আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সামনে রেখে দলগুলো দারুণ ব্যস্ত সময় পার করছে। ৩০ নভেম্বরের নিলামের আগে প্রতিটি দল দু’জন স্থানীয় খেলোয়াড়কে সরাসরি দলে নেওয়ার সুযোগ পেয়েছিল, সঙ্গে আগাম চুক্তিতে দু’জন বিদেশি ক্রিকেটারও দলে ভেড়ানোর অনুমতি ছিল।
ইতোমধ্যে ছয়টি ফ্র্যাঞ্চাইজি তাদের সরাসরি সাইনিংয়ের কাজ সম্পন্ন করেছে। দেশি–বিদেশি মিলিয়ে মোট ১৯ জন ক্রিকেটারের দল নির্ধারিত হয়েছে। প্রতিটি দলই দুইজন করে দেশি খেলোয়াড়কে নিশ্চিত করেছে। তবে বিদেশিদের দলে ভিড়িয়েছে শুধুমাত্র চারটি দল; রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স এখনো কোনো বিদেশি ক্রিকেটারের নাম প্রকাশ করেনি।
আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হবে বিপিএলের ১২তম আসর। ২৩ জানুয়ারি মিরপুরের ফাইনাল দিয়ে শেষ হবে আসরটি।
আসরের নিলাম নিয়ে কৌতূহল রয়েছে অনেকের; যেখানে বিদেশি ক্রিকেটারদের তালিকায় বয়স্ক ও খেলা ছেড়ে মাদক নিরাময়ের জন্য রিহ্যাবে থাকা ক্রিকেটারের নামও রয়েছে। দেশিদের তালিকা ঘিরেও আছে বিতর্ক; যেখানে উদীয়মান ক্রিকেটারদের অনেকের নাম না থাকলেও ফিক্সিংয়ে সন্দেহজনক কারও কারও নাম রয়েছে।
এখন পর্যন্ত প্রতিটি দলের নিশ্চিত হওয়া খেলোয়াড় ও কোচিং স্টাফদের তালিকা নিচে দেওয়া হলো:
ঢাকা ক্যাপিটালস
সরাসরি চুক্তিবদ্ধ স্থানীয় খেলোয়াড়: তাসকিন আহমেদ, সাইফ হাসান
সরাসরি চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড়: অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান)
কোচিং স্টাফ: টবি র্যাডফোর্ড (প্রধান কোচ), শোয়েব আখতার (মেন্টর)
রংপুর রাইডার্স
সরাসরি চুক্তিবদ্ধ স্থানীয় খেলোয়াড়: মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান
চট্টগ্রাম রয়্যালস
সরাসরি চুক্তিবদ্ধ স্থানীয় খেলোয়াড়: শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম
সরাসরি চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড়: আবরার আহমেদ (পাকিস্তান)
কোচিং স্টাফ: হাবিবুল বাশার সুমন (মেন্টর ও টিম ম্যানেজার)
নোয়াখালী এক্সপ্রেস
সরাসরি চুক্তিবদ্ধ স্থানীয় খেলোয়াড়: সৌম্য সরকার, হাসান মাহমুদ
সরাসরি চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড়: কুসল মেন্ডিস (শ্রীলঙ্কা), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ)
কোচিং স্টাফ: খালেদ মাহমুদ সুজন (প্রধান কোচ)
সিলেট টাইটান্স
সরাসরি চুক্তিবদ্ধ স্থানীয় খেলোয়াড়: মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ
সরাসরি চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড়: মোহাম্মদ আমির (পাকিস্তান), সাইম আইয়ুব (পাকিস্তান)
কোচিং স্টাফ: সোহেল ইসলাম (প্রধান কোচ), মাহবুব ইমন (সিনিয়র সহকারী কোচ), ইমরুল কয়েস (ব্যাটিং কোচ), সৈয়দ রাসেল (পেস বোলিং কোচ), এনামুল হক জুনিয়র (স্পিন বোলিং কোচ), রুমি রেজওয়ান (টিম ম্যানেজার), নাসির আহমেদ নাসু (পারফরম্যান্স অ্যানালিস্ট), বায়েজিদুল ইসলাম (ফিজিও)
রাজশাহী ওয়ারিয়র্স
সরাসরি চুক্তিবদ্ধ স্থানীয় খেলোয়াড়: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত
কোচিং স্টাফ: হান্নান সরকার (প্রধান কোচ), রাজিন সালেহ (সহকারী কোচ), তারেক আজিজ খান (বোলিং কোচ), হাসানুজ্জামান ঝরু (টিম ম্যানেজার)।
প্রতিনিধির নাম 
























