বিনোদন ডেস্ক :
সুখবর দিলেন বলিউডের আলোচিত তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। পুত্রসন্তানের মা-বাবা হয়েছেন তারা।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে পুত্রসন্তানের জন্ম দিলেন ক্যাটরিনা। ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে খবরটি জানিয়েছেন এ দুই তারকা।
খুশির খবর জানিয়ে ভিকি কৌশল লিখেছেন, আমাদের জীবনে আনন্দ এসেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই আমরা।
তারপর থেকে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই তারকা যুগল। অনেক সহকর্মী শুভেচ্ছা জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন শ্রেয়া ঘোষাল, পরিণীতি চোপড়া, মাধুরী দীক্ষিত প্রমুখ।
ভালোবেসে ঘর বেঁধেছেন ক্যাটরিনা-ভিকি। তবে বিয়ের আগে প্রেমের খবর গোপন রেখেছিলেন এই জুটি। বিয়ের পর ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রেম জীবন নিয়ে মুখ খুলেন এই অভিনেত্রী। ক্যাটরিনা কাইফ বলেছিলেন, ভিকির বিষয়ে আমি বেশি কিছু জানতামও না। তার নাম শুনেছিলাম। তার সঙ্গে কখনো যোগাযোগ হয়নি। কিন্তু তারপর যখন দেখা হলো, আমার মন জয় করে নিলো।
ভিকির প্রতি দুর্বলতার কথা প্রথম নির্মাতা জয়া আখতারের কাছে জানিয়েছিলেন ক্যাটরিনা। কারণ তার পার্টিতেই দুজনের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। ক্যাটরিনার দাবি, ভিকির সঙ্গে তার সম্পর্কের বিষয়টি অপ্রত্যাশিত ছিল। হঠাৎ করেই হয়েছে। তার ভাষায়, এটি সম্পূর্ণই ভাগ্যের লিখন। এমনটাই মনে করি। এক সময় কাকতালীয় অনেক কিছু ঘটেছে। সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল।
২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে ভিকি-ক্যাটরিনার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। রাজকীয় বিয়ের অনুষ্ঠানে শুধু এই জুটির কাছের বন্ধু ও পরিবার-আত্মীয়রা উপস্থিত ছিলেন।
বিনোদন ডেস্ক 

























