Dhaka বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে ফায়ার সার্ভিসের গেটে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক : 

‎রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় ফায়ার সার্ভিসের গেটে সন্ধ্যার পর মালঞ্চ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

‎মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সূত্রাপুর ফায়ার স্টেশনের গেটে একটি বাসে আগুন দেয়।

‎বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি বলেন, সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় হতাহতের বিষয় এখনো কোনো তথ্য নেই।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের গেটের সামনে বাসটি পার্কিং করা অবস্থায় ছিল। চালক ও হেলপার খেতে যান। এ ফাঁকে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি। দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিএনপি হচ্ছে গণতন্ত্রের চ্যাম্পিয়ন একটি রাজনৈতিক দল : রিজভী

রাজধানীতে ফায়ার সার্ভিসের গেটে যাত্রীবাহী বাসে আগুন

প্রকাশের সময় : ০৮:৩৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

‎রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় ফায়ার সার্ভিসের গেটে সন্ধ্যার পর মালঞ্চ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

‎মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সূত্রাপুর ফায়ার স্টেশনের গেটে একটি বাসে আগুন দেয়।

‎বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি বলেন, সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় হতাহতের বিষয় এখনো কোনো তথ্য নেই।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের গেটের সামনে বাসটি পার্কিং করা অবস্থায় ছিল। চালক ও হেলপার খেতে যান। এ ফাঁকে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি। দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।