূলক সহজ গ্রুপ। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের গ্রুপে রয়েছে কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো।

এই ড্রয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিল সব দল। এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা–এই তিন দেশে ছড়িয়ে থাকা ২০২৬ বিশ্বকাপের আয়োজন হবে ইতিহাসের সবচেয়ে বড় কাঠামোয়, আর তার প্রথম স্বাদই পাওয়া গেল এই ড্র অনুষ্ঠানে।

বাংলাদেশ সময় শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১১টায় শুরু হওয়া এই ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএফএল কিংবদন্তি টম ব্রেডি, এনবিএ তারকা শাকিল ও’নিলসহ ক্রীড়াঙ্গনের রথী-মহারথীরা। তাদের হাত ধরেই লটারির মাধ্যমে ১২টি গ্রুপে ভাগ করা হয় দলগুলোকে।

লিওনেল মেসির আর্জেন্টিনা পড়েছে ‘জে’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। শক্তির বিচারে গ্রুপসেরা হয়ে নকআউটে যাওয়ার পথটা আলবিসেলেস্তেদের জন্য বেশ মসৃণই মনে হচ্ছে।

অন্যদিকে, ‘সি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গী হয়েছে আফ্রিকান পরাশক্তি মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। নেইমারদের জন্য এই গ্রুপে মরক্কোই হতে পারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

একনজরে ২০২৬ বিশ্বকাপের ১২টি গ্রুপ:

গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল

গ্রুপ বি : কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল

গ্রুপ সি : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড

গ্রুপ ডি : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল

গ্রুপ ই : জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর

গ্রুপ এফ : নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল

গ্রুপ জি : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড

গ্রুপ এইচ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে

গ্রুপ আই : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল

গ্রুপ জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান

গ্রুপ কে : পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১ জয়ী দল

গ্রুপ এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা

ড্র হয়ে গেলেও, কোন স্টেডিয়ামে কী কী ম্যাচ হবে, তা যাবে না। ফিফার গ্লোবান ব্রডকাস্টে বাংলাদেশ সময় শনিবার রাত ১১ টায় তা জানানো হবে।

তাই, এখন প্রতিপক্ষের নাম জানলেও, দল ও সমর্থকদের চূড়ান্ত পরিকল্পনা করার জন্য অপেক্ষায় থাকতে হবে।

তিন দেশের মোট ১৬টি স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। ভেন্যুগুলোর মাঝে দুরুত্ব দুই হাজার ৮০০ মাইল।

৩২ দলের বিশ্বকাপে মোট ম্যাচ হতো ৬৪টি। ৪৮ দলের আসরে সংখ্যাটা বেড়ে হবে ১০৪।

আবহাওয়া

হয়ে গেল ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত

আসর বসবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায়

হয়ে গেল ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০১:৪০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

স্পোর্টস ডেস্ক :

ফুটবল বিশ্বের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপিং। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত জমকালো ড্র অনুষ্ঠানে নির্ধারিত হলো ৪৮টি দলের ভাগ্য। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছে তুলনামূলক সহজ গ্রুপ। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের গ্রুপে রয়েছে কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো।

এই ড্রয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিল সব দল। এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা–এই তিন দেশে ছড়িয়ে থাকা ২০২৬ বিশ্বকাপের আয়োজন হবে ইতিহাসের সবচেয়ে বড় কাঠামোয়, আর তার প্রথম স্বাদই পাওয়া গেল এই ড্র অনুষ্ঠানে।

বাংলাদেশ সময় শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১১টায় শুরু হওয়া এই ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএফএল কিংবদন্তি টম ব্রেডি, এনবিএ তারকা শাকিল ও’নিলসহ ক্রীড়াঙ্গনের রথী-মহারথীরা। তাদের হাত ধরেই লটারির মাধ্যমে ১২টি গ্রুপে ভাগ করা হয় দলগুলোকে।

লিওনেল মেসির আর্জেন্টিনা পড়েছে ‘জে’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। শক্তির বিচারে গ্রুপসেরা হয়ে নকআউটে যাওয়ার পথটা আলবিসেলেস্তেদের জন্য বেশ মসৃণই মনে হচ্ছে।

অন্যদিকে, ‘সি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গী হয়েছে আফ্রিকান পরাশক্তি মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। নেইমারদের জন্য এই গ্রুপে মরক্কোই হতে পারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

একনজরে ২০২৬ বিশ্বকাপের ১২টি গ্রুপ:

গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল

গ্রুপ বি : কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল

গ্রুপ সি : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড

গ্রুপ ডি : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল

গ্রুপ ই : জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর

গ্রুপ এফ : নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল

গ্রুপ জি : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড

গ্রুপ এইচ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে

গ্রুপ আই : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল

গ্রুপ জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান

গ্রুপ কে : পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১ জয়ী দল

গ্রুপ এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা

ড্র হয়ে গেলেও, কোন স্টেডিয়ামে কী কী ম্যাচ হবে, তা যাবে না। ফিফার গ্লোবান ব্রডকাস্টে বাংলাদেশ সময় শনিবার রাত ১১ টায় তা জানানো হবে।

তাই, এখন প্রতিপক্ষের নাম জানলেও, দল ও সমর্থকদের চূড়ান্ত পরিকল্পনা করার জন্য অপেক্ষায় থাকতে হবে।

তিন দেশের মোট ১৬টি স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। ভেন্যুগুলোর মাঝে দুরুত্ব দুই হাজার ৮০০ মাইল।

৩২ দলের বিশ্বকাপে মোট ম্যাচ হতো ৬৪টি। ৪৮ দলের আসরে সংখ্যাটা বেড়ে হবে ১০৪।