Dhaka মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেনের ইঞ্জিনে আগুন, ময়মনসিংহ-নেত্রকোণা রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহের গৌরীপুরে জারিয়া অভিমুখী ৪৯ নম্বর বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লেগে ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে ময়মনসিংহ থেকে নেত্রকোণা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এবং বিসকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে নেত্রকোণার জারিয়ামুখী ৪৯ নম্বর বলাকা কমিউটার ট্রেনটির ইঞ্জিনে হঠাৎ আগুন লেগে যায়। পরে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দ্রুত ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ইঞ্জিন পরিবর্তনের কাজ চলছে চানিয়ে ওসি আকতার হোসেন বলেন, ইঞ্জিন পরিবর্তন না হওয়া পর্যন্ত ময়মনসিংহ-নেত্রকোণা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, বর্তমানে বিকল হওয়া ইঞ্জিনটি পাল্টে নতুন ইঞ্জিন লাগানোর কাজ চলছে। যতক্ষণ পর্যন্ত ইঞ্জিন পরিবর্তন ও মেরামত শেষ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই রুটে সব ধরনের ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নেত্রকোনায় সেতু নির্মাণের ২০ বছরেও হয়নি সংযোগ সড়ক, ভোগান্তিতে সাত গ্রামের মানুষ

ট্রেনের ইঞ্জিনে আগুন, ময়মনসিংহ-নেত্রকোণা রেল যোগাযোগ বন্ধ

প্রকাশের সময় : ১২:২১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহের গৌরীপুরে জারিয়া অভিমুখী ৪৯ নম্বর বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লেগে ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে ময়মনসিংহ থেকে নেত্রকোণা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এবং বিসকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে নেত্রকোণার জারিয়ামুখী ৪৯ নম্বর বলাকা কমিউটার ট্রেনটির ইঞ্জিনে হঠাৎ আগুন লেগে যায়। পরে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দ্রুত ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ইঞ্জিন পরিবর্তনের কাজ চলছে চানিয়ে ওসি আকতার হোসেন বলেন, ইঞ্জিন পরিবর্তন না হওয়া পর্যন্ত ময়মনসিংহ-নেত্রকোণা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, বর্তমানে বিকল হওয়া ইঞ্জিনটি পাল্টে নতুন ইঞ্জিন লাগানোর কাজ চলছে। যতক্ষণ পর্যন্ত ইঞ্জিন পরিবর্তন ও মেরামত শেষ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই রুটে সব ধরনের ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।