Dhaka শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠন ঝটিকা মিছিল করেছে। কয়েক সেকেন্ড স্থায়ী ওই মিছিলে অংশ নেন হাতেগোনা কয়েকজন।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আকস্মিকভাবে কয়েকজন একটি মিছিল বের করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, সকাল ৭টার দিকে ৫-৬ জন একটি ব্যানার নিয়ে কয়েক সেকেন্ডের একটি মিছিল করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। মিছিলকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে।

এদিকে দুপুর দেড়টার দিকে বাবর রোড থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে ওসি তিনি বলেন, ‘মোহাম্মদপুরের বাবার রোডে লাল কাপড় দিয়ে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হরেছে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করে।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

নিলামের আগে সরাসরি চুক্তিতে বিপিএলে দল পেলেন যেসব ক্রিকেটার

মোহাম্মদপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

প্রকাশের সময় : ১১:৩৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠন ঝটিকা মিছিল করেছে। কয়েক সেকেন্ড স্থায়ী ওই মিছিলে অংশ নেন হাতেগোনা কয়েকজন।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আকস্মিকভাবে কয়েকজন একটি মিছিল বের করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, সকাল ৭টার দিকে ৫-৬ জন একটি ব্যানার নিয়ে কয়েক সেকেন্ডের একটি মিছিল করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। মিছিলকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে।

এদিকে দুপুর দেড়টার দিকে বাবর রোড থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে ওসি তিনি বলেন, ‘মোহাম্মদপুরের বাবার রোডে লাল কাপড় দিয়ে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হরেছে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করে।’