Dhaka বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় দলের সহ–অধিনায়ক হলেন মিরাজ শান্ত সাইফ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ১৮৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক :

তিন ফরম্যাটে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন তিন অধিনায়ক। এবার তাদের সঙ্গী হিসেবে তিন সহ-অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নতুন মুখ সাইফ হাসান।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বর্তমানে চলছে তিন আলাদা অধিনায়ককে নিয়ে। টেস্ট ফরম্যাটের নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। ২০২৭ সাল পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন। এ ফরম্যাটে তার সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।

টাইগার এ অলরাউন্ডার আবার ওয়ানডে ফরম্যাটের দায়িত্বে রয়েছেন। চলতি বছরের জুনে মিরাজকে এক বছরের জন্য ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে নিশ্চিত করা হয়েছিল। আর তার সহকারী হিসেবে ৫০ ওভারের ফরম্যাটে শান্তকে দায়িত্ব দিয়েছে বিসিবি।

অন্যদিকে টি-টোয়েন্টি ফরম্যাটের দায়িত্বে রয়েছেন লিটন কুমার দাস। তাকে ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। তার সহকারী হিসেবে এ ফরম্যাটে দায়িত্ব পালন করবেন সাইফ হাসান। সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত ফরম্যাটে নজরকাড়া পারফরম্যান্স করে এ দায়িত্ব পেয়েছেন সাইফ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাতীয় দলের সহ–অধিনায়ক হলেন মিরাজ শান্ত সাইফ

প্রকাশের সময় : ১০:০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

স্পোর্টস ডেস্ক :

তিন ফরম্যাটে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন তিন অধিনায়ক। এবার তাদের সঙ্গী হিসেবে তিন সহ-অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নতুন মুখ সাইফ হাসান।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বর্তমানে চলছে তিন আলাদা অধিনায়ককে নিয়ে। টেস্ট ফরম্যাটের নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। ২০২৭ সাল পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন। এ ফরম্যাটে তার সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।

টাইগার এ অলরাউন্ডার আবার ওয়ানডে ফরম্যাটের দায়িত্বে রয়েছেন। চলতি বছরের জুনে মিরাজকে এক বছরের জন্য ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে নিশ্চিত করা হয়েছিল। আর তার সহকারী হিসেবে ৫০ ওভারের ফরম্যাটে শান্তকে দায়িত্ব দিয়েছে বিসিবি।

অন্যদিকে টি-টোয়েন্টি ফরম্যাটের দায়িত্বে রয়েছেন লিটন কুমার দাস। তাকে ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। তার সহকারী হিসেবে এ ফরম্যাটে দায়িত্ব পালন করবেন সাইফ হাসান। সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত ফরম্যাটে নজরকাড়া পারফরম্যান্স করে এ দায়িত্ব পেয়েছেন সাইফ।