Dhaka বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শাহ আমানত বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাঝারি পরিসরের অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনা অনুযায়ী কার্গো ওয়ারহাউসসংলগ্ন এলাকায় মহড়াটি আয়োজন করা হয়।

বিমানবন্দরের অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত জনবল, যানবাহন ও সরঞ্জামের সক্ষমতা যাচাই এবং জরুরি পরিস্থিতিতে বিভিন্ন সংস্থার সমন্বয় পরীক্ষা করাই ছিল মহড়ার লক্ষ্য।

মহড়া অনুযায়ী, কার্গো ওয়ারহাউসের পাশে পরিত্যক্ত ময়লার স্তূপে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বার্তা পেয়ে বিমানবন্দরের ফায়ার ইউনিট, এভসেক, এপিবিএন, বিমানবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও মেডিকেল টিম সেখানে ছুটে যায়। সংস্থাগুলোর সমন্বিত তৎপরতায় অল্প সময়েই আগুন নিয়ন্ত্রণে আসে।

মহড়ায় উপস্থিত ছিলেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর, স্যাটো সাধন কুমার মহন্ত, সহকারী পরিচালক (ফায়ার) আব্দুল্লাহ আল মমিনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শাহ আমানত বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া

প্রকাশের সময় : ১২:২৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাঝারি পরিসরের অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনা অনুযায়ী কার্গো ওয়ারহাউসসংলগ্ন এলাকায় মহড়াটি আয়োজন করা হয়।

বিমানবন্দরের অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত জনবল, যানবাহন ও সরঞ্জামের সক্ষমতা যাচাই এবং জরুরি পরিস্থিতিতে বিভিন্ন সংস্থার সমন্বয় পরীক্ষা করাই ছিল মহড়ার লক্ষ্য।

মহড়া অনুযায়ী, কার্গো ওয়ারহাউসের পাশে পরিত্যক্ত ময়লার স্তূপে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বার্তা পেয়ে বিমানবন্দরের ফায়ার ইউনিট, এভসেক, এপিবিএন, বিমানবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও মেডিকেল টিম সেখানে ছুটে যায়। সংস্থাগুলোর সমন্বিত তৎপরতায় অল্প সময়েই আগুন নিয়ন্ত্রণে আসে।

মহড়ায় উপস্থিত ছিলেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর, স্যাটো সাধন কুমার মহন্ত, সহকারী পরিচালক (ফায়ার) আব্দুল্লাহ আল মমিনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।