নিজস্ব প্রতিবেদক :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান এডিসি কাজ করিয়ে পাওনা ৯০ কোটি টাকা পরিশোধ না করায় চার কোরিয়ান ও এক বাংলাদেশির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সিএমএম আদালত এ নিষেধাজ্ঞা দেন।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, দক্ষিণ কোরিয়ার নাগরিক কিউংজু কাং, ইর্য়কওয়ান চোই, জুয়োক ইয়াং, হিসোক কিম ও বাংলাদেশি নাগরিক মো. সায়েম চৌধুরী। আদালত পরবর্তী তারিখের মধ্যে আপস করার নির্দেশনাও দেন।
এর আগে প্লিয়াডিস কনস্ট্রাকশন অ্যান্ড কনসাল্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জুবায়ের আখতার চৌধুরী ঢাকা মহানগর আদালতে এই মামলা করেন।
এক বছর আগে করা মামলায় জুবায়েরের দাবি, তাদের প্রতিষ্ঠানকে এডিসি সাব-কন্ট্রাক্টে কাজ করালেও চুক্তিমতো অর্থ পরিশোধ করেনি। দীর্ঘদিন ধরে অর্থ আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতের দ্বারস্থ হন।
জানা যায়, প্লিয়াডিস কনস্ট্রাকশন অ্যান্ড কনসাল্টিং লিমিটেড সাব কন্ট্রাক্ট হিসেবে টার্মিনাল-৩, মাল্টি-লেভেল কার পার্কিং (এমএলসিপি), এক্সপোর্ট কার্গো টার্মিনাল (ইসিটি), ইম্পোর্ট কার্গো টার্মিনাল (আইসিটি) ও অন্য ইউটিলিটি ভবন যেমন আইপিপি, আইপিআর, জেনারেটর হাউস, এসটিপি, ডব্লিউএসএস, পিডব্লিউটিপি, এজিএস, আরএফএফএস সাবস্টেশন, আরএফএফএস মেইন বিল্ডিংয়ে কাজ করে।
চুক্তির বাইরেও অতিরিক্ত কাজ করানো হয় । এসব কাজ বাবদ প্রায় ৯০ কোটি টাকার পাওনা অপরিশোধিত রয়েছে; যার মধ্যে মূল কাজের পাওনা এবং অতিরিক্ত সময় কাজ করানোর খরচ। এ বকেয়া দিতে টালবাহানা করায় ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
নিজস্ব প্রতিবেদক 






















