কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে ৮টার মধ্যে তাদের আটক করা হয় বলে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন জানান।
তিনি বলেন, গোপন সংবাদে নগরীর টমছমব্রিজ, বাদুরতলা ও ধর্মসাগরপাড় এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ও ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় সংঘবদ্ধ অবস্থায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২৯ জন নেতাকর্মীকে আটক করেছ পুলিশ।
এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের আরও ১৫ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
আটকদের দের কাছ থেকে বাঁশের লাঠি, ব্যানার, গ্যাসলাইটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যাক্ষদর্শীরা বলছে, সকালে নগরীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও নাশকতার করার জন্য ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। পরে হঠাৎ পুলিশের অভিযান শুরু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নাশকতার পরিকল্পনার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ ভ্যানে তোলা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঝটিকা মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার খবর পেয়ে আমরা অভিযান চালাই। টমছমব্রিজ, বাদুরতলা ও ধর্মসাগরপাড় এলাকায় সন্দেহজনকভাবে অবস্থান নেওয়ার সময় ২৯ জনকে আটক করা হয়।
তিনি বলেন, তাদের কাছ থেকে বাঁশের লাঠিসহ নাশকতার পরিকল্পনার বিভিন্ন উপকরণ পাওয়া গেছে। কুমিল্লায় আইন শৃংঙ্খলা বিঘ্নের উদ্দশ্যে সাবেক এমপি আ ক ম বাহারের মেয়ে তাহসিন বাহার সূচনার অর্থায়নে শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল।
মাহিনুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার প্রস্তুতিসহ একাধিক ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ বলেন, আটকদের কাছ থেকে ব্যানার, লাঠিসহ নাশকতার বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কুমিল্লা জেলা প্রতিনিধি 






















