Dhaka শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু তালিকা প্রকাশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:২১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ১৯২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

২০২৬ পুরুষদের টি-২০ বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে ভারত ও শ্রীলঙ্কার নাম চূড়ান্ত করেছে আইসিসি। ভারতের ভেতরে পাঁচটি শহর ও শ্রীলঙ্কায় দুটি শহর রয়েছে আয়োজক তালিকায়।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-২০ বিশ্বকাপ, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। পিটিআই জানিয়েছে, টুর্নামেন্ট শুরুর তিন মাস আগে আগামী সপ্তাহেই আইসিসি আনুষ্ঠানিকভাবে পূর্ণ সূচি প্রকাশ করবে। বেশিরভাগ অংশগ্রহণকারী দেশই অপেক্ষায় আছে দলগুলোর গ্রুপিং ও ম্যাচ সূচি জানার জন্য। এখনো পর্যন্ত আইসিসি টুর্নামেন্টের টিকিট সংক্রান্ত তথ্যও প্রকাশ করেনি।

ভারতের আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাই নির্বাচিত হয়েছে এই টুর্নামেন্টের মূল ভেন্যু হিসেবে। অন্যদিকে, শ্রীলঙ্কায় দুটি শহর- কলম্বো ও ক্যান্ডিতেও হবে খেলা। দ্বিপাক্ষিক সম্পর্কজনিত কারণে ভারত ও পাকিস্তান নিজেদের দেশে পরস্পরের ম্যাচ আয়োজন না করার সিদ্ধান্তে অটল আছে। সেই ধারাবাহিকতায় পাকিস্তান দলের সব ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। এমনকি পাকিস্তান যদি ফাইনালে পৌঁছে, সেটিও হবে শ্রীলঙ্কার মাটিতেই।

২০২৬ টি-২০ বিশ্বকাপে আগের আসরের মতোই থাকবে ২০ দল। চারটি গ্রুপে ভাগ হবে দলগুলো, প্রতিটি গ্রুপে পাঁচটি করে দল। প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে খেলবে। প্রতিটি গ্রুপের সেরা দুই দল যাবে সুপার এইটে, যেখানে তারা আবার দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। সেই পর্বের শীর্ষ দুই দল পাবে সেমিফাইনালের টিকিট, আর সেমিফাইনাল জয়ীরা লড়বে ফাইনালে।

আয়োজক ভারত ও শ্রীলঙ্কার পাশাপাশি আগের টি-২০ বিশ্বকাপের সেরা সাত দল- আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ স্বয়ংক্রিয়ভাবে জায়গা পেয়েছে। টি২০ র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ালিফাই করেছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড।

আমেরিকা অঞ্চলের একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছে কানাডা। ইউরোপ অঞ্চলের পাঁচ দলের বাছাই থেকে এসেছে ইতালি (প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপে) ও নেদারল্যান্ডস। আফ্রিকা অঞ্চলের আট দলের লড়াইয়ে কোয়ালিফাই করেছে নামিবিয়া ও জিম্বাবুয়ে। এশিয়া-ইপিএ অঞ্চলের লড়াই থেকে এসেছে নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

২০২৪ টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত এবার নিজেদের মাঠে শিরোপা রক্ষার মিশনে নামবে। গত আসরে বার্বাডোসে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় রোহিত শর্মার দল।

আবহাওয়া

রাজশাহীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু তালিকা প্রকাশ

প্রকাশের সময় : ০৬:২১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

২০২৬ পুরুষদের টি-২০ বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে ভারত ও শ্রীলঙ্কার নাম চূড়ান্ত করেছে আইসিসি। ভারতের ভেতরে পাঁচটি শহর ও শ্রীলঙ্কায় দুটি শহর রয়েছে আয়োজক তালিকায়।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-২০ বিশ্বকাপ, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। পিটিআই জানিয়েছে, টুর্নামেন্ট শুরুর তিন মাস আগে আগামী সপ্তাহেই আইসিসি আনুষ্ঠানিকভাবে পূর্ণ সূচি প্রকাশ করবে। বেশিরভাগ অংশগ্রহণকারী দেশই অপেক্ষায় আছে দলগুলোর গ্রুপিং ও ম্যাচ সূচি জানার জন্য। এখনো পর্যন্ত আইসিসি টুর্নামেন্টের টিকিট সংক্রান্ত তথ্যও প্রকাশ করেনি।

ভারতের আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাই নির্বাচিত হয়েছে এই টুর্নামেন্টের মূল ভেন্যু হিসেবে। অন্যদিকে, শ্রীলঙ্কায় দুটি শহর- কলম্বো ও ক্যান্ডিতেও হবে খেলা। দ্বিপাক্ষিক সম্পর্কজনিত কারণে ভারত ও পাকিস্তান নিজেদের দেশে পরস্পরের ম্যাচ আয়োজন না করার সিদ্ধান্তে অটল আছে। সেই ধারাবাহিকতায় পাকিস্তান দলের সব ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। এমনকি পাকিস্তান যদি ফাইনালে পৌঁছে, সেটিও হবে শ্রীলঙ্কার মাটিতেই।

২০২৬ টি-২০ বিশ্বকাপে আগের আসরের মতোই থাকবে ২০ দল। চারটি গ্রুপে ভাগ হবে দলগুলো, প্রতিটি গ্রুপে পাঁচটি করে দল। প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে খেলবে। প্রতিটি গ্রুপের সেরা দুই দল যাবে সুপার এইটে, যেখানে তারা আবার দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। সেই পর্বের শীর্ষ দুই দল পাবে সেমিফাইনালের টিকিট, আর সেমিফাইনাল জয়ীরা লড়বে ফাইনালে।

আয়োজক ভারত ও শ্রীলঙ্কার পাশাপাশি আগের টি-২০ বিশ্বকাপের সেরা সাত দল- আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ স্বয়ংক্রিয়ভাবে জায়গা পেয়েছে। টি২০ র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ালিফাই করেছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড।

আমেরিকা অঞ্চলের একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছে কানাডা। ইউরোপ অঞ্চলের পাঁচ দলের বাছাই থেকে এসেছে ইতালি (প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপে) ও নেদারল্যান্ডস। আফ্রিকা অঞ্চলের আট দলের লড়াইয়ে কোয়ালিফাই করেছে নামিবিয়া ও জিম্বাবুয়ে। এশিয়া-ইপিএ অঞ্চলের লড়াই থেকে এসেছে নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

২০২৪ টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত এবার নিজেদের মাঠে শিরোপা রক্ষার মিশনে নামবে। গত আসরে বার্বাডোসে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় রোহিত শর্মার দল।