নিজস্ব প্রতিবেদক :
এইচএসসি পরীক্ষার জন্য নির্দেশনা না পাওয়া পর্যন্ত নির্বাচনি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নির্বাচনী পরীক্ষার তারিখ পরবর্তী সময় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড। আপাতত নিয়মিত ক্লাস চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৯ নভেম্বর) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলমান থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচনী পরীক্ষা গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচনি পরীক্ষার তারিখ পরে আলাদা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
ঢাকা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং প্রধানদের এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বানও জানানো হয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার দুপুরে বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, এই দোহাই দিয়ে বহু কলেজ এখনই (নভেম্বরে) দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা আয়োজন করছে। এর ফলে শিক্ষার্থীরা পরীক্ষার আগে পর্যাপ্ত সময় পাচ্ছে না। তাই আমরা কলেজগুলোকে আপাতত নির্বাচনি পরীক্ষা না নিয়ে নিয়মিত ক্লাস চালিয়ে যেতে বলেছি।
২০২৬ সালের শুরুর দিকে নির্বাচনি পরীক্ষা আয়োজন করা হতে পারে ধারণা দিয়ে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক কামাল উদ্দিন বলেন, নির্বাচনি পরীক্ষা কবে হবে তা আমরা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেব।
রোববার ঢাকা বোর্ড থেকে কলেজগুলোকে আপাতত নির্বাচনি পরীক্ষা আয়োজন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সবগুলো শিক্ষা বোর্ডই এ নির্দেশনা দেবে বলে জানিয়েছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন।
তিনি বলেন, আমরাও (কুমিল্লা বোর্ড) আপাতত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষার আয়োজন না করতে কলেজগুলোর জন্য নির্দেশনা জারি করছি। কিছুক্ষণের মধ্যে এ নির্দেশনা জারি হবে। অন্যান্য শিক্ষা বোর্ডও একই নির্দেশনা দেবে।
২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল, যার ফল প্রকাশ হয়েছিল মার্চে। এরপর ২৬ জুন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়।
নিজস্ব প্রতিবেদক 




















