নিজস্ব প্রতিবেদক :
রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীকটি নির্বাচন কমিশন আগেই বরাদ্দ দিয়েছে। তবে সেই প্রতীকটি দেখতে কেমন হবে তা কারো জানা ছিল না। অবশেষ সেই প্রতীকটি সামনে আনলো নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৬ নভেম্বর) সংস্থাটির ওয়েবসাইটে দলের নামের পাশে প্রতীকটি জুড়ে দেয়। আর প্রতীকটিই থাকবে ত্রয়োদশ আগামীতে অনুষ্ঠেয় নির্বাচনের ব্যালট পেপারে।
শাপলা কলি প্রতীকটিতে রাখা হয়েছে- নিচে প্রায় বৃত্তাকার শাপলা পাতা, সেখান থেকে একটি ডাটা ওঠে এসেছে ওপরের দিকে, আর ডাটার ওপরে রয়েছে মোড়ানো কলি। গত ১৭ নভেম্বর ৫৮ নম্বর দল হিসেবে এনসিপিকে নিবন্ধন দেয় ইসি।
এর আগে, নাগরিক পার্টিকে (এনসিপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) চূড়ান্তভাবে নিবন্ধন দেয় ইসি। ইসির চূড়ান্ত সিদ্ধান্তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ‘শাপলা কলি’, আর বাংলাদেশ সমাজতান্ত্রিক দল পেয়েছে ‘কাঁচি’ প্রতীক।
নিজস্ব প্রতিবেদক 



















