নিজস্ব প্রতিবেদক :
দেশের সব নাগরিকের ন্যায্য মূল্য সুবিধা নিশ্চিত করতে বিদেশ ভ্রমণের লক্ষ্যে বাংলাদেশে কর্মরত এয়ারলাইনগুলোর টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড (ফরেন কারেন্সি কার্ড) ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর আন্তর্জাতিক কার্ডধারী নাগরিকদের বিদেশ যাওয়ার জন্য যাত্রী হিসাবে প্রতিযোগিতামূলক ন্যায্য দামে টিকিট কিনতে প্রথমবারের মত এ সুযোগ দেওয়া হলো।
বুধবার (১৯ নভেম্বর) অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে বিদেশ গমনে টিকিট কেনার প্রয়োজনীয় সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে নির্দেশনাসহ প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ।
নির্দেশনায় বলা হয়েছে, ভিসাধারী বাংলাদেশি নাগরিকেরা বিদেশ ভ্রমণের জন্য দেশে অভ্যন্তরে পরিচালিত এয়ারলাইনগুলোর টিকিট আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে কিনতে পারবেন। এ উদ্যোগের ফলে যাত্রীরা বাজার দরের টিকিট সহজে কেনার সুযোগ পাবেন। টিকিট বিক্রির পুরো অর্থ এডি ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করতে হবে। যাতে বৈদেশিক মুদ্রার আয় দেশের আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে সঠিকভাবে অন্তর্ভুক্ত হয়। আর গ্রাহকেরা টিকিট কেনার সময় সংশ্লিষ্ট এডি ব্যাংকে টিকিটের ক্রয়মূল্যের সমপরিমাণ ডলার জমা দেবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক কার্ড ট্রাভেল পদ্ধতি অনুযায়ী কার্ড ব্যবহার করার সময় টিকিট কেনায় যে অর্থ ব্যয় হবে, ঠিক সমপরিমাণ অর্থ পুনরায় কার্ডে রিফিল (রিচার্জ বা জমা) করা যাবে। রিফিলের আগে এডি ব্যাংককে নিশ্চিত হতে হবে যে টিকিট মূল্যের পুরো অর্থ এডি ব্যাংকের মাধ্যমেই গ্রহণ করা হয়েছে। প্রতিটি রিফিলের জন্য আলাদা রেকর্ড সংরক্ষণ করতে হবে। আর টিকিট বিক্রির অর্থ বিদেশি এয়ারলাইনসের এফসি (ফরেন কারেন্সি) অ্যাকাউন্টে জমা রাখা যাবে। তবে স্থানীয় মালিকানাধীন এয়ারলাইনসের ক্ষেত্রে প্রাপ্ত অর্থ টাকায় নগদায়ন করতে হবে। এফসি অ্যাকাউন্টে জমাকৃত অর্থ থেকে এয়ারলাইনসগুলো প্রচলিত বিধান অনুসারে বৈধ উদ্বৃত্ত আয় বিদেশে পাঠাতে পারবে। লেনদেনের তথ্য নির্দেশনা অনুসারে এডি ব্যাংকগুলোকে নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন পাঠাতে হবে। এ ছাড়া আন্তর্জাতিক কার্ড ইস্যু ও ব্যবহারের অন্যান্য সব বিধান আগের মতোই অপরিবর্তিত থাকবে।
নিজস্ব প্রতিবেদক 























