বিনোদন ডেস্ক :
বাবা হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী মেহের আয়াত জেরিন। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন গায়ক।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইমরান লেখেন, ‘প্রথম বারের মতো বাবা হলাম। আল্লাহ আমাকে একটি সুন্দর সুস্থ কন্যা সন্তান উপহার দিয়েছেন।’
এরপর লেখেন, ‘আমাদের ছোট্ট মেয়ের আগমন আমাদের জীবনকে আরও রঙিন করে দেবে ইন শা আল্লাহ । সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্য, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন।’ বিস্তারিত জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে পাওয়া যায়নি ইমরানকে।
বলা দরকার, ২০২৩ সালের ২৪ মে পারিবারিক উদ্যোগে মেহের আয়াত জেরিনের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন ইমরান।
জানা কথা, ইমরান মাহমুদুলের সংগীত ক্যারিয়ার শুরু হয় ২০০৮ সালে, চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে। এরপর তিনি একক গায়ক ও সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। গত এক যুগে দেশের সবচেয়ে সফল সংগীতশিল্পী তিনি। তার কণ্ঠে বহু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তার সুরে বহু শিল্পী প্রাণ পেয়েছেন। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
বিনোদন ডেস্ক 
























