Dhaka শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে নিজ বাড়ির সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২

চট্টগ্রাম জেলা প্রতিনিধি  : 

চট্টগ্রাম নগরীর হালিশহরে নিজ বাড়ির সামনে মো. আকবর (৩৫) নামের এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল ও আরমান নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে হালিশহর থানাধীন মাইজপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

আকবর চুনা ফ্যাক্টরির কাছে শাপলা আবাসিক এলাকার বাসিন্দা আবদুর রহমানের ছেলে।

প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে আকবরকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

তবে প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, আকবর এলাকার পরিচিত তরুণ ব্যবসায়ী ছিলেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎ মোটরসাইকেলে এসে ৪-৫ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো দা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আকবর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, হালিশহর এলাকা থেকে ছুরিকাঘাতে আহত এক যুবককে চমেকে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা বলেন, শুক্রবার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। এ সময় মিনহাজুল ইসলাম ওরফে ‘মার্ডার সোহেল’-এর নেতৃত্বে একদল স্থানীয় অপরাধী ধারালো অস্ত্র নিয়ে আকবরের ওপর হামলা চালায়।

আকবরের ভাই মারুফ বলেন, ‘রাত ৯টার দিকে সোহেল ও তার সহযোগীরা আমার ছোট ভাইয়ের কাছে চাঁদা চাইতে আসে। তাকে না পেয়ে তারা আকবরকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। আশপাশে লোকজন থাকলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। হামলাকারীরা পালিয়ে যাওয়ার পর স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (পশ্চিম) হোসেন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, মোটরসাইকেলের পথরোধ করা নিয়ে বাগবিতণ্ডার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। প্রধান অভিযুক্ত সোহেল ও আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

তিনি আরও জানান, ‘প্রাথমিক তদন্তে পুলিশ এখনো চাঁদাবাজির কোনো প্রমাণ পায়নি। এর সঙ্গে সত্যিই চাঁদাবাজির কোনো ঘটনা জড়িত থাকলে সেটি তদন্তে বেরিয়ে আসবে।’

আবহাওয়া

চট্টগ্রামে নিজ বাড়ির সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২

প্রকাশের সময় : ১২:২২:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম জেলা প্রতিনিধি  : 

চট্টগ্রাম নগরীর হালিশহরে নিজ বাড়ির সামনে মো. আকবর (৩৫) নামের এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল ও আরমান নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে হালিশহর থানাধীন মাইজপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

আকবর চুনা ফ্যাক্টরির কাছে শাপলা আবাসিক এলাকার বাসিন্দা আবদুর রহমানের ছেলে।

প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে আকবরকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

তবে প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, আকবর এলাকার পরিচিত তরুণ ব্যবসায়ী ছিলেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎ মোটরসাইকেলে এসে ৪-৫ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো দা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আকবর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, হালিশহর এলাকা থেকে ছুরিকাঘাতে আহত এক যুবককে চমেকে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা বলেন, শুক্রবার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। এ সময় মিনহাজুল ইসলাম ওরফে ‘মার্ডার সোহেল’-এর নেতৃত্বে একদল স্থানীয় অপরাধী ধারালো অস্ত্র নিয়ে আকবরের ওপর হামলা চালায়।

আকবরের ভাই মারুফ বলেন, ‘রাত ৯টার দিকে সোহেল ও তার সহযোগীরা আমার ছোট ভাইয়ের কাছে চাঁদা চাইতে আসে। তাকে না পেয়ে তারা আকবরকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। আশপাশে লোকজন থাকলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। হামলাকারীরা পালিয়ে যাওয়ার পর স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (পশ্চিম) হোসেন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, মোটরসাইকেলের পথরোধ করা নিয়ে বাগবিতণ্ডার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। প্রধান অভিযুক্ত সোহেল ও আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

তিনি আরও জানান, ‘প্রাথমিক তদন্তে পুলিশ এখনো চাঁদাবাজির কোনো প্রমাণ পায়নি। এর সঙ্গে সত্যিই চাঁদাবাজির কোনো ঘটনা জড়িত থাকলে সেটি তদন্তে বেরিয়ে আসবে।’