Dhaka বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের আগে রাত ৮টা পর্যন্ত চলবে ব্যাংকিং কার্যক্রম

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১০:৪১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
  • ১৯৬ জন দেখেছেন

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন ব্যাংক শাখা/উপশাখায় স্বাভাবিক ব্যাংকিংসহ বর্ধিত সময়ে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওই সময়ে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে পশুর হাট সংলগ্ন ব্যাংকের শাখা।
মঙ্গলবার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি) পরিচালক মাকসুদা বেগম সাক্ষরিত এক সার্কুলারে এই নির্দেশনা দেওয়া হয়।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কোরবানির পশুর হাটের নিকটবর্তী শাখা/উপশাখাগুলোতে আগামী ৭ জুলাই বৃহস্পতিবার বর্ধিত সময়ে বিকাল ৬ টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ঈদুল আজহা পূর্বের দুইদিন ৮ ও ৯ জুলাই শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন সকল শাখা/উপশাখাগুলোতে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।

সার্কুলারে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় পরিচালিত কোরবানির পশুর হাটগুলোতে অধিক সংখ্যক ব্যবসায়ীর সমাগম ঘটে এবং বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়ে থাকে। ফলে হাটগুলোতে আর্থিক লেনদেনের নিরাপত্তার বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, কোরবানির পশুর হাটগুলোর নিকট দূরত্বেই বিভিন্ন ব্যাংকের শাখা/উপশাখা তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করে থাকে। হাটগুলোর নিকটবর্তী এসব শাখা/উপশাখা ব্যবহার করে কোরবানির পশু ব্যবসায়ীগণ তাদের পশু বিক্রয়ের অর্থ লেনদেনে ব্যাংকের সহায়তা গ্রহণ করতে পারেন। তাছাড়া, পশুর হাটে ব্যাংকের অস্থায়ী বুথ খোলা হলে ব্যবসায়ীগণ অর্থ লেনদেনে উক্ত বুথের সহায়তা গ্রহণ করতে পারেন।

বর্ণিত প্রেক্ষিতে, ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ প্রদান করা যাচ্ছে: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কোরবানির পশুর হাটের (তালিকা সংযুক্ত) নিকটবর্তী শাখা/উপশাখা স্বীয় বিবেচনায় নির্বাচন করে উক্ত শাখা/উপশাখাসমূহে বিশেষ ব্যবস্থায় ০৭ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত বর্ধিত সময়ে (বিকাল ৬:০০ টা হতে রাত ৮:০০ টা পর্যন্ত) ব্যাংকিং কার্যক্রম চালু রাখা এবং ঈদ-উল-আযহার পূর্বের দুইদিন ৮ ও ৯ জুলাই ২০২২ (শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন) উক্ত শাখা/উপশাখাসমূহে সকাল ১০:০০ টা হতে রাত ৮.০০ টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে স্বীয় বিবেচনায় অস্থায়ী বুথ স্থাপন, চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় কোরবানির পশুর হাটগুলোতে স্থাপিত বুথসহ সংশ্লিষ্ট শাখা/উপশাখায় আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সংশ্লিষ্ট শাখা/উপশাখা/বুথগুলোতে অতিরিক্ত সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধি মোতাবেক ভাতা প্রদান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঈদের আগে রাত ৮টা পর্যন্ত চলবে ব্যাংকিং কার্যক্রম

প্রকাশের সময় : ১০:৪১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন ব্যাংক শাখা/উপশাখায় স্বাভাবিক ব্যাংকিংসহ বর্ধিত সময়ে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওই সময়ে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে পশুর হাট সংলগ্ন ব্যাংকের শাখা।
মঙ্গলবার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি) পরিচালক মাকসুদা বেগম সাক্ষরিত এক সার্কুলারে এই নির্দেশনা দেওয়া হয়।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কোরবানির পশুর হাটের নিকটবর্তী শাখা/উপশাখাগুলোতে আগামী ৭ জুলাই বৃহস্পতিবার বর্ধিত সময়ে বিকাল ৬ টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ঈদুল আজহা পূর্বের দুইদিন ৮ ও ৯ জুলাই শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন সকল শাখা/উপশাখাগুলোতে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।

সার্কুলারে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় পরিচালিত কোরবানির পশুর হাটগুলোতে অধিক সংখ্যক ব্যবসায়ীর সমাগম ঘটে এবং বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়ে থাকে। ফলে হাটগুলোতে আর্থিক লেনদেনের নিরাপত্তার বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, কোরবানির পশুর হাটগুলোর নিকট দূরত্বেই বিভিন্ন ব্যাংকের শাখা/উপশাখা তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করে থাকে। হাটগুলোর নিকটবর্তী এসব শাখা/উপশাখা ব্যবহার করে কোরবানির পশু ব্যবসায়ীগণ তাদের পশু বিক্রয়ের অর্থ লেনদেনে ব্যাংকের সহায়তা গ্রহণ করতে পারেন। তাছাড়া, পশুর হাটে ব্যাংকের অস্থায়ী বুথ খোলা হলে ব্যবসায়ীগণ অর্থ লেনদেনে উক্ত বুথের সহায়তা গ্রহণ করতে পারেন।

বর্ণিত প্রেক্ষিতে, ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ প্রদান করা যাচ্ছে: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কোরবানির পশুর হাটের (তালিকা সংযুক্ত) নিকটবর্তী শাখা/উপশাখা স্বীয় বিবেচনায় নির্বাচন করে উক্ত শাখা/উপশাখাসমূহে বিশেষ ব্যবস্থায় ০৭ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত বর্ধিত সময়ে (বিকাল ৬:০০ টা হতে রাত ৮:০০ টা পর্যন্ত) ব্যাংকিং কার্যক্রম চালু রাখা এবং ঈদ-উল-আযহার পূর্বের দুইদিন ৮ ও ৯ জুলাই ২০২২ (শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন) উক্ত শাখা/উপশাখাসমূহে সকাল ১০:০০ টা হতে রাত ৮.০০ টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে স্বীয় বিবেচনায় অস্থায়ী বুথ স্থাপন, চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় কোরবানির পশুর হাটগুলোতে স্থাপিত বুথসহ সংশ্লিষ্ট শাখা/উপশাখায় আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সংশ্লিষ্ট শাখা/উপশাখা/বুথগুলোতে অতিরিক্ত সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধি মোতাবেক ভাতা প্রদান।