Dhaka শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি হাসপাতালে ভূমিকম্পে আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক :

ভূমিকম্পে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সব সরকারি হাসপাতালে ভূমিকম্পে আহতদের চিকিৎসার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভূমিকম্পে আহত চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে এসে তিনি এ কথা জানান। এ সময় আহতদের চিকিৎসার খোঁজ নেন তিনি।

‎হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ভূমিকম্পে আহতদের চিকিৎসায় যাতে কোনো ত্রুটি না হয়- সে বিষয়ে সকল সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা শারীরিকভাবে আহত হয়েছেন, ডাক্তাররা তাদের চিকিৎসা দিচ্ছেন। সবাই মিলে আমরা ভালো চিকিৎসার জন্য চেষ্টা করছি।

প্রসঙ্গক্রমে তিনি বলেন, যে মাত্রায় ভূমিকম্প হয়েছে, হয়তো কাছাকাছি হওয়ার কারণেই এই মাত্রাটা হয়েছে। কিছু কিছু জায়গায় দেখলাম মাত্রাটা ৫.২। কিন্তু আহত সেই তুলনায় বেশি হয়েছে। ঢাকার যেসব ছাত্ররা ভর্তি হয়েছে তাদের কেউ কেউ প্যানিকের কারণে দোতলা, তিনতলা থেকে লাফ দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন ছাত্র ভর্তি রয়েছে। এছাড়া আরও একজন বাচ্চা নিহত হয়েছে। তার বাবাও আহত আছেন। তার অবস্থা খুবই গুরুতর।

রাজধানীর মিডফোর্ডে তিনজন নিহত হয়েছে- জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এদের মধ্যে একজন মেডিকেলের শিক্ষার্থী রয়েছে। এছাড়া বিভিন্ন জায়গা থেকে আহতের খবর পাওয়া যাচ্ছে। গাজীপুরে কয়েকজন আহত আছে। অনেকে প্যানিকের কারণে হাসপাতালে এসেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ঢামেকে দুপুর পৌনে তিনটা পর্যন্ত ৪১ জন চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ ৬ জনকে ভর্তি নেওয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকলে, আগামী নির্বাচনেও দেশ লাভবান হবে : ডা. জাহিদ

সরকারি হাসপাতালে ভূমিকম্পে আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টার

প্রকাশের সময় : ০৪:৪৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

ভূমিকম্পে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সব সরকারি হাসপাতালে ভূমিকম্পে আহতদের চিকিৎসার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভূমিকম্পে আহত চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে এসে তিনি এ কথা জানান। এ সময় আহতদের চিকিৎসার খোঁজ নেন তিনি।

‎হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ভূমিকম্পে আহতদের চিকিৎসায় যাতে কোনো ত্রুটি না হয়- সে বিষয়ে সকল সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা শারীরিকভাবে আহত হয়েছেন, ডাক্তাররা তাদের চিকিৎসা দিচ্ছেন। সবাই মিলে আমরা ভালো চিকিৎসার জন্য চেষ্টা করছি।

প্রসঙ্গক্রমে তিনি বলেন, যে মাত্রায় ভূমিকম্প হয়েছে, হয়তো কাছাকাছি হওয়ার কারণেই এই মাত্রাটা হয়েছে। কিছু কিছু জায়গায় দেখলাম মাত্রাটা ৫.২। কিন্তু আহত সেই তুলনায় বেশি হয়েছে। ঢাকার যেসব ছাত্ররা ভর্তি হয়েছে তাদের কেউ কেউ প্যানিকের কারণে দোতলা, তিনতলা থেকে লাফ দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন ছাত্র ভর্তি রয়েছে। এছাড়া আরও একজন বাচ্চা নিহত হয়েছে। তার বাবাও আহত আছেন। তার অবস্থা খুবই গুরুতর।

রাজধানীর মিডফোর্ডে তিনজন নিহত হয়েছে- জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এদের মধ্যে একজন মেডিকেলের শিক্ষার্থী রয়েছে। এছাড়া বিভিন্ন জায়গা থেকে আহতের খবর পাওয়া যাচ্ছে। গাজীপুরে কয়েকজন আহত আছে। অনেকে প্যানিকের কারণে হাসপাতালে এসেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ঢামেকে দুপুর পৌনে তিনটা পর্যন্ত ৪১ জন চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ ৬ জনকে ভর্তি নেওয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।