Dhaka বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:২৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ১৮৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচিতে এবার বড় চমক দেখিয়েছে কর্তৃপক্ষ। এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ সবসময় হয়ে আসছে ঢাকায়। সেই প্রথা থেকে এবার বেরিয়ে এসেছে তারা। সিলেটে শুরু হবে এবারের আসর।

বিপিএলের দ্বাদশ আসরের সূচি মঙ্গলবার (২ ডিসেম্বর) ঘোষণা করেছে বিসিবি।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ২৬ ডিসেম্বর সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের লড়াই দিয়ে পর্দা উঠবে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের। প্রায় এক মাস ব্যাপী আসরের ফাইনাল হবে আগামী ২৩ জানুয়ারি।

৬ দল নিয়ে অনুষ্ঠেয় টুর্নামেন্টের প্রাথমিক পর্বে ম্যাচ হবে ৩০টি। আর প্লেঅফ ও ফাইনাল মিলে আসরে মোট ৩৪টি ম্যাচ মাঠে গড়াবে।

প্রাথমিক পর্বে স্রেফ তিন দিনে মোট ছয়টা ম্যাচ হবে ঢাকায়। প্লে-অফের ম্যাচ ও ফাইনাল হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

মিরপুরের উইকেট সাধারণত স্পিন সহায়ক। যেখানে ব্যাটসম্যানদের জন্য রান করা খুবই কঠিন হয়ে পড়ে। সিলেট ও চট্টগ্রামের উইকেট সেই তুলনায় বেশ ভালো, ব্যাটিং সহায়ক। ঢাকার বাইরে বেশি ম‍্যাচ রাখার পেছনে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির চিন্তা থাকতে পারে কর্তৃপক্ষের ভাবনায়।

প্রাথমিক পর্বে প্রতিদিন মাঠে গড়াবে দুটি করে ম্যাচ। প্রতি দুই দিন পর রাখা হয়েছে একদিন করে বিরতি। ঢাকা পর্বে প্রাথমিক পর্বের তিনটি ম্যাচ ডের মাঝে নেই কোনো বিরতি।

দিনের প্রথম ম্যাচ শুরু হবে বেলা ১টায়, দ্বিতীয়টি সন্ধ্যা ৬টায়। তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার প্রথম ম্যাচ বেলা ২টা ও পরেরটি সন্ধ্যা ৭টায় শুরু হবে।

সিলেটে ছয়টি ম্যাচ ডের পর আগামী ৫ জানুয়ারি শুরু হবে চট্টগ্রাম পর্ব। এখানেও ম্যাচ হবে ছয় দিন। এরপর ১৫ জানুয়ারি শুরু হবে ঢাকা পর্ব।

প্রাথমিক পর্বের শেষ ৬ ম্যাচের পর প্লেঅফ পর্ব শুরু ১৯ জানুয়ারি। এদিন এলিমিনেটর ম্যাচ শুরু হবে দুপুর একটায়, প্রথম কোয়ালিফায়ার সন্ধ্যা ৬টায়। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে ২১ জানুয়ারি, সন্ধ্যা ৬টায়।

প্লে-অফের ম্যাচ ও ফাইনালের জন্য রাখা হয়েছে একদিন করে রিজার্ভ ডে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

প্রকাশের সময় : ১২:২৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচিতে এবার বড় চমক দেখিয়েছে কর্তৃপক্ষ। এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ সবসময় হয়ে আসছে ঢাকায়। সেই প্রথা থেকে এবার বেরিয়ে এসেছে তারা। সিলেটে শুরু হবে এবারের আসর।

বিপিএলের দ্বাদশ আসরের সূচি মঙ্গলবার (২ ডিসেম্বর) ঘোষণা করেছে বিসিবি।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ২৬ ডিসেম্বর সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের লড়াই দিয়ে পর্দা উঠবে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের। প্রায় এক মাস ব্যাপী আসরের ফাইনাল হবে আগামী ২৩ জানুয়ারি।

৬ দল নিয়ে অনুষ্ঠেয় টুর্নামেন্টের প্রাথমিক পর্বে ম্যাচ হবে ৩০টি। আর প্লেঅফ ও ফাইনাল মিলে আসরে মোট ৩৪টি ম্যাচ মাঠে গড়াবে।

প্রাথমিক পর্বে স্রেফ তিন দিনে মোট ছয়টা ম্যাচ হবে ঢাকায়। প্লে-অফের ম্যাচ ও ফাইনাল হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

মিরপুরের উইকেট সাধারণত স্পিন সহায়ক। যেখানে ব্যাটসম্যানদের জন্য রান করা খুবই কঠিন হয়ে পড়ে। সিলেট ও চট্টগ্রামের উইকেট সেই তুলনায় বেশ ভালো, ব্যাটিং সহায়ক। ঢাকার বাইরে বেশি ম‍্যাচ রাখার পেছনে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির চিন্তা থাকতে পারে কর্তৃপক্ষের ভাবনায়।

প্রাথমিক পর্বে প্রতিদিন মাঠে গড়াবে দুটি করে ম্যাচ। প্রতি দুই দিন পর রাখা হয়েছে একদিন করে বিরতি। ঢাকা পর্বে প্রাথমিক পর্বের তিনটি ম্যাচ ডের মাঝে নেই কোনো বিরতি।

দিনের প্রথম ম্যাচ শুরু হবে বেলা ১টায়, দ্বিতীয়টি সন্ধ্যা ৬টায়। তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার প্রথম ম্যাচ বেলা ২টা ও পরেরটি সন্ধ্যা ৭টায় শুরু হবে।

সিলেটে ছয়টি ম্যাচ ডের পর আগামী ৫ জানুয়ারি শুরু হবে চট্টগ্রাম পর্ব। এখানেও ম্যাচ হবে ছয় দিন। এরপর ১৫ জানুয়ারি শুরু হবে ঢাকা পর্ব।

প্রাথমিক পর্বের শেষ ৬ ম্যাচের পর প্লেঅফ পর্ব শুরু ১৯ জানুয়ারি। এদিন এলিমিনেটর ম্যাচ শুরু হবে দুপুর একটায়, প্রথম কোয়ালিফায়ার সন্ধ্যা ৬টায়। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে ২১ জানুয়ারি, সন্ধ্যা ৬টায়।

প্লে-অফের ম্যাচ ও ফাইনালের জন্য রাখা হয়েছে একদিন করে রিজার্ভ ডে।