নিজস্ব প্রতিবেদক :
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় এক যাত্রীর লাগেজ থেকে ১ হাজার ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে অ্যাভিয়েশন সিকিউরিটি বিভাগ তল্লাশির সময় এসব ইয়াবা উদ্ধার করে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, যাত্রী নাম মো. সামির (পাসপোর্ট নং A18310312)। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মুচিকান্দি ইউনিয়নের আলোনিয়া গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। সামির ঢাকা থেকে কুয়ালালামপুর হয়ে মালদ্বীপগামী যাত্রী ছিলেন। বুধবার রাত ১০টায় বিমানবন্দরে প্রবেশ করে চেক-ইন সম্পন্ন করার সময় অ্যাভিয়েশন সিকিউরিটি বিভাগের দায়িত্বরত নিরাপত্তাকর্মী এএসজি আবুল কালাম সামিরের লাগেজ থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করেন।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে যাত্রীকে অফলোড, আটক ও হেফাজতে নেয়। আইন অনুযায়ী, জব্দ তালিকা প্রস্তুত এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়।
বেবিচক কর্তৃপক্ষ জানিয়েছে, স্ক্রিনার এএসজি আবুল কালামের সতর্কতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের কারণেই নিষিদ্ধ মাদক চোরাচালানের এই গুরুতর প্রচেষ্টা ব্যর্থ হয়। বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর এই সফলতা দেশের বিমান পরিবহণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও দৃঢ় করেছে।
নিজস্ব প্রতিবেদক 
























