Dhaka রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন মৌনী রায়

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:১৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ১৯৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

রুপালি পর্দার ঝলমলে দুনিয়ার আড়ালেও লুকিয়ে থাকে অনেক অন্ধকার গল্প। তারকাদের হাসিমুখের নেপথ্যে থাকে সংগ্রাম, অপমান আর না বলা ভয়। সেই কথাই আবারও সামনে আনলেন বাঙালি অভিনেত্রী মৌনী রায়। কর্মজীবনের একেবারে শুরুতে ঘটে যাওয়া এক আতঙ্কের স্মৃতি ভাগ করে নিলেন তিনি। অভিনেত্রী জানালেন ২১ বছর বয়সে তার ভয়াবহ অভিজ্ঞতার কথা।

টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে মৌনী জানান, যখন তার বয়স মাত্র ২১, এক ব্যক্তির অফিসে গিয়েছিলাম, সেখানে কয়েকজন উপস্থিত ছিলেন। একটি দৃশ্যের ন্যারেশন চলছিল। বলা হল নায়িকা সুইমিং পুলে পড়ে অচেতন হয়ে যাবে, আর নায়ক মুখে মুখ দিয়ে শ্বাস দিয়ে তাকে বাঁচাবে।

মৌনী তখনও নবীন, অভিজ্ঞতা কম। ঠিক সেই মুহূর্তে ঘটনাটি ঘটে। তিনি বলেন, হঠাৎই ওই ব্যক্তি সত্যি সত্যিই আমার মুখ ধরে দেখাতে লাগলেন কীভাবে শ্বাস দেয়া হয়। আমি বুঝতেই পারছিলাম না কী হচ্ছে। শরীর জমে গিয়েছিল। পরে আমি কাঁপতে কাঁপতে সোজা নিচে নেমে এসে বেরিয়ে আসি। অনেকদিন এই ঘটনাটা আমাকে মানসিকভাবে বিধ্বস্ত করে রেখেছিল।

মৌনী রায় অল্প বয়সেই অভিনয়ের জগতে পা রাখে বহু হিট ধারাবাহিক ও সিনেমায় কাজ করেছেন। ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’তে প্রথম সাফল্য, তারপর বলিউডে ‘গোল্ড’ দিয়ে অভিনয়ের নতুন অধ্যায়। ‘ব্রহ্মাস্ত্র’, ‘মেড ইন চায়না’, ‘রোমিও আকবর ওয়াল্টার’ সিনেমাগুলোয় অভিনয় করে বিনোদন দুনিয়ায় নিজের জায়গা তৈরি করেছেন তিনি।

আবহাওয়া

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন মৌনী রায়

প্রকাশের সময় : ০৬:১৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক : 

রুপালি পর্দার ঝলমলে দুনিয়ার আড়ালেও লুকিয়ে থাকে অনেক অন্ধকার গল্প। তারকাদের হাসিমুখের নেপথ্যে থাকে সংগ্রাম, অপমান আর না বলা ভয়। সেই কথাই আবারও সামনে আনলেন বাঙালি অভিনেত্রী মৌনী রায়। কর্মজীবনের একেবারে শুরুতে ঘটে যাওয়া এক আতঙ্কের স্মৃতি ভাগ করে নিলেন তিনি। অভিনেত্রী জানালেন ২১ বছর বয়সে তার ভয়াবহ অভিজ্ঞতার কথা।

টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে মৌনী জানান, যখন তার বয়স মাত্র ২১, এক ব্যক্তির অফিসে গিয়েছিলাম, সেখানে কয়েকজন উপস্থিত ছিলেন। একটি দৃশ্যের ন্যারেশন চলছিল। বলা হল নায়িকা সুইমিং পুলে পড়ে অচেতন হয়ে যাবে, আর নায়ক মুখে মুখ দিয়ে শ্বাস দিয়ে তাকে বাঁচাবে।

মৌনী তখনও নবীন, অভিজ্ঞতা কম। ঠিক সেই মুহূর্তে ঘটনাটি ঘটে। তিনি বলেন, হঠাৎই ওই ব্যক্তি সত্যি সত্যিই আমার মুখ ধরে দেখাতে লাগলেন কীভাবে শ্বাস দেয়া হয়। আমি বুঝতেই পারছিলাম না কী হচ্ছে। শরীর জমে গিয়েছিল। পরে আমি কাঁপতে কাঁপতে সোজা নিচে নেমে এসে বেরিয়ে আসি। অনেকদিন এই ঘটনাটা আমাকে মানসিকভাবে বিধ্বস্ত করে রেখেছিল।

মৌনী রায় অল্প বয়সেই অভিনয়ের জগতে পা রাখে বহু হিট ধারাবাহিক ও সিনেমায় কাজ করেছেন। ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’তে প্রথম সাফল্য, তারপর বলিউডে ‘গোল্ড’ দিয়ে অভিনয়ের নতুন অধ্যায়। ‘ব্রহ্মাস্ত্র’, ‘মেড ইন চায়না’, ‘রোমিও আকবর ওয়াল্টার’ সিনেমাগুলোয় অভিনয় করে বিনোদন দুনিয়ায় নিজের জায়গা তৈরি করেছেন তিনি।