Dhaka বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ট্রেন চলাচল ব্যাহত

হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

হবিগঞ্জে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ট্রেন চলাচল ব্যাহত
সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সিলেটসহ সারাদেশের রেল যোগাযোগ কিছুক্ষণ বন্ধ ছিল। ট্রেন চলাচল ব্যাহত হলেও সার্বিক শিডিউলে বড় কোনো বিপর্যয় ঘটেনি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ইটাখোলা এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনটিতে কয়েকশ যাত্রী ছিলেন। ট্রেনটির ইঞ্জিন বিকল হওয়াতে যাত্রীরা সাময়িক ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে আখাউড়া থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়, যা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় মেরামত কাজ সম্পন্ন করে। দুপুর আড়াইটার দিকে সিলেট-ঢাকা রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

তবে রেল কর্তৃপক্ষ জানায়, সিলেট ঢাকাগামী কালনি এক্সপ্রেস ঢাকায় পৌঁছাতে দেরি হওয়ায় বিকেল ৩টায় সিলেটমুখী ট্রেনটি আড়াই ঘণ্টা পর ছাড়বে। এ বিষয়ে যাত্রীদের খুদে বার্তা পাঠানো হয়েছে।

 সিডিউল বিপর্যয়ে বিড়ম্বনায় পড়েছেন যাত্রীরাও। হবিগঞ্জের ইনাতাবাদের যাত্রী শামীম আহমেদ জানান, ‘বার্তা পাওয়ার পর নিশ্চিত হলাম কমলাপুরে কয়েক ঘণ্টা বসে থাকতে হবে। সময় বাঁচাতে টিকিট থাকা সত্ত্বেও বাসে হবিগঞ্জের পথে রওনা হয়েছি।’

 

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

হবিগঞ্জে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ট্রেন চলাচল ব্যাহত

প্রকাশের সময় : ০২:৩৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

হবিগঞ্জে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ট্রেন চলাচল ব্যাহত
সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সিলেটসহ সারাদেশের রেল যোগাযোগ কিছুক্ষণ বন্ধ ছিল। ট্রেন চলাচল ব্যাহত হলেও সার্বিক শিডিউলে বড় কোনো বিপর্যয় ঘটেনি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ইটাখোলা এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনটিতে কয়েকশ যাত্রী ছিলেন। ট্রেনটির ইঞ্জিন বিকল হওয়াতে যাত্রীরা সাময়িক ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে আখাউড়া থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়, যা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় মেরামত কাজ সম্পন্ন করে। দুপুর আড়াইটার দিকে সিলেট-ঢাকা রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

তবে রেল কর্তৃপক্ষ জানায়, সিলেট ঢাকাগামী কালনি এক্সপ্রেস ঢাকায় পৌঁছাতে দেরি হওয়ায় বিকেল ৩টায় সিলেটমুখী ট্রেনটি আড়াই ঘণ্টা পর ছাড়বে। এ বিষয়ে যাত্রীদের খুদে বার্তা পাঠানো হয়েছে।

 সিডিউল বিপর্যয়ে বিড়ম্বনায় পড়েছেন যাত্রীরাও। হবিগঞ্জের ইনাতাবাদের যাত্রী শামীম আহমেদ জানান, ‘বার্তা পাওয়ার পর নিশ্চিত হলাম কমলাপুরে কয়েক ঘণ্টা বসে থাকতে হবে। সময় বাঁচাতে টিকিট থাকা সত্ত্বেও বাসে হবিগঞ্জের পথে রওনা হয়েছি।’