Dhaka শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান : মিন্টু

ফেনী জেলা প্রতিনিধি :

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আওয়াল মিন্টু বলেছেন, পরিবেশ যা-ই হোক, ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। আমাদের নেতা তারেক রহমান তফসিল ঘোষণার সাথে সাথেই দেশে ফিরবেন। চিন্তার কোনো কারণ নেই।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ফেনী-২ আসনের দাগনভূঞার তুলাতলী এলাকায় পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আবদুল আওয়াল মিন্টু বলেন,এ সরকারকে আমরা সমর্থন দিয়েছি। আশা করি তারা সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেবে। পরিবেশ যেটাই হোক ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। আর খুব শীগ্রই তারেক রহমান দেশে ফিরবেন।

এর আগে পথসভায় বক্তব্যে আবদুল আওয়াল মিন্টু বলেন, আমি এ প্রথম নির্বাচন করতে এসেছি। এর আগে বাবার ও ভাইয়ের জন্য নির্বাচন করেছি। বাংলাদেশের আর্থ–সামাজিক অবস্থা বদলাতে একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। এ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে এমন একটি সরকার গঠিত হবে, যে সরকার দেশের শান্তি-শৃঙ্খলা ও সমৃদ্ধি ফিরিয়ে আনবে। আপনারা ধানের শীষকে বিজয়ী করলে এলাকার উন্নয়নে আমি সর্বাত্মকভাবে কাজ করব।

এদিকে তার আনুষ্ঠানিক প্রচারণাকে কেন্দ্র করে ফেনী-নোয়াখালী সড়কের দাগনভূঞা জিরোপয়েন্ট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। সড়কে মালবাহী ট্রাক রেখে মিন্টুর গাড়িবহরে প্রতিবন্ধকতা তৈরি করে দলের বহিষ্কৃত ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জামসেদুর রহমান ফটিকের সমর্থকরা। এতে মানুষ দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সাংবাদিকদের আব্দুল আওয়াল মিন্টু বলেন, যে জায়গায় অবরোধ করেছে সে জায়গায় কিছু রাখলে রাস্তা অটোমেটিক বন্ধ হয়ে যায়। এগুলো প্রশাসনিক ব্যাপার, কিন্তু বাংলাদেশের প্রশাসন এখন কোথাও ঠিকভাবে কাজ করছে না। প্রশাসনের সাথে এ বিষয়ে কথা বলব। তাদের দাবি দাওয়া কি আমি সঠিকভাবে জানি না, শুনেছি কমিটি নিয়ে কিছু ঝামেলা আছে। কিন্তু কারও কথায় কমিটি তো হয় না, বরং যারা অন্যায়ভাবে আবদার করে তারা কোনদিন কমিটিতে স্থান পাবে না।দলের নীতিগত আদর্শের বাইরে গিয়ে কেউ মারামারি করলে তারা কোনদিন কিছু পাবে না।

এর আগে দুপুরে ফেনীর প্রবেশদ্বার ফতেহপুরে বিএনপি নেতাকর্মীরা বিশাল মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে আবদুল আওয়াল মিন্টুকে স্বাগত জানান। পথিমধ্যে সিলোনিয়া বাজার, বেকের বাজার ও দাগনভূঞার তুলাতুলিতে পথসভা অনুষ্ঠিত হয়। এসব পথসভায় মিন্টুসহ বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পথসভায় বিএনপি নেতা হামিদুল হক ডিলারের সভাপতিত্বে এবং ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর পরিচালনায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমান জুয়েল ও সদস্য সচিব এস এম কায়সার এলিন, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার ও সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত।

জনপ্রিয় খবর

আবহাওয়া

তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান : মিন্টু

প্রকাশের সময় : ১১:১৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

ফেনী জেলা প্রতিনিধি :

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আওয়াল মিন্টু বলেছেন, পরিবেশ যা-ই হোক, ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। আমাদের নেতা তারেক রহমান তফসিল ঘোষণার সাথে সাথেই দেশে ফিরবেন। চিন্তার কোনো কারণ নেই।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ফেনী-২ আসনের দাগনভূঞার তুলাতলী এলাকায় পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আবদুল আওয়াল মিন্টু বলেন,এ সরকারকে আমরা সমর্থন দিয়েছি। আশা করি তারা সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেবে। পরিবেশ যেটাই হোক ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। আর খুব শীগ্রই তারেক রহমান দেশে ফিরবেন।

এর আগে পথসভায় বক্তব্যে আবদুল আওয়াল মিন্টু বলেন, আমি এ প্রথম নির্বাচন করতে এসেছি। এর আগে বাবার ও ভাইয়ের জন্য নির্বাচন করেছি। বাংলাদেশের আর্থ–সামাজিক অবস্থা বদলাতে একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। এ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে এমন একটি সরকার গঠিত হবে, যে সরকার দেশের শান্তি-শৃঙ্খলা ও সমৃদ্ধি ফিরিয়ে আনবে। আপনারা ধানের শীষকে বিজয়ী করলে এলাকার উন্নয়নে আমি সর্বাত্মকভাবে কাজ করব।

এদিকে তার আনুষ্ঠানিক প্রচারণাকে কেন্দ্র করে ফেনী-নোয়াখালী সড়কের দাগনভূঞা জিরোপয়েন্ট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। সড়কে মালবাহী ট্রাক রেখে মিন্টুর গাড়িবহরে প্রতিবন্ধকতা তৈরি করে দলের বহিষ্কৃত ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জামসেদুর রহমান ফটিকের সমর্থকরা। এতে মানুষ দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সাংবাদিকদের আব্দুল আওয়াল মিন্টু বলেন, যে জায়গায় অবরোধ করেছে সে জায়গায় কিছু রাখলে রাস্তা অটোমেটিক বন্ধ হয়ে যায়। এগুলো প্রশাসনিক ব্যাপার, কিন্তু বাংলাদেশের প্রশাসন এখন কোথাও ঠিকভাবে কাজ করছে না। প্রশাসনের সাথে এ বিষয়ে কথা বলব। তাদের দাবি দাওয়া কি আমি সঠিকভাবে জানি না, শুনেছি কমিটি নিয়ে কিছু ঝামেলা আছে। কিন্তু কারও কথায় কমিটি তো হয় না, বরং যারা অন্যায়ভাবে আবদার করে তারা কোনদিন কমিটিতে স্থান পাবে না।দলের নীতিগত আদর্শের বাইরে গিয়ে কেউ মারামারি করলে তারা কোনদিন কিছু পাবে না।

এর আগে দুপুরে ফেনীর প্রবেশদ্বার ফতেহপুরে বিএনপি নেতাকর্মীরা বিশাল মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে আবদুল আওয়াল মিন্টুকে স্বাগত জানান। পথিমধ্যে সিলোনিয়া বাজার, বেকের বাজার ও দাগনভূঞার তুলাতুলিতে পথসভা অনুষ্ঠিত হয়। এসব পথসভায় মিন্টুসহ বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পথসভায় বিএনপি নেতা হামিদুল হক ডিলারের সভাপতিত্বে এবং ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর পরিচালনায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমান জুয়েল ও সদস্য সচিব এস এম কায়সার এলিন, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার ও সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত।